কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে।সবাইকে রমজানের শুভেচ্ছা। আসলে আজ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। যদিও কয়েক দিন ধরে অনেক ব্যস্ত আছি। তারপরে ও আপনাদের সাথে থাকার চেষ্টা করি। আসলে আমার বাংলা ব্লগ আমার পরিবার। আর আমরা যতই ব্যস্ত থাকি না কেন পরিবারের মাঝে না আসলে ভালো লাগে না। যাইহোক আজ এসেছি একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে।। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে বা ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। আসলে আমরা প্রতি নিয়ত নতুন নতুন রেসিপি করে থাকি। যদিও সব সময় রেসিপি করা হয় না।তবে রেসিপির ফটোগ্রাফি করে রাখি।আজ ও এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে নিজের হাতে খাবারের তুলনা হয়। নিজের তৈরি খাবার গুলো অনেক স্বাস্থ্যসম্মত। যাইহোক এই খাবার গুলো আমাদের সবার অনেক পছন্দ। তাই সবাই অনেক মজা করে খেয়েছি।
এটি হচ্ছে লইট্টা শুটকি ভুনা রেসিপি। আসলে লইট্টা শুটকি খেতে অনেক মজা। তবে আমি বেশির ভাগ সময় এই শুটকি ভর্তা করি। কিন্তু শুটকি ভুনা খেতে অনেক ভালো লাগে। আজ পোলাও এর সাথে এই শুটকি খেয়েছিলাম। এতোটা মজা ছিল যে আর মাংস লাগেনি।
এগুলো হচ্ছে খাসির ভুড়ি রান্না রেসিপি। আসলে খাসির ভুড়ি খেতে অনেক ভালো লাগে। তবে এগুলো পরিষ্কার করতে বেশ ঝামেলা। কয়েক দিন আগে আমার জা রান্না করেছিল বেশ মজা হয়েছিল।তাই খেয়ে দেয়ে ফটোগ্রাফি করে নিয়েছি। এগুলো আমার অনেক পছন্দ।
এগুলো হচ্ছে খাসির মাংস ভুনা রেসিপি। আসলে কয়েক দিন আগে আমার ভাজতির মেয়ে হয়েছে। মানে আমি নানি হয়েছি।তার আকিকার মাংস দিয়েছিল তাই ভুনা করেছিলাম। যদিও রেসিপি করতে চেয়েছিলাম কিন্তু সময় পায়নি।তবে বেশ মজা হয়েছিল।বাচ্চাদের এই খাবার অনেক প্রিয়।
এগুলো হয়তো আমরা সবাই চিনি। এটি হচ্ছে শীতের জনপ্রিয় পিঠা ভাপা পিঠা রেসিপি। যদিও এখন শীত শেষ পর্যায়। তাই আজ সকাল সকাল বেশ কিছু ভাপা পিঠা তৈরি করেছিলাম।আসলে ভাপা পিঠা সব সময় অনেক ভালো লাগে তবে শীতের সময় একটু বেশি ভালো লাগে।
এগুলো হচ্ছে মুড়িঘণ্ট রেসিপি। আসলে বড় কাতলা মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্ট রান্না করেছিলাম। যদিও বাচ্চারা এগুলো খেতে চায় না। আসলে তাদের শুধু মাংস অনেক প্রিয়।তবে আমার কাছে মুড়িঘণ্ট অনেক ভালো লেগেছিল। তাই আমি একাই অনেকটা খেয়েছিলাম।
এটি হচ্ছে উইংস। কয়েক দিন আগে বাচ্চাদের তৈরি করে দিয়েছিলাম। আসলে এই উইংস রেসিপি করার জন্য তৈরি করেছিলাম। তবে সময়ের বড় অভাব ছিল তারজন্য আর করা হয়নি।তবে আবার রেসিপি করব অবশ্যই। বেশ মজা করে খেয়েছিল বাচ্চারা।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
বেশ কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব যত্ন সহকারে তুলেছেন। এখানে প্রত্যেকটা খাবারে আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ আপনাকে।
খাবার গুলো আপনার পছন্দ জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
https://x.com/MimiRimi1683671/status/1895872091016348069?t=f-HqTFOYDnxpSHWbmf9exw&s=19
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে লোভ লাগছে আপু খেতে ইচ্ছে করছে। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো বেশ লোভনীয় লাগছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপির ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। এমন ভালো লাগার রেসিপিগুলো দেখলে আমার খুব ভালো লাগে। এমন লোভনীয় রেসিপি গুলো দেখলে চোখ সামলানো বেশ কঠিন হয়ে যায়।
প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার প্রতিটি খাবারের ফটোগ্রাফি যেন চোখের সামনে স্বাদ এনে দেয়। এত যত্ন করে তোলা প্রতিটি ছবিই লোভনীয়, আর তার সঙ্গে আপনার সুন্দর বর্ণনা যেন স্বাদটা আরও বাড়িয়ে দেয়। ফটোগ্রাফি আর বর্ণনার এই অপূর্ব মেলবন্ধন সত্যিই মনোমুগ্ধকর। ধন্যবাদ এত চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য।
জি আপু খাবার গুলো সত্যিই মনোমুগ্ধকর, ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ মজার মজার সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। বিশেষ করে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খাবার গুলো খুবই মজার হয়। আর স্বাস্থ্যসম্মত হয় বেশি। আপনার শেয়ার করা খাবারের প্রতিটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
চমৎকার চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। খাবার হলো লোভ লাগার মতই জিনিস। তাই খাবার দেখে লোক সামনে রাখা মুশকিল। বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি গুলোর মধ্যে শীতকালীন পিঠার ফটোগ্রাফি দেখে অর্থাৎ ভাপা পিঠার ফটোগ্রাফি দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে। অন্য রেসিপিগুলো যেকোনো সময় রান্না করে খাওয়া গেলেও ভাপা পিঠা শুধু শীতেই মানানসই। দারুন দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।
আপু একদিন সময় করে অবশ্যই আসবেন খাওয়াবো,ধন্যবাদ আপনাকে।