অসির চেয়ে মসী বড়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অসির চেয়ে মসী বড় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


motivational-quotes-3248657_1280.jpg



লিংক


এই পৃথিবীতে জ্ঞান এমন এক জিনিস যা মানুষকে সকল যুদ্ধ থেকে জয় করতে পারে। আসলে আমাদের এই পৃথিবীতে যত জীবজন্তুর রয়েছে তার মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী হল মানুষ। আর এই মানুষকে বিধাতা সব থেকে বেশি জ্ঞান এবং বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আসলে শারীরিক বল এবং শক্তি দিয়ে এই পৃথিবীতে সব কিছু সহজে জয় করা যায় না। আর এই জন্য পৃথিবীতে মানুষকে অবশ্যই সঠিক জ্ঞানী হতে হবে। কেননা জ্ঞানের কাছে পৃথিবীর সবকিছু হার স্বীকার করে নেয়। এখানে অসি বলতে ধারালো হাতিয়ারকে বোঝানো হয়েছে। আসলে আমরা দেখতে পাই যে যুদ্ধে মানুষ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই যুদ্ধের ফলে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের প্রাণ হারায়। আসলে এই ধরনের যুদ্ধ মানুষকে কখনো শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না।


আর এখানে মসী বলতে কলমকে বোঝানো হয়েছে। আসলে আপাত দৃষ্টিতে অসির থেকে মসীর শক্তি কম বলে মনে হলেও প্রকৃত কিন্তু এই মসীর শক্তি অনেক বেশি। আসলে একজন মানুষ যদি সঠিক জ্ঞানী হতে পারে এবং তার জ্ঞানের মাধ্যমে যদি এই পৃথিবীটাকে শাসন করতে পারে তাহলে পৃথিবী সব সময় ভালোর দিকে এগোবে এবং পৃথিবীতে শান্তি বিরাজ করবে সব সময়। আসলে জ্ঞান মানুষের বুদ্ধি বাড়ায়। আর জ্ঞান একটা মানবজাতিকে সবসময় উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কেননা আমরা এখন বর্তমানে দেখি যে বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু জ্ঞানী লোকেরা সমাধান করে দোষী লোককে শাস্তি দেয় এবং নির্দোষ লোককে মুক্ত করে দেয়। আসলে একজন জ্ঞানী লোক বাইরের প্রকৃতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করে এবং কোনটা ঠিক ও কোনটা ভুল এইটা সহজে বুঝতে পারে।


কিন্তু যারা মূর্খ লোক তারা কখনো সঠিক এবং ভুলের মধ্যে কোন পার্থক্য খুঁজে পায় না। তাদের কাছে সবকিছুই সমান মনে হয়। আসলে তারা কোন কিছুকে সমাধান করতে গেলে সহজভাবে সেই জিনিসটা সমাধান করতে পারে না। আসলে তারা যুদ্ধকে প্রধান হাতিয়ার হিসেবে মনে করে এবং জোর দেখিয়ে কোন কিছু পাওয়ার চেষ্টা করে। আসলে এই পৃথিবীতে জোর করে কোন কিছু পাওয়া যায় না। আর একমাত্র যারা শিক্ষিত হয়ে এই পৃথিবীতে বড় একটা পদে যেতে পারে এবং তাদের একটা কলমের লেখা সকলের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা তারা যদি চায় যে তাদের সেই কলমের মাধ্যমে একটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবে সেটি কিন্তু তারা সহজেই করতে পারবে। আর তারা যেহেতু সঠিক শিক্ষিত লোক এজন্য তারা কখনো এই পৃথিবীর কোন ক্ষতি চায় না।


আসলে এজন্য আমাদের সব সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর জ্ঞান মানুষের বুদ্ধি বিকাশে সাহায্য করে। এজন্য আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানের মাধ্যমে সবার উপকার করতে হবে। আর এজন্য পৃথিবীতে কখনো কোন যুদ্ধ শান্তি আনতে পারেনা। কেননা যুদ্ধ শুধুমাত্র ক্ষতি করে এবং মানুষের মূল্যবান প্রাণকে নষ্ট করে। আর একজন শিক্ষিত লোক সব সময় শিক্ষার দ্বারা ভালোর দিকে এগোনোর চেষ্টা করে এবং মানুষের মাঝে হিংসা বিবাদ ভুলিয়ে দিয়ে সবাই মিলেমিশে একসাথে সামনে চলতে পারে। আর এজন্য আমাদের সব সময় জীবনের সব ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজন অনেক বেশি। কেননা জ্ঞান একজন মানুষকে সবসময় সঠিক পথে চালনা করে এবং পৃথিবীকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে একজন জ্ঞানী লোকের অবদান সব থেকে বেশি।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89846.05
ETH 3077.33
USDT 1.00
SBD 2.96