স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
রাত যত গভীর হয়,ঘুমেরা হারায় চোখ থেকে।
পুরোনো সব স্মৃতি আসে ফিরে ফিরে।
ভবিষ্যতের চিন্তা জাগে মনের আনাচে কানাচে।
রাত পেরিয়ে ভোর হয়,তবু নেই কেউ পাশে।
অনু কবিতা-২
আকাশ সমান ভালোবাসা রয়েছে হৃদয় জুড়ে।
তোমার জন্য মনটা আমার অনেক বেশি পুড়ে।
কবে এসে পাশে বসে দিবে তুমি দেখা।
তুমি ছাড়া আমি যেন আজও আছি একা।
অনু কবিতা-৩
শব্দহীন এক ভালোবাসা রয়েছে তোমায় ঘিরে।
থাকতে চাই সর্বদায় তোমার মনের নীড়ে।
তোমার পাশে থাকলে আমার মনে লাগে ভালো।
অন্ধকার দূরে গিয়ে যেন, ফিরে আসে আলো।
অনু কবিতা-৪
আমার ক্লান্তির একরাশ সুখ তুমি।
তুমি আমার দিনের শেষে এক মায়াময় শান্তি।
তোমার হাসি ছুঁয়ে যায় আমার হৃদয়।
মুছে যায় সারাদিনের সব ক্লান্তি।
অনু কবিতা-৫
কিছু ভালোবাসা না বলেও, সব কিছুই বোঝায়।
আকাশের মতো বিশালতা নিয়ে, মন মমতায় সাজায়।
তোমার প্রতি ভালোবাসা, আকাশের মতো বিশাল।
হাতে হাত রেখে দুজন জালাবো ভালোবাসার মশাল।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর হয়েছে আপনার লেখা অনু কবিতা গুলি। ভালোবাসার মানুষকে মনের কথা না বলতে পারা একতরফা ভালোবাসার ছোঁয়া পেলাম আপনার কবিতার মধ্যে। ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সুন্দর কিছু ভাবনা আপনি আপনার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। অনেক ভালো লাগলো আপনার কবিতা গুলি পড়ে ধন্যবাদ।
ভাইয়া আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেন।আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাইয়া।বিশেষ করে এক নাম্বার অনু কবিতা টি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে এই অনু কবিতা গুলো লিখেছেন আপনি। যেগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম অনু কবিতা গুলো পড়তে আমার কাছে সব সময় অনেক সুন্দর লাগে। আশা করি এরকম অনু কবিতা সব সময় শেয়ার করবেন।
ভালোবাসার মানুষকে ছাড়া আসলেই ভালো থাকা যায় না। সারাক্ষণ মনটা অস্থির হয়ে থাকে। যাইহোক প্রতিটি অণু কবিতা এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। বিশেষ করে দ্বিতীয় অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।