সবজি দিয়ে ঘাউড়া মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

PhotoCollage_1692612715041.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আসলে আমাদের বাংলা ব্লগ মানে নতুন নতুন সব কিছুর আয়োজন। সত্যি এখানে এসে নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পেয়েছি। সব চেয়ে বড় সুযোগ পেয়েছে আমাদের মাতৃভাষায় লেখালেখির করার। যাইহোক আমরা বাঙালি। আর মাছভাত আমাদের প্রথম খাদ্য।আমরা যতই মাংস পোলাও খায় না কেনো। মাছ নাহলে ভালো লাগে না।মাছভাত খেতে সবাই অনেক পছন্দ।আজ সকালে বাজার থেকে বেশকিছু ঘাউড়ামাছ এনেছে। তবে মাছ গুলো ছিল তাজা ও নদীর। সাথে সাথে তাজা সবজির দিয়ে রান্না করেছি।খেতে অনেক মজার হয়েছিল। আসলে ঘাউড়া মাছে কাটা থাকে না বিধায় সকলে ক্ষেতে অনেক পছন্দ করে। যাইহোক আপনারা চায়লে এভাবে রান্না করতে পারেন। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের পোস্ট।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC9inK8aeCSU2fwNN5da2K...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

PhotoCollage_1692606758212.jpg

উপকরণপরিমাণ
ঘাউড়া মাছ৮ পিস
পটল৩টি
ধুন্দল১টি
আলু১টি
পিঁয়াজ কুঁচি২টি
পিঁয়াজ বাটা২ চামচ
আদা ও রসুন বাটা১ চামচ করে
জিরাবাটা১/২ চামচ
মরিচের গুঁড়ো২ চামচ
হলুদের গুঁড়োদের চামচ
ধনের গুঁড়ো১ চামচ
তেলপরিমাণ মতো
লবনস্বাদমতো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjTRiKiq1ekVUHcddKWhjsUEZN3UbAqjshx4eFoLArzKkMU9yh6LhnkbdUMZpnMu8xB2xr9Avfdr7mX9h...nxZ9cbyhyjhwaSL6V8BUafPMHt2YYZ58KznKnyRuz82sNnXWkdfLiXRcm51zucQpc6PpNxp3sdLpUA3zM86SpDWQazL3FHbRAqKtvy5hbi8DM4ZsXyqd8bDjKC.png

ধাপ-১

PhotoCollage_1692606924869.jpg
প্রথমে আমি সবজি গুলো নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর সবজি গুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ-২

20230821_090218.jpg20230821_093912.jpg

এখন চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। কড়ায় হালকা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব।

ধাপ-৩

20230821_093948.jpg20230821_094155.jpg

তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। পিঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে পিঁয়াজ বাটা দিয়ে দেব।

ধাপ-৪

20230821_094220.jpg20230821_094441.jpg

পিঁয়াজ বাটা দিয়ে কিছু ক্ষণ নেড়েচেড়ে আদা ও রসুন বাটা দিয়ে আর একটু নেড়ে সকল মসলা দিয়ে দেব।

ধাপ-৫

20230821_094600.jpg20230821_094617.jpg

সকল মসলা দিয়ে কিছু ক্ষণ কষিয়ে নেব। তারপর সামান্য পরিমান পানি দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে কষিয়ে তুলে নেব।

ধাপ-৬

20230821_094916.jpg20230821_095313.jpg

সেই মসলা গুলোর ভিতর কেটে রাখা তরকারি গুলো দিয়ে দেব। তরকারি দিয়ে কষাণো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেব।

ধাপ-৬

20230821_095336.jpg20230821_095712.jpg

এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব।তারপর ঢাকনা খুলে কষিয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব।

ধাপ-৭

20230821_101258.jpg20230821_101640.jpg

এখন লবণ দেখে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু সবজি দিয়ে গাউড়ে মাছের রেসিপি।

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 last year 

ঘাউড়া নামক মাছের নাম এই প্রথমবার শুনলাম আমি। মাছ খেতে আমি তেমন পছন্দ করি না তাই কোন মাছের নামও তেমন জানি না। যাই হোক আজকে আপনি মজাদার ঘাউড়া মাছের রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

ঘাউড়া মাছের নাম আজকে প্রথম জানলাম এবং এই মাছ প্রথম দেখলাম। আসলে যত রকমের মাছ আছে সব রকমের মাছ তো আর খাওয়া হয়নি। তবে মাছটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। সবজি দিয়ে রান্না করলে সবজি এবং মাছ দুটোরই স্বাদ ভালো লাগে। দারুন একটা রেসিপি শেয়ার করেছেন।

 last year 

জি আপু এই মাছ গুলো খেতে অনেক মজার, আপনাদের ওদিকে অন্য নাম থাকতে পারে। তবে নাম যাইহোক আপু সত্যি অনেক নজার।

 last year 

এই মাছ টি আমার কাছে একেবারে অপরিচিত মনে হলো।আগে কখনো ঘাউড়া মাছের দেখিনি এবং নামও শুনিনি।দেখে মন হচ্ছে মাছ টা খেতে অনেক টেস্টি হবে।ধুন্দল দিয়ে কখনো মাছ রান্না করে খাওয়া হয়নি।অনেক লোভনীয় হয়েছে রেসিপি টি।আর এই লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

জি আপু মাছটা অনেক মজার ছিল, আর ধুন্দল দিলে একটু মিষ্টি লাগে। ধন্যবাদ আপনাকে।

 last year 

নদীর মাছ খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। এই মাছগুলো তো খুবই সাধের বর্ষাএলে আমাদের এলাকাতেও পাওয়া যায়।।
আপনার প্রস্তুত করার রেসিপি দেখে খুবই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

 last year 

জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সবজি দিয়ে ঘাউড়া মাছের রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই রেসিপিটি খেতে খুবই ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

জ্বি ভাইয়া রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল চলে আসুন একদিন রান্না করে খাওয়াবো। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু প্রথমে আপনাকে বলি, আপনি যে মাছের কথা লিখেছেন ঘাউড়া মাছ। এমন নামে মাছ আছে আমি এর আগে কখনো শুনিনি। তবে যাই হোক না কেন আপনি ঘাউড়া মাছ পটল ধোন্দল আলু দিয়ে রান্না করেছেন। আসলে এ ধরনের সবজি গুলো একত্রিত করে যদি কোন মাছ রান্না করা যায় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে সবজি দিয়ে ঘাউড়া মাছ রান্না করেছেন। রান্নার প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে ভাইয়া আমাদের এদিকে ঘাউড়ামাছ বলে অন্য নাম আছে কিনা আমার জানা নেই, তবে নাম যাইহোক মাছটা অনেক মজার। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি সবজি দিয়ে যে মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এই ঘাউড়া মাছের নাম এর আগে আমি কখনো শুনিনি। এবং কখনো খাওয়াও হয়নি। কিন্তু আপনার রেসিপিটি আমার কাছে দেখে লোভনীয় লাগছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সত্যি আপু রেসিপিটি অনেক লোভণীয় ছিল। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনি তো বিভিন্ন রকম সবজি দিয়ে ঘাউড়া মাছের রেসিপি তৈরি করলেন। আমি এর আগে কখনো ঘাউড়া মাছের নাম শুনিনি। কিন্তু আপনার মাছটা দেখে আমার কাছে মনে হচ্ছে খুবই মজার একটি মাছ। এমনিতেই আমার কাছে বিভিন্ন ধরনের মাছ খেতে অনেক ভালো লাগে। আপনিও মজাটা রেসিপি তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। এরকম সুস্বাদু ও লোভনীয় রেসিপি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

জি আপু মাছটা অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনি পটল আলু ধুন্দল দিয়ে ঘাউড়া মাছের মাজার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে অনেকটা। এরকম মজাদার রেসিপি গুলো দেখতেও ভীষণ ভালো লাগে। কিন্তু আমি আগে কখনো ঘাউড়া মাছ দেখিনি। আজকে এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারলাম। নতুন একটি মাছের নাম অথবা ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 last year 

এই মাছের নাম আপু আমি প্রথম শুনেছি। তবে অন্য নাম আছে কিনা জানিনা। যাক মাছের নাম যাই হবে হোক কিন্তু রেসিপি আপনি দারুন তৈরি করেছেন। সবজি দিয়ে মাছ রান্না করলেন আমার অনেক ভালো লাগে। তাছাড়া এমনি যখন রান্না করা হয় তখন টমেটো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করলেন অনেক ভালো লাগলো।

 last year 

জি আপু টমেটো দিলে আরো অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47