সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরির মূহুর্ত

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরির মূহুর্ত

1000022825.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ভ্রমণ পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘুরা যদি প্রিয় কোন জায়গায় হয় তাহলে তো কথায় নেই।। আমার মনে হয় প্রকৃতি সব সময় আমাদের জন্য ভালো কিছু করে।আমাদের যতই মন খারাপ থাক না কেন প্রকৃতির মাঝে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তবে বর্তমান এতোটাই ব্যস্ত বিকেলে বের হবার কোন সুযোগ নেই। যাইহোক গতকাল আমাদের ইফতারের দাওয়াত ছিল তাই বিকেল বেলা একটু ফ্রি ছিলাম। তারজন্য কয়েক জন মিলে চলে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। আসলে সবাই মিলে বিকেলে এভাবে প্রকৃতির মাঝে ঘুরার মজাই আলাদা। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000022825.jpg

1000022823.jpg

এখন যেহেতু শীত শেষ পর্যায়।আসলে শীতে সবজি খেতে অনেক ভালো লাগে। তবে শীতের মতো এখন আর সবজি খেতে ইচ্ছে করে না।তারপরে ও সবজি না থাকলে ভালো লাগে না। যাইহোক আমরা ফসলের মাঠে ঘুরতে গিয়েছিলাম। আসলে মাঠের মধ্যে গিয়েই প্রথমে চোখে পড়লো শীমের ক্ষেত। আসলে সিম গুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে সিমের ফুল আসছে। যদিও গাছের মাঝে সামান্য সিম রয়েছে। তবে নতুন করে আবার অনেক সিম ধরেছে।আর এই ক্ষেত গুলো কাছ থেকে দেখার অনুভূতি গুলো সত্যি অন্য রকম। বেশ ভালো লেগেছিল এই সবুজের সমারোহে।

1000022795.jpg

1000022794.jpg

তারপর কিছু সময় হাঁটতে থাকলাম। আসলে সাথে বেশ কয়েক জন ছিলাম তারজন্য তেমন ফটোগ্রাফি করতে পারিনি।সবাই মিলে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বুঝা মুশকিল। যাইহোক কিছু দূর যেতেই চোখে পড়লো ঢেঁড়স ক্ষেত। কৃষকেরা কিছু দিন আগে হয়তো এই ঢেঁড়স গুলো লাগিয়েছে।তবে গাছ ছোট হলেও গাছে অনেক ফুল এসেছে। হয়তো কিছু দিনের মধ্যে ঢেঁড়স ধরে যাবে।তাই আমার জা কিছু গাছ আনার জন্য বলেছিল কিন্তু এই গাছ গুলো নিলে হয়তো বাঁচানো সম্ভব নয়।

1000022799.jpg

1000022781.jpg

তারপর সামনে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে বেশ কিছু সময় ঘুরলাম। আসলে এই ভুট্টা গুলো কৃষকের অনেক ভালজনক ফসল। তবে এগুলো তৈরি করতে অনেকটা ব্যয়বহল হয়। কিন্তু একবার হলে অনেক লাভ হয়।আমরা সবাই মিলে অনেক জায়গা মিলে ঘুরেছিলাম।আসলে এভাবে সবুজের মাঝে ঘুরতে সবাই অনেক পছন্দ করে। বেশ ভালো সময় কাটিয়ে ছিলাম।

1000022800.jpg

1000022801.jpg

আসলে কৃষকেরা বাদুড় তাড়ানোর জন্য এভাবে বেগুন গাছে কাপড় বেঁধে রেখেছে। সত্যি এই দৃশ্য অনেক দিন পরে দেখলাম আর আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়েছিলাম। বেশ ভালোই লেগেছিল। আসলে প্রকৃতি কাউকে ঠকায় না।তাই আমাদের যত দুঃখ কষ্ট প্রকৃতির মাঝে শেয়ার করতে পারি। বেশ ভালো একটা সময় কাটিয়েছি। অনেক ভালো লেগেছিল এভাবে সবাই মিলে ঘুরতে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

1000023199.jpg

1000023198.jpg

 last month 

প্রকৃতির সবুজ আঙিনায় সময় কাটানো মানসিক প্রশান্তি বয়ে আনে। গাছপালা, পাখির ডাক, আর নির্মল বাতাস আমাদের মনে একধরনের শান্তি ও সতেজতা যোগায়। এই মুহূর্তগুলো জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে নিজেকে চার্জ করার মতো। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 last month 

জি ভাইয়া আপনি ঠিক বলেছেন মানসিক প্রশান্তি বয়ে আনে প্রকৃতি ,ধন্যবাদ আপনাকে।

 last month 

সবুজ প্রকৃতির মাঝে ঘোরাঘুরির বেশ সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনি।আপনি ঠিক বলেছেন আপু আপনি যতই মন খারাপ থাকুক না কেন প্রকৃতির মাঝে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

আপনি যে সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটানোর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রকৃতির মধ্যে ঘুরতে যাওয়ার অনুভূতি কেমন হতে পারে, সেটা আপনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। মন খারাপ থাকলেও প্রকৃতির সান্নিধ্যে আসলে সত্যিই মন স্বস্তি পায়, এবং আপনি সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন। এমন সুন্দর এবং প্রেরণামূলক পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু প্রশংসনীয় মতামতের জন্য।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83853.39
ETH 1565.99
USDT 1.00
SBD 0.80