যুদ্ধ নয়, ভালোবাসা দিয়েই সুসম্পর্ক গড়ে তুলতে হয়
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
যুদ্ধ নয়, ভালোবাসা দিয়েই সুসম্পর্ক গড়ে তুলতে হয়
ফটো ক্রেডিট মোঃ হাফিজুল্লাহ ভাই।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ ইচ্ছে করলে সব পারে।আসলে দেশ জাতি সব কিছুর পিছে রয়েছে মানুষের হাত।আর আমাদের সবার আগে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলতে হবে।আসলে বিপদে আপদে সবার আগে কিন্তু প্রতিবেশীরা এগিয়ে আসে,সেটা দেশ বলেন আর প্রতিবেশী লোকজন বলেন।প্রতিবেশীদের সাথে আমাদের যতই ঝামেলা হোক না কেন বিপদে পড়লে তারাই পাশে থাকবে।
পতাকা অর্জন করা মোটেও সহজ নয়। আর যতটা কষ্টে আমরা পতাকা অর্জন করেছি তারচেয়ে বেশি কষ্ট করতে হয় পতাকাকে বাঁচিয়ে রাখতে। আর যারা পতাকাকে অবমাননা করে তাদের সত্যি মনুষত্ব বোধ নেই। আসলে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের জাতীয় পতাকা। আর সেই পতাকাকে কেউ অবমাননা করলে সত্যি অনেক খারাপ লাগে।শুধু নিজের দেশের পতাকা নয় যারা পতাকার মর্ম বুঝে তারা সব দেশের পতাকাকে সম্মান জানায়।
আর আমাদের নিকটতম প্রতিবেশী দেশ ভারত। আমাদের সবার উচিত ভারতের পতাকাকে সম্নান জানানো।আসলে ১৯৭১ সালে ৪ষ্ঠা ডিসেম্বরে যদি ভারত বাংলাদেশ সৈন্য না পাঠাতো তাহলে হয়তো আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।ভারতের সৈন্য আসার পরে আমাদের প্রায় দশ থেকে বারো দিন লেগেছিল আমাদের বাংলাদেশ স্বাধীন করতে।আর সেই সময় যদি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের দেশে সৈন্য না পাঠাতো তাহলে হয়তো আজও আমরা স্বাধীন পাতাকা পেতাম।তাই আমাদের নির্দ্বিধায় স্বীকার করতেই হয় বাংলাদেশ স্বাধীনতার পিঁছনে ভারতের অবদান অপরিসীম।
তাই আমাদের দুই দেশের মধ্যে সব সময় সু সম্পর্ক বর্জায় রাখতে হবে।আসলে আমরা সব সময় শান্তি চাই যুদ্ধ নয়।অনেক মায়ের বুক খালি করে তাজা রক্তের বিনিময়ে পতাকা পেয়োছি তাই আমাদের সবার উচিত কোন পতাকাকে অবমাননা না করা। আর এরজন্য আমাদের দুই দেশের লোকজনদের মধ্যে সু সম্পর্ক গড়ে তুলতে হবে। আর হিংসা এর মাধ্যমে কখনো ভালো সম্পর্ক গড়ে তোলা যায় না।আর আমাদের যদি ভালোবাসা থাকে তাহলে সহজেই আমরা প্রতিবেশী দেশের সাথে সুস্পর্ক গড়ে তোলতে পারবো।আর আমরা সবাই এক হলেই সব কিছু সম্ভব।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1863925494150000735?t=Kg2-on9vMRnTChLpKH4G-A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যিই আপু যুদ্ধ নয় বরং ভালোবাসা দিয়ে ই সুসম্পর্ক বজায় রাখতে হবে।যুদ্ধ,হানাহানি,লড়াই কোন ভালো কিছু বয়ে আনতে পারে না।ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়। তাই সুসম্পর্ক বজায় রাখতে ভালোবাসা ছাড়া আর কিছু নয়।
ঠিক বলেছেন আপু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়, ধন্যবাদ আপনাকে।
কোন দেশের পতাকাকে অসম্মান করার অধিকার কারও নেই। প্রত্যেকটি দেশের কাছে সেই দেশের পতাকা সম্মানের। যারা পতাকে অসম্মান করেছে তাদের ধিক্কার জানাই। আর সেই সাথে আশাকরি দু'দেশের সম্পর্কের মধ্যে যে দুরত্ব তৈরি হয়েছে তা যেনো কেটে যায়। পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে দু'দেশের মধ্যে।
সবার কাছে এটাই চাওয়া দুদেশের মধ্যে সম্পর্ক যাতে ভালো থাকা উচিত ।
একটা স্বাধীন দেশ অর্জন করা মোটেও সহজ নয় আর যখন একটা দেশ স্বাধীনতা লাভ করে তখন একটি পতাকা অর্জন করে। আর সেই পতাকার অবমাননা করা কোন সুস্থ মস্তিষ্কের ব্যক্তির কাজ নয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাই । সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেন সবকিছু খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।
আপনি অনেক সুন্দর কিছু কথা লিখেছেন যেগুলো পড়ে ভালো লাগলো আপু।আসলেই ভারত নানাভাবে বাংলাদেশকে অনেক সাহায্য করে থাকে।যাইহোক ভালো সম্পর্ক সবসময় ভালো কিছু উপহার দেয়,ধন্যবাদ।
আমাদের সব সময় উচিত দুই দেশের পাশে দাঁড়ানো। আমরা জনতারা যদি সৌভ্রাতৃতামূলক আচরণ না করি তবে এই সম্পর্ক রক্ষা হবে না। আপনি দারুণ একটি মেসেজের মাধ্যমে পোস্টে সুন্দর কিছু কথা বললেন। আমাদের সম্পর্ক বহু পুরনো এবং আমাদের উচিত সেই সম্পর্ককে অটুট করে তোলা।
পতাকা অর্জনের চেয়ে তার সম্মান করা কঠিন হয়ে উঠেছে বর্তমানে। অন্য দেশের পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারলে নিজেদের পতাকার সম্মান কিভাবে আশা করতে পারি! তবে একজন সাধারণ মানুষ হিসেবে আমি শান্তি চাই। দ্বন্দের অবসান চাই।