বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

826UhFMXdQEXZFKLEaUCsAlMeZW.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঘুরে বেড়াতে কারনা ভালো লাগে বলুন। আমার মনে হয় ঘুরতে সবাই অনেক পছন্দ করে। আর সেই ঘুরা যদি হয় প্রকৃতির মাঝে তাহলে তো কোন কথায় নেই। আসলে কারো মনে ভালো না থাকলে প্রকৃতির মাঝে গেলে সত্যি মন ভালো হয়ে যায়।আজ দুই দিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে তেমন বাইরে যাওয়া হয় না। সারাদিন ঘরে থাকলেও বিকেল বেলা একটু বের না হলে আর ভালো লাগে না। আর বৃষ্টির জন্য বাচ্চারা ঘরের ভিতরে থেকে শুধু ফোন দেখবে।গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি ছিল না। তাই বিকেলের দিকে একটু ঘুরতে বের হলাম আশেপাশ দিয়ে। আর ঠান্ডা আবহাওয়ার মাধ্যমে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেক ভালো লাগে। তো চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

826UhFMXdQEXZFKLEaUCsAlMeZW.jpg

8CWORKByVrDJSQZQsuAseMfEKpL.jpg

8EbfWbOUaYjPyiyAXxkQcERFCLV.jpg

আপনারা অনেকেই জানেন আমাদের বাড়ি নদীর পাশে। আসলে নদীর পাড়ে প্রায় দিন বিকেল বেলা যাওয়া। শুধু আমি নয় এভাবে অনেকেই নদীর পাড়ে ঘুরে। আমরা তো নদীর পাড়ে অনেক ঘুরেছি।তাই নদী থেকে কিছু দূর মাঠে ভিতরে ঘুরতে গিয়েছিলাম।আসলে মাঠে বৃষ্টির পানি জমে গিয়েছিল।সবুজ শ্যামল ফসলের মাঠ দেখে মনটা ভরে যায়। তবে এভাবে ঠান্ডা আবহাওয়ায় খোলা মাঠে ঘুরতে অনেক ভালো লেগেছে।

8OleSwVqIWzdDTZNDwXzloUKPFV.jpg

20231003_174915.jpg

20231003_174908.jpg

20231003_174742.jpg

আসলে বিকেল বললে ভুল হবে একটু ঘুরতেই সন্ধ্যা নেমে এলো।তখন ফ্লাশলাইট জ্বালিয়ে আরো কয়েকটি ফটোগ্রাফি করেছি। আসলে এক ভাবির সবজি বাগানে গিয়েছিলাম। ভাবি বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে। সবজি গুলো দেখতে ও খেতে অনেক ভালো লাগে। আমরা যখন খোলা মাঠে ঘুরতেছিলাম তখন ভাবি ও ছিল। আবার আমাদের বাসায় আসার সময় ভাবিদের বাড়ি দিয়ে আসতে হয় তাই ভাবি তার সবজি বাগানে নিয়ে গেল। সকল সবজি রয়েছে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে কচুশাক গুলো। অনেক কচুশাক রয়েছে বাগান ভর্তি।

20231003_174720.jpg

20231003_174710.jpg

আরো অনেক ধরনের ফলের গাছ রয়েছে। আসলে বাগাটা অনেক ভালো করে সাজিয়েছে। দেখেই মন ভরে যায়।আবার বাগানে সুন্দর করে গেট দিয়েছে যাতে গরু,ছাগল কোনকিছু ঢুকতে না পারে।যদিও সন্ধ্যা নেমে এসেছিল তারপরেও আমরা পুরো বাগান দেখে এসেছি।

20231003_174657.jpg

20231003_174802.jpg

20231003_174825.jpg

আসলে এমন সবুজ প্রকৃতির মাঝে ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে অনেক ভালো লাগে। তারপর ভাবির সাথে বেশি কিছু সময় তাদের বাড়ির আশেপাশ দিয়ে ঘুরে আসলাম। আসলে হালকা বৃষ্টি থাকার জন্য পথঘাট কাদাযুক্ত রয়েছে। তাই বাচ্চাদের সাথে করে নিয়ে যাওয়া হয়নি। আবার সন্ধ্যার নেমে এসেছে তারজন্য তারাতাড়ি চলে আসতে হবে।আসলে চলে আসার সময় সামনে পাড়ল কমলালেবু, গাছে কতো সুন্দর ভাবে ধরে আছে দেখে অনেক ভালো লেগেছে। তবে আমার মনে হয় এমন পরিবেশ ঘুরতে সবাই অনেক পছন্দ করবে।যাইহোক যদিও সন্ধ্যা নেমে আসার কারণে চলে আসতে হলো। তবে এভাবে ঘুরতে অনেক ভালো লেগেছে।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 10 months ago 

বিকেল বেলায় প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আপনি তো দেখছি বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলেন। নিশ্চয়ই মুহূর্তটা অনেক ভালোভাবে কাটিয়েছিলেন। এরকম সুন্দর পরিবেশে ঘুরাঘুরি করলে মনটা একেবারে ভালো হয়ে যায়। নদীর পাশে যদি নিজেদের বাড়ি হয় তাহলে তো যেকোনো সময় যাওয়া যাবে অবশ্যই। সেজন্য আপনারাও যেকোনো সময় যেতে পারেন।

 10 months ago 

আসলে ভাইয়া নদীর পাড়ে ঘুরতে অনেক ভালো লাগে, কাছে দেখেই মাঝে মাঝে ঘুর হয় আরকি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

সত্যি বলতে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা আপনার এই পোস্ট দেখলেই বোঝা যায় বিকেল বেলা প্রকৃতির মাঝে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। বিকেলটা বরাবরই অনেক বেশি সুন্দর হয় আর বিকেল বেলার এই সৌন্দর্য উপভোগ করতে কে না পছন্দ করে..!! আপনার এই মুহূর্ত টা শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সত্যি বলেছেন ভাইয়া বিকেলটা বরাবরই সুন্দর হয়, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ঠিক বলছেন আপু একেবারে বৃষ্টি হয়ে চলে গেলে একটা কথা। কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হলে ঘরের মধ্যে বন্দি থাকতে খুবই আলসেমি লাগে। তাই বিকেল বেলায় ঘুরতে গেছেন খুব সুন্দর মুহূর্ত কাটালেন। সেই সাথে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভালো লাগলো।

 10 months ago 

জি আপু সারাদিন বৃষ্টি থাকলে কিছু ভালো লাগে না, জি আপু ঘুরতে বেশ ভালো লেগেছিল, ধন্যবাদ আপু।

 10 months ago 

আপু গ্রামীণ পরিবেশে বিকাল অনেক সৌন্দর্যময় হয়ে ওঠে। বিকালবেলা ঘুরতে তো আমার খুবই ভালো লাগে। বিকালবেলা ঘুরাঘুরির মাধ্যমে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে ভালো লাগলো আপু। আসলে এরকম প্রকৃতির মাঝে ঘুরতে সবারই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44