ফরিদ পুর লেক পার্কে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ফরিদ পুর লেক পার্কে ঘোরাঘুরি

1000029892.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি।আর সেই ঘুরা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। যাইহোক বেশ কিছু দিন ধরে ভাবছি কিছু কেনাকাটা করতে যাব।আসলে টেপাখোলা লেকপার নদীর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তবে মাছ কিনতে হলে আমাদের যেতে হবে বিকেলে।আসলে বিকেল বেলার দিকে মাছ পাওয়া যায়। যাইহোক এটা নিয়ে হয়তো অন্য একদিন পোস্ট লিখবো। তবে কিনতে গিয়ে চারপাশ ঘুরে দেখলাম। আসলে এখন পানি অনেক। আর এখানে ডিজিটাল পার্ক করছে।হয়তো পার্ক হলে আবার যাব ঘুরতে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000029892.jpg

1000029896.jpg

যেহেতু আমরা বিকেল ৪টার দিয়ে গিয়েছিলাম। আসলে আমি আর আপনার ভাই ছিলাম। তবে আমরা মাছ বাজারে যাবার আগেই শুরু হলো বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে আমরা লেকপারে বেশ কিছু সময় বসে ছিলাম।তারপর বৃষ্টি থামলে আমরা লেকপারের পাশ দিয়ে কিছু সময় ঘুরতে থাকলাম। আসলে এখানে ডিজিটাল পার্ক এর কাজ চলছে।তাই আমি কিছু সময় ধরে দেখছিলাম আর কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি বলতে বিকেল বেলা মুগ্ধ হাওয়ায় মানুষের মন প্রাণ জুড়ে যায়। তবে আমাদের হাতে তেমন সময় ছিল না। তারজন্য আমরা কিছু সময় ঘুরেছিলাম।

1000029891.jpg

1000029892.jpg

1000029889.jpg

আসলে বড় এরিয়া ধরে এভাবে কাজ করছে।সত্যি বলতে আমার দেখে অনেক ভয় লেগেছিল। এখান থেকে যদি কেউ পরে যায় তাহলে মহাবিপদ। আসলে বিপদ কখন কিভাবে আসে বুঝা মুশকিল। যাইহোক তারপর আমি আরও কিছু সময় ঘুরে দেখতে লাগলাম। এদিকে আপনাদের ভাই আমাকে রেখে চলে গিয়েছিল মাছ বাজারে।তবে আমি ঘুরে দেখতে লাগলাম। বেশ ভালো লেগেছিল ঘুরতে।

1000029884.jpg

1000029874.jpg

1000029887.jpg

তারপর পাশে বেশ কিছু দোকান রয়েছে। আসলে এখানে ছোটখাটো মার্কেট। যদিও আগে কখনো এই মার্কেটে যাওয়া হয়নি। তারপর মার্কেটে ঢুকে কিছু সময় দেখলাম। তবে কিছু কেনা হয়নি।যেহেতু আমরা মাছ কিনব। আর মাছ কিনে একটু সময় ও দাঁড়াব না, তারজন্য আগে সব কিছু কিনেছি। তারপর দোকান থেকে কিছু বিস্কুট পাউরুটি ইত্যাদি কিনে আনলাম বাচ্চাদের জন্য। সব কিছু কেনা শেষে আমরা চলে গিয়েছিলাম মাছ বাজারে। তবে বেশ ভালো সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000178.png

1000000177.gif

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 111266.23
ETH 4032.22
USDT 1.00
SBD 0.64