জেনারেল রাইটিং :-জীবন অনিশ্চিত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। জীব মরণশীল। জন্ম নিলে মরতে হবে এটাই স্বাভাবিক। আর মৃত্যু এমন একটা জিনিস যাকে হাজার চেষ্টা করলেও কখনো ধরে রাখা যাবে না। আসলে পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী। আমাদের যেকোন সময় ডাক এলে চলে যেতে হবে।আমাদের কাছের যত আপনজন থাকুক না কেন মৃত্যু সময় হলে কেউ ঠেকাতে পারে না। মৃত্যু অনিবার্য। আর আল্লাহ যার যখন যেভাবে মৃত্যু লেখে রেখেছেন ঠিক তখনি সেই ভাবে হবে।এখানে কারো হাত নেই। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আজ সকালে আমার ছোট জায়ের মা মারা গিয়েছে। আসলে প্রায় দুই মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন। তবে আন্টির বয়স বেশি নয়। আমার জারা তিন ভাইবোন। দুই ভাই এক বোন। আমার জা বড় সন্তান। আঙ্কেল বাঁচা আছে।আন্টির মা ও শাশুড়ি বাঁচা আছে।অথচ আন্টি আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। বেশ কিছু দিন ধরে পেটে ব্যথা করেছিল। যদিও কয়েক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোন ডাক্তার রোগ ধরতে পারেনি। অবশেষে ফরিদ পুর আরোগ্য সদন হাসপাতালে সকল পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে আন্টির ক্যান্সার হয়েছে।তারপর তারা বলেছে এই রোগী ঊর্ধ্বে ছয় মাস বেঁচে থাকতে পারে।আপনারা ঢাকায় নিয়ে যান।তারপর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আজ ঢাকায় হসপিটালে মারা গিয়েছে । আসলে ক্যান্সারে এমন রোগ যেটা হলে কেউ মৃত্যু ঘর থেকে ফেরত আসতে পারে না।হয়তো কেউ বেশি দিন বাঁচে আবার কেউ কম দিন বাঁচে।
আসলে সকালে যখন খবরটা শোনলাম তখন অনেক খারাপ লেগেছে।যদি ও আজ কয়েকটি দিন ধরে একবার শুনি মারা গিয়েছে আবার শুনি কোন রকম দম আছে। এভাবেই চলছে প্রায় এক সপ্তাহ। আসলে আন্টির কাছে সবাই আছে। তার ছেলে মেয়ে স্বামী ভাই বোন ও আত্মীয় -স্বজন। কিন্তু কেউ আর আন্টিকে ধরে রাখতে পারেনি।আসলে মৃত্যুর হাত থেকে কেউ রেহায় পাব না।আমরা যতই পালিয়ে বেড়ায়। আন্টির ছোট ছেলে কলেজে পড়ে।আঙ্কেল আবার কয়েকদিন আগে হার্টের রিং পরে এসেছে। মোটামুটি ধরা চলে আঙ্কেল ও অসুস্থ। তবে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে বড় ছেলের বউ বাচ্চা নিয়ে শহরে থাকে। কিন্তু এখন আঙ্কেল ও ছোট ছেলের অনেক সমস্যা হবে। আসলে একজন মহিলা একজন পুরুষ ছাড়া সব কিছু করতে পারে কিন্তু একজন পুরুষ পারে না।
আন্টি অনেক ভালো মানুষ ছিল। আমাদের বাড়িতে আসলে সবাইকে নিজের মেয়ের মত মনে করতো।সত্যি আমরা ও তাকে অনেক সম্মান করতাম। আসলে আল্লাহ আন্টির হায়াত এই পর্যন্ত রেখেছে, আর হায়াত শেষ হলে তাকে কেউ ধরে রাখতে পারবে না।তবে আপনারা সবাই দোয়া করবেন আন্টির পরিবারের লোকজন গুলোর জন্য। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য্য ধরার তৌফিক দান করেন। আন্টিকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর বেশি কিছু লেখার মতো মন নেই।বারবার আন্টির কথা মনে পড়ছে । অনেক কষ্ট পোস্টটি লিখলাম। এখন যাব আন্টিদের বাসায়। কখন আসি ঠিক নেই তাই ভাবলাম পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করে যায়।সবাই আন্টির পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের পরিবারে তাড়াতাড়ি শোক সইবার ক্ষমতা দান করেন।আমিন।
আজ এখানে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম @parul19। আমি বাংলাদেশ ফরিদপুর জেলায় বসবাস করি।আমি একজন বিবাহিত। আমার দুটি মেয়ে আছে। আমি নতুন নতুন রেসিপি করতে,গল্প লিখতে, ঘুরতে ও ডাই তৈরি করতে পছন্দ করি।আমার বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালো লাগে। মাতৃভাষা বাংলায় ব্লগিং করতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1837052346712654013?t=M-Vkt5XFGeX-fNS9w6SRcA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে কখন কার মৃত্যু কিভাবে হয় কেউ জানে না। মৃত্যুর কোন বয়স নেই। আজকে আপনার ছোট জা এর আম্মা মারা গেছে জেনে খুব কষ্ট লাগলো। দোয়া করি আল্লাহ যেন বেহেস্ত নসিব করেন। আপনি বোন হিসেবে তার কাছে সব সময় সেভাবে থাকবেন যেন আপনার থেকে কোন আঘাত না পায়।
জি ভাইয়া দোয়া করবেন যেন এক সাথে মিলেমিশে থাকতে পারি।ধন্যবাদ আপনাকে।
আপু প্রত্যেক মানুষকে মরতে হবে একদিন। তবে কিছু কিছু মৃত্যু আছে শুনলে অনেক খারাপ লাগে। আপনার আংটিটি ক্যান্সারে মারা গেল। আসলে এরকম মরণ গুলো মানুষকে কষ্ট দেয়। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো আপু। আসলে প্রত্যেক মানুষের জীবন অনিশ্চিত।
জি আপু এমন মৃত্যু মানুষকে অনেক কষ্ট দেয়,ধন্যবাদ আপু।
খুব খারাপ লাগলো আপু পোস্টটি পড়ে। আপনার জা এর মা মারা গিয়েছেন ক্যান্সারে। অথচ তার মা,শ্বাশুড়ি এখনো বেঁচে আছেন।কিন্তু তিনি আজ নেই পৃথিবীতে। সবাই আমরা একদিন চলে যাব।কিন্তু কিছু কিছু চলে যাওয়া খুব কষ্টেরই মনে হয়।আল্লাহ তার পরিবারের সবাইকে ধৈর্য্য ধারন করার শক্তি দান করুন।
জি আপু এমন মৃত্যু সত্যি অনেক খারাপ লাগে, তবে কিছু করার নেই। ধন্যবাদ আপু।
মৃত্যু এমন এক জিনিস যা কখনো বলে আসে না। মানুষের জীবন বড়ই অনিশ্চিত। তাই আমাদেরকে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। বিশেষ করে ক্যান্সার রোগ এমন এক রোগ যা মানুষকে একেবারে জানিয়ে দিয়ে যায় যে তার মরণ নিশ্চিত। ক্যান্সার ধরা পড়লে আর মানুষের রেহাই থাকে না। আপনার লেখাগুলো পড়ে অনেক খারাপ লাগলো।
ওদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, ধন্যবাদ আপু।
প্রত্যেকটা মানুষের জীবনেই মৃত্যু অপরিহার্য, এটা আমাদের মেনে নিতেই হবে। আপনার ছোট জা এর মা মারা গিয়েছে জেনে সত্যিই খুব খারাপ লাগছে। ক্যান্সারের মতো এত বড় একটা রোগ হলে আসলে কাউকে বাঁচানো যায় না । যাই হোক, ওনার জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো। উনি যেন যেখানেই থাকেন, খুব ভালো থাকেন, এটা প্রার্থনা করি।
ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।
এই পৃথিবীতে কেউই সবসময় থাকবে না৷ সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে৷ যেকোনোভাবেই সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাবেন৷ আপনার জা এর মা মারা গিয়েছেন শুনে খুবই খারাপ লাগছে৷ আসলে ক্যান্সারের মতো রোগ হলে বাঁচার সম্ভাবনা একেবারে কম থাকে৷ যাইহোক উনার জন্য দোয়া রইল৷