ক্লে দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি

1000024533.jpg

1000024532.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি একটা পোস্ট নিয়ে। আসলে ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই তো সপ্তাহে একটি করে ডাই তৈরি করার চেষ্টা করি। যদি ও বর্তমান অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। তারপরেও সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। যাইহোক আজ সারাদিন বাইরে ছিলাম। তারপর এসে ক্লে নিয়ে বসেছি।যদিও তেমন ভালো হয়নি।আসলে ক্লের জিনিস গুলো তৈরি করতে একটু সময়ের প্রয়োজন। তারাহুরো করে কোন কিছু করা সম্ভব হয় না।যাইহোক যতদূর সম্ভব চেষ্টা করেছি আরকি। সত্যি ক্লে দিয়ে ফুল দানি দেখতে অসাধারণ লেগেছিল তৈরির পরে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000024253.jpg

বিভিন্ন ধরনের ক্লে।

1000024481.jpg

1000024483.jpg
প্রথমে আমি হলুদ রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে এভাবে লম্বা করে নিয়েছি।

1000024488.jpg

1000024489.jpg
তারপর ছোট ছোট করে কয়েকটি গোল করে নিয়েছি।

1000024491.jpg

1000024492.jpg
এখন তিনটা করে গোল করা ক্লে এক সাথে লাগিয়ে দিয়েছি।এভাবে আমি তিনটি তৈরি করে নিয়েছি।

1000024500.jpg

1000024501.jpg
এখন একই ভাবে আরো কিছু সাদা ক্লে নিয়েছি। তারপর গোল করে হলুদ রঙের ক্লে ওপর লাগিয়ে দিয়েছি।

1000024502.jpg

1000024503.jpg

1000024504.jpg
এখন লাল রঙের ক্লে নিয়েছি। তারপর এভাবে চিত্রের মতো করে তৈরি করে নিয়েছি।

1000024506.jpg

1000024507.jpg

1000024508.jpg

1000024509.jpg

এখন লাল ক্লে গুলো গোল করে সাদা ও হলুদ ক্লের ওপর একই ভাবে বসিয়ে দিয়েছি। এভাবে আমি সব গুলো ক্লে বসিয়ে দিয়েছি।

1000024510.jpg

1000024513.jpg

1000024515.jpg

1000024516.jpg
এখন সবুজ ক্লে নিয়েছি। তারপর সবুজ ক্লে চিত্রের মতো লম্বা করে নিয়েছি।

1000024518.jpg
এখন সবুজ ক্লের মধ্যে একটা করে কাঠি ভরে দিয়েছি।এভাবে আমি তিনটি কাঠি বানিয়ে নিয়েছি।

1000024520.jpg

1000024521.jpg

1000024522.jpg
এখন গোলাপি রঙের ক্লে নিয়েছি। তারপর এভাবে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।

1000024523.jpg

1000024525.jpg
পাপড়ি গুলো সবুজ কাঠির সাথে লাগিয়ে দিয়েছি।
1000024529.jpg
একই ভাবে আমি তিনটি ফুল বানিয়ে নিয়েছি।
1000024533.jpg

1000024532.jpg
তারপর ফুল গুলো ফুলদানি সাথে লাগিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে ফুলসহ ফুলদানি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

1000024540.jpg

 5 months ago 

সারাদিন অনেক ব্যস্ত থাকার পরেও সময় বের করে ক্লে দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। হ্যাঁ আপু ঠিক বলেছেন ক্লে দিয়ে কাজগুলো অনেক সুন্দর হয় কিন্তু এগুলো সুন্দর করে তৈরি করার জন্য অনেকটা সময়ের প্রয়োজন। সময় নিয়ে ধৈর্য ধরে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। বেশ তাড়াহুড়ায় তৈরি করেছেন বুঝতেই পারছি।দেখতে ভালই হয়েছে চেষ্টা করলে আরো ভালো হবে। সম্পূর্ণ প্রসেস শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

এই সমস্ত উপাদান গুলো ব্যবহার করে নতুন কোন কিছু তৈরি করার অভিজ্ঞতাটা আমার কাছে কিন্তু দারুন মনে হয়। নিজের যেমন নতুন নতুন জিনিস সম্পর্কে অভিজ্ঞতা হয় তেমন নতুন কিছু তৈরি করার উৎসাহ বৃদ্ধি পায়। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা ড্রাই পোস্ট।

 5 months ago 

আপনার ক্লে দিয়ে তৈরি ফুলসহ ফুলদানি অনেক সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য একটু সময় লাগে ঠিকই তবে আপনি তাড়াহুড়ো করেও অনেক সুন্দর করে আপনার দক্ষতা প্রকাশ করেছেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 115464.61
ETH 4503.44
SBD 0.85