আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৯ || ফটোগ্রাফি - ফসলের মাঠে কৃষকের হাসি

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি ফটোগ্রাফি পোস্ট

1000022838.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমাদের দেশ কৃষি প্রধান। কৃষি বাঁচলে বাঁচে দেশ। তবে আমরা কখনো কৃষকে সম্মান করি না। কৃষকদের জন্য আমরা দুই বেলা দুমুঠো ভাত খেতে পারি।আসলে আমাদের দেশ কৃষি প্রধান দেশ।সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। দেশের বেশির ভাগ মানুষ কৃষি প্রধান। আসলে কৃষকদের জন্য আমরা এমন সোনার ফসল দেখতে পায়। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খাবার জোগার করে দেই।আর যদি কৃষকরা সোনার ফসল না ফলায় তাহলে হয়তো আমরা খেতে পারতাম না।তাই আমাদের সবারই উচিত কৃষকদের সম্মান করা। আজ এসেছি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000022882.jpg

1000022837.jpg

এখন মাঠ ভরা ধনে রয়েছে। এগুলো হচ্ছে ধনের ফুল।অনেক জায়গায় হয়তো ধনে পেকে গিয়েছে কিন্তু আমাদের এলাকায় এখনো ধনে পাকেনি। তবে অনেক দিন ধরে নিজের ক্ষেত্রের ধনের পাতা খেয়েছি কিন্তু এখন ফুল ধরেছে তাই আর খাওয়া হয়নি। গতকাল একটু মাঠে গিয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য। তখন মাঠ ভরা এমন ধনের ফুল দেখে চোখ ফিরানো যাচ্ছিল না।সত্যি ধনের পাতা দিলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এগুলো সব সম্ভব কৃষকদের জন্য।

1000022784.jpg

1000022785.jpg

এগুলোর সঠিক নাম আমার জানা নেই। আসলে তবে এগুলো হচ্ছে কোন ধরনের ডাটা শাক । আসলে এই শাক গুলো ক্ষেতে যেমন ভালো লাগে। আর এর ডাটা গুলো খেতে তারচেয়ে বেশি ভালো লাগে। আর এই সব গুলো সম্ভব শুধু কৃষকদের জন্য। আসলে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে এই সোনার ফসল ফলায়।
আর তাদের জন্য আমরা এমন খাবার খেতে পারি।

1000022777.jpg

1000022778.jpg

এগুলো হচ্ছে পটলের জার। আসলে এখন মাঠ ভরে এভাবে পটলের জার বানিয়েছে।আমি শুনেছি পটল নাকি একবার লাগালে বারবার একাই হয়ে যায়। আর আমরা যারা গ্রামে থাকি তারা এই তাজা পটল গুলো খেতে পারি।আসলে আমাদের খাবারের সকল জিনিস এক মাত্র কৃষক তৈরি করে।তাই আমাদের মন প্রাণ দিয়ে কৃষকদের সম্মান করা উচিত। আমার এক চাচা শশুর পটল লাগিয়ে তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

1000022810.jpg

1000022838.jpg

এগুলো হয়তো আমরা সবাই চিনি। এটি হচ্ছে গম। এখন মাঠে গম রয়েছে। আর আমরা সবাই হয়তো এই গমের রুটি খেয়ে থাকি।আসলে রুটি বা পরোটা আমাদের সবার সকালের নাস্তা। আর আমরা যারা গ্রামে থাকি তাদের অনেকে ক্ষেতে জন্মায়। সত্যি অনেক দিন পরে এভাবে মাঠ ভরা গম দেখলাম। আর বিকেল বেলা গমের সৌন্দর্য মনে হচ্ছে আরো বেশি বেড়ে উঠ

1000022812.jpg

1000022814.jpg

এগুলো হচ্ছে সরিষা। আসলে আমাদের মাঠের সরিষা গুলো এখন পাক ধরেছে।আর এই সরিষা দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি।বিশেষ করে সরিষার তেল আমার জন্য অনেক প্রয়োজন। তারপর সরিষা দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার রান্না করে খায়। তবে সব জমিতে সরিষা হয় না। আমাদের মাঠে অনেক সরিষা রয়েছে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000022804.jpg

1000022805.jpg

এগুলো হচ্ছে পিঁয়াজ। আসলে পিঁয়াজের যে দাম বলার মতো নয়। যদিও এখন একটু কম দাম রয়েছে। আমাদের মাঠে অনেক পিঁয়াজ লাগিয়েছে।তবে এই পিঁয়াজ গুলো এখনো উঠানো হয়নি।পিঁয়াজ গুলো আরো কিছু দিন পরে উঠবে।আর পিঁয়াজ উঠার সাথে সাথে আমরা বেশি করে কিনে রাখবো।যাতে দাম বাড়লেও আর কিনতে না হয়। সত্যি এই সকল কিছু সম্ভব শুধু কৃষকদের জন্য।

1000022766.jpg

1000022767.jpg

এটি হচ্ছে টমেটো। আসলে মাঠে অনেক টমেটো রয়েছে। তবে বেশির ভাগ টমেটো পাকা। আর এই টমেটো এগুলো এখনো কাঁচা রয়েছে। হয়তো রমজানের ভিতরে এগুলো পেকে যাবে।আসলে কৃষকদের জন্য আমরা এই টাটকা সবজি গুলো খেতে পারি। তারা পায়ের গাম মাথায় রেখে সোনার ফসল ফলায়। আর এই টমেটো গুলো রান্না করে খেতে অনেক ভালো লাগে। সত্যি সবজি গুলো অনেক মজার।

1000000176.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 7 months ago 

পৃথিবীর সব থেকে বৃহত্তম জীবিকা হল চাষাবাদ। কারণ এই জীবিকার ফলে আমাদের সাধারন প্রয়োজনীয়তা অর্থাৎ খাবার-দাবারের চাহিদা মেটে। আপনি নানান ধরনের ক্ষেতের ছবি দিয়েছেন। আমি সত্যিই মুগ্ধ হলাম দেখে। ভাগ্যের এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল নইলে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেতাম না। প্রতিযোগিতার ফলাফলের জন্য আপনাকে আগাম শুভকামনা জানাই নিশ্চয়ই ভালো কিছু হবে।

 7 months ago 

আপু পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

1000022884.jpg

1000022883.jpg

 7 months ago 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। কনটেস্ট উপলক্ষে দারুন দারুন কিছু ফসল ক্ষেতের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধনেফুল এবং গম ক্ষেত দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। ভীষণ ভালো লাগলো আপনার কনটেস্ট এর পোস্টটি।

 7 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি ফসলের দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে টমেটো এবং গমের ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন আপু।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। নানা রকমের ফসলের ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।আপনার জন্য রইলো অভিনন্দন।

 7 months ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 

চমৎকার এবং দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। গ্রাম বাংলার সোনালী শস্য ধান, সরিষা ক্ষেত এবং গমের ক্ষেতের ফটোগ্রাফি দেখতে পেলাম। এগুলো বিশেষ করে গ্রাম বাংলার মানুষের প্রধান শস্য। তাছাড়া ও আলু ক্ষেত রয়েছে অনেক ধরনের ক্ষেত রয়েছে। তার মধ্যে এগুলো হচ্ছে সেরা এবং বাছাইকৃত। আপনার কাছ থেকে গ্রাম বাংলার এমন সুন্দর কৃষকের কৃষি ক্ষেতের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই আনন্দ পেয়েছি।

 6 months ago 

পোস্ট পড়ে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর বেশ কিছু ফসলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক ভালো লেগেছে। সত্যি একেবারে চমৎকার ছিল প্রতিটা ফটোগ্রাফি।

 6 months ago 

সাবলিল এর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু

 7 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। তবে আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে কৃষকের মুখে হাসি হচ্ছে তাদের ফসলের মাঠ যখন ফসল ভালো হয়। আর আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রদান দেশ। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিযোগিতার।

 6 months ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করে পাশে থাকার জন্য

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115872.78
ETH 4613.60
SBD 0.86