আর এফ এল শোরুমে একদিন কেনাকাটা

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আর এফ এল শোরুমে একদিন কেনাকাটা

1000025453.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে।আজ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম।আসলে হঠাৎ করে আপনার ভাইয়া পড়ে অনেক অসুস্থ হয়ে গিয়েছে। সবাই আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। এটা নিয়ে হয়তো অন্য একদিন পোস্ট লিখব । আসলে কয়েক দিন আগে গিয়েছিলাম আর এফ এল শোরুমে। সত্যি বলতে আর এফ এল শোরুমে একটা কিচেন রেক কেনার জন্য। আসলে অন্য লোকাল দোকানের চেয়ে আর এফ এল এর জিনিস গুলো সব সময় ভালো হয়। যদিও দাম বেশি থাকে। আসলে ভালো জিনিসের দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। তবে আমার আগে অনেকে রেক কিনেছে সেগুলো অনেক ভালো আছে। তবে আমার গুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাইহোক তাই একটা কিচেন রেক কেনার জন্য গিয়েছিলাম আর এফ এল এর দোকানে। তবে পুরো দোকান ঘুরে কিনতে পারিনি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000025453.jpg

1000025433.jpg

প্রথম আমরা চলে গিয়েছিলাম শোরুমের ভিতরে। আসলে আর এফ এল তো আর এফ এল। তারপর আমরা দুই ভাই বোন ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। আসলে এখানে তো দাম করার আর কিছুই নেই। শুধু পছন্দের বিষয়। তবে আমরা একটা রেক কিনব তাই দেখতে লাগলাম। আসলে দোকানে তেমন রেক নেই। শুধু একটা রেক আছে তারপর ছোট সাইজের তারজন্য আর না দেখে চলে আসলাম। অন্য কিছু দেখার জন্য।

1000025428.jpg

1000025431.jpg

1000025435.jpg

যেহেতু আমি আর আমার ভাই গিয়েছিলাম। আসলে সে একটা ফ্যান কিনবে তারজন্য আরকি।যেহেতু রেক পেলাম না। তাই আমার ভাইয়ের সাথে ফ্যান দেখলাম। তারপর সে একটা ফ্যান কিনল।আসলে সব কিছু ভালো তবে দাম একটু বেশি। বেশি দাম দিয়ে কিনে বেশি দিন গেলে সেটাই অনেক ভালো। আসলে দামের জিনিস সহজে নষ্ট হয় না। যাইহোক তারপর আমার ভাই একটা ফ্যান কিনল।আমি আর ও কিছু কিছু জিনিস দেখতে লাগলাম। আসলে দেখলে মনে হয় সব কিছু কিনে নেই। তবে কিনতে হলে টাকার প্রয়োজন হা হা হা।

1000025436.jpg

1000025448.jpg

1000025451.jpg

তারপর চলে গিয়েছিলাম কিছু চেয়ার কেনার জন্য।তারপর আমি অন্য সব কিছু দেখলাম। আসলে সব কিছুর যেহারে দাম বলার মতো নয়। ইচ্ছে থাকলেও সব সময় কেনা যায় না। যাইহোক তারপর ছয়শত ত্রিশ টাকা করে ছয়টি চেয়ার কিনল।তারপর একটা ব্লেন্ডার দেখে আসলাম ।আসলে কিনতে চেয়েছিলাম কিন্তু টাকা ছিল না। পছন্দ করে রেখেছি পরবর্তীতে হয়তো নিয়ে আসব।যাইহোক বেশ ভালো সময় নিয়ে ঘুরে ছিলাম ।বেশ ভালোই লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

1000025661.jpg

 4 months ago 

খুব সুন্দরভাবে শেয়ার করেছেন আর এফ এল শোরুমে কেনাকাটার অভিজ্ঞতা। ছবিগুলোও ছিল অসাধারণ, যেন আমরা পাঠকরাও আপনার সঙ্গে ঘুরে দেখলাম সব কিছু। আপনার সরল আর আন্তরিক বর্ণনা সত্যিই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110944.89
ETH 4288.17
SBD 0.85