ঈদের কেনাকাটা তৃতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ঈদের কেনাকাটা তৃতীয় পর্ব

1000023832.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই কেনা যদি হয় কোন উপলক্ষে তাহলে তো কথায় নেই। আসলে সামনে মুসলমানদের ঈদুল আযাহা । আর এই ঈদে সবাই সবার মতো কিনতে পছন্দ করে।যদি ও বড় লোকদের কেনাকাটার শেষ থাকে না। তবে গরীব মানুষের জন্য অনেক কষ্টকর।বিশেষ করে দরিদ্রদের জন্য। তারপরে ও সবাই চেষ্টা করে যার যার অবস্থান থেকে কেনাকাটা করার জন্য। আর আমাদের মধ্যবিত্তদের কথা আর কি বলবো।এরা তাদের সাদ্য মত কেনার চেষ্টা করে। যাইহোক আমি বাচ্চাদের বেশি না হলেও মোটামুটি কেনাকাটা করে দিয়েছি। তাই এর তৃতীয় পর্ব নিয়ে এসেছি আজ আপনাদের মাঝে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000023832.jpg

ঈদের আর তেমন বেশি সময় নেই। তাই এবার ঈদের মার্কেটের গেট বেশ ভালো করে সাজিয়েছে।তবে এবার একটু বেশিই ভীর ছিল। যাইহোক সকল ভীর অপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম।

1000023845.jpg

1000023851.jpg

1000023854.jpg

1000023858.jpg

যেহেতু বাচ্চাদের কসমেটিকস ছাড়া আর সব কিছু কেনা হয়ে গিয়েছি। তাই এবার আগে গিয়েছি শাড়ি লুঙ্গি কেনার জন্য। আসলে জামা কাপড় আগে কিনেছি। তাই এখন শাড়ির দোকানে বেশ ভালোই ভীর রয়েছে। যাইহোক যেহেতু আমরা কয়েক ধরনের শাড়ি কিনবো তারজন্য ভীর অপেক্ষা করে দেখতে শুরু করলাম। এভাবে বেশ কিছু শাড়ি দেখলাম।আসলে এখন সব কিছুর দাম তাই শাড়ির দাম তবে না কেন।৬০০ টাকার নিচে কোন শাড়ি নেই। তারপর কয়েকটি ৬০০ টাকা করে শাড়ি কেনা হলো।তারপর বেশ কয়েকটি লুঙ্গি কেনা হল। তারপর নিজের পড়ার জন্য দুটি লুঙ্গি ও দুটি শাড়ি কেনা হল। আসলে শাড়ি তো পড়া হয় না তবে ঈদের সময় না কিনলে আর ভালো লাগে না। আসলে শাড়ি গুলো পড়ার চেয়ে কিনতে অনেক ভালো লাগে। যাইহোক অবশেষে শাড়ি গুলো কিনতে পেরেছি এটাই অনেক।

1000023861.jpg

1000023864.jpg

1000023834.jpg

তারপর আমরা চলে গিয়েছিলাম কিছু রেকসিন কেনার জন্য। আসলে ঈদের সময় যদি একটু ভালো রেকসিন না হয় তাহলে তো ভালো লাগে না। আগে যতই থাক না কেন ঈদের সময় নতুন জিনিস কিনতে অনেক ভালো লাগে। তারজন্য একটা নতুন রেকসিন কিনলাম। তারপর গিয়েছিলাম বাচ্চাদের কসমেটিকস কেনার জন্য। যদিও কসমেটিকস সব কিনতে পারিনি তবে পরবর্তী পর্বে হয়তো শেয়ার করতে পারবো।তারপরে ও বেশ কিছু কিনেছি।

1000023654.jpg

1000023660.jpg

তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের ব্যাগ কেনার জন্য। আসলে বাচ্চাদের সাথে ব্যাগ কিনতে হয়। যদিও ব্যাগ গুলো সব সময় কিনতে হয়। আসলে আগে যতই থাক না কেন ঈদের সময় তাদের ড্রেসের সাথে একটা করে ব্যাগ কিনতে হয়। যাইহোক অবশেষে বেশির ভাগ জিনিস কিনতে পেরেছি এটাই অনেক। পরবর্তী পর্বে আসবো অন্য কিছু কেনা কেনাকাটা নিয়ে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

জীবনে বাচ্চা কাচ্চা থাকলে তখন দেখা যায় কি যেকোনো উৎসবের জন্য আমরা নিজেদের জন্য যতটুকু কেনাকাটা করি তার থেকে অনেক বেশি বাচ্চাদের জন্যই কেনাকাটা হয়ে যায় তাতে যদি আমাদের কিছুটা কমও হয় তাতেও আমরা কষ্ট পাই না আনন্দের সাথে মেনে নেই। আপনার মত শাড়িগুলো আমাদের এদিকেও ঈদে প্রচুর বিক্রি হয়। তবে সত্যিই এখন সবকিছুই দাম অনেক বেড়ে গেছে এ কথা আমি নিজেও বুঝি।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 115703.72
ETH 4665.12
SBD 0.86