মেটে আলু দিয়ে শোলমাছ রান্না রেসিপি
আসসালামু আলাইকুম
মেটে আলু দিয়ে শোলমাছ রান্না রেসিপি
উপকরণ | পরিমাণ |
---|---|
শোলমাছ | ৭ পিস |
মেটে আলু | পরিমাণ মতো |
আদাবাটা | দেড় চামচ |
রসুনবাটা | দেড় চামচ |
হলুদের গুড়ো | দেড় চামচ |
মরিচের গুঁড়ো | ১ চামচ |
ধনের গুঁড়ো | ১ চামচ |
জিরার গুঁড়ো | ১/২ চামচ |
পিঁয়াজ কুঁচি | ১ কাপ |
তেল | পরিমাণ মতো |
লবন | স্বাদমতো |
প্রথমে আমি মাছ গুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো মাছ নিয়েছি রান্নার জন্য।
এখন মেটে আলু গুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর পিঁয়াজ কুঁচি করে কেটে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর হালকা গরম হলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব।
ভালো করে কষাণো হয়ে গেলে ধুয়ে রাখা মেটে আলু গুলো দিয়ে দেব। তারপর আরো কিছু সময় কষিয়ে নেব। আলু কষাণো হয়ে গেলে মাছ গুলো দিয়ে আরো ও কিছু সময় কষিয়ে নেব।
এখন সিদ্ধের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
ঢাকনা খুলে একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর আর একটু রান্না করে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার মেটে আলু দিয়ে শোলমাছ রান্নার রেসিপি। এখন একটা প্লেটে তুলে গরম গরম পরিবেশন করব।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1915402011119685633?t=tYs0QNpybMz1qEWnWv3Q7A&s=19
https://x.com/MimiRimi1683671/status/1915350431200665738?t=S8rNyuYa1gYJquUJiJX64A&s=19
https://x.com/MimiRimi1683671/status/1915403912267379070?t=trwxFA6PBLG2s34MDhU-Fw&s=19
অনেক সুস্বাদু একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই যেন আমার লোভ লেগে গেল। শোল মাছ খেতে অনেক বেশি সুস্বাদু আর মেটে আলু দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মেটে আলু আমারও খুব পছন্দের৷ আর আমি বেশিরভাগ রান্না করি কুচো চিংড়ি বা ইলিশমাছের মাথা দিয়ে। খুব ভালো লাগে। তবে আপনার রান্নাটাও মনে হচ্ছে দারুণ হয়েছে। বাঙালির এই সবজি দিয়ে মাছের ঝোল রান্নাটা আমার খুবই ভালো লাগে৷
অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।
এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের রেসিপিটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। একা একা এতো মজাদার একটা খাবার খেয়ে নিলেন।
ঠিক বলেছেন আপু রেসিপি তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। সময় নিয়ে এবং ধৈর্য দিয়ে রেসিপিটি যদি তৈরি করা যায় তাহলে সেই রেসিপিটি দেখতে যেমন আকর্ষণীয় লাগে খেতেও কিন্তু ভালো লাগে।আজ আপনি খুবই মজাদার একটি রেসিপি উপস্থাপন করেছেন। শোল মাছ খেতে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে আমার পছন্দের মেটে আলু দিয়ে রান্না করেছেন দেখে ভীষণ লোভ লেগে গেল। খুবই সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।