বৃষ্টির পানি দেখার জন্য ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

বৃষ্টির পানি দেখার জন্য ঘোরাঘুরি

1000017048.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ সকাল থেকে অনেক খারাপ লাগছে।অনেক ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে নিশ্বাস নেওয়া অনেক কঠিন। আসলে কয়েক দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে মনে হচ্ছে এমন ঠান্ডা লেগেছে। আসলে বৃষ্টির ভিতরে একটু শখ করে ভিজেছিলাম বলেই আজ এই অবস্থা। যাইহোক গতকাল বিকেল বেলা আমরা কয়েক জন মিলে বৃষ্টির পানি দেখার জন্য গিয়েছিলাম। তবে আমরা বেশি দূরে যায়নি বাড়ির পাশে দিয়ে ঘুরে এসেছি।সত্যি এবার অনেক বৃষ্টি হয়েছে তাই আমাদের চারপাশে অনেক পানি জমেছে।

1000017047.jpg

1000017039.jpg

1000017038.jpg

আমাদের চারপাশে বৃষ্টিতে অনেক পানি জমে আছে। আসলে আমাদের এদিকে তো কখনো বন্যা হয়নি। তাই লোকজন বলেছে এবার আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানিতে প্রায় বন্যার মত হয়েছে। তাই বাচ্চারা বাইনা ধরেছে পানি দেখতে যাবে।তারজন্য আমাদের বিকেলে ঘুরতে যাওয়া। আসলে বৃষ্টির পানিতে আমাদের চারপাশে নদীনালা খালবিল ভরে একাকার। আমাদের বাড়ির পাশে পুকুর রয়েছে।যদিও পুকুরে তেমন পানি থাকে না কিন্তু এবার বৃষ্টির পানিতে পুকুর ভরে উঠেছে। সত্যি পানি গুলো দেখতে অনেক ভালো লেগেছিল। বাচ্চার পানি দেখে অনেক খুশি।

1000017073.jpg

1000017074.jpg

1000017071.jpg

আমাদের বাড়ির পাশ দিয়ে ছিল রাস্তা। অনেক বৃষ্টির ফলে পুকুর ভরে রাস্তার ওপর দিয়ে পানি উঠেছে। বাচ্চারা পানির ভিতর দিয়ে যাওয়া আসা করেছিল। শুধু বাচ্চারা বললে ভুল হবে আমরা গিয়েছিলাম বৃষ্টির পানি দেখার জন্য। তবে বেশি পানি জমা থাকার কারণে অনেকের মরিচ ও কলা গাছ মারা যাওয়ার মত অবস্থা। তবে এভাবে ঘুরতে বেশ ভালো লেগেছিল। সত্যি অনেক দিন পরে চারপাশে এভাবে পানি দেখতে পেলাম।

1000017064.jpg

1000017062.jpg

1000017048.jpg

তারপর গেলাম আমাদের বাগানে। বাগানে প্রতিটি গাছের নিচে পানি জমে আছে।দেখতে অসাধারণ লেগেছিল। যদি পানি দুই একদিনে নেমে যায় তাহলে হয়তো গাছের কোন ক্ষতি হবে না। তবে অনেক দিন গাছ এভাবে হয়তো পানি পায়নি।আমরা রাস্তার ওপরে দাঁড়িয়ে বেশ কিছু সময় দেখছিলাম।অনেক ভালো লেগেছে।

1000017058.jpg

1000017057.jpg

তারপর আমরা সবাই মিলে নদীর পানি দেখতে গেলাম।আসলে নদীতে অনেক পানি হয়েছে। অনেকে জাল দিয়ে নদীতে মাছ ধরছে।যদিও আমরা মাছ ধরা দেখিনি তবে মাছ দেখেছি। আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। নদীর পানি গুলো দেখতে অনেক ভালো লেগেছিল। সত্যি এমন ঠান্ডা আবহাওয়া মনোরম দৃশ্য দেখতে অনেক ভালো লেগেছিল। আমরা অনেক ভালো একটা সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বৃষ্টির পানি দেখার জন্য আমি আজকে ঘুরতে গিয়েছিলাম। প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। ধানগুলো যেন সব ডুবে গেছে। আপনি ঘুরাঘুরি করে অনেক কিছু দেখেছেন এবং ফটো ধারণ করে দেখিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

জি ভাইয়া অনেক বৃষ্টির কারণে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বেশ কিছুদিন অতিমাত্রায় বৃষ্টি হয়ে আমাদের এলাকাতেও বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেকের পুকুর ভাটিয়ে গেছে। মাছের যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমন ফসলের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আমাদের এখানে। যাহোক আপনি এমনই দলবদ্ধতা কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছেন আমাদের। তবে আমাদের এখানেও সেই একই অবস্থা।

 2 months ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68588.91
ETH 2458.42
USDT 1.00
SBD 2.35