মানবতা যেন আজ অসহায়।

in আমার বাংলা ব্লগlast month
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

মানবতা যেন আজ অসহায়।

man-8282467_1280.webp

Source

বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে জেনারেল রাইটিং পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো,তবে আজকের পোষ্টটি হচ্ছে মানবতার সংকট নিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা বেশি ভূমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে যাই চলুন শুরু করি।

চারিদিকে মানবতার হাহাকার শোনা যাচ্ছে।নিজেদের আশেপাশে, নেট মিডিয়ায়,প্রিন্ট মিডিয়ায়, যেদিকেই দেখি মানবতার হাহাকার।মানুষ অমানুষে পরিণত হয়েছে।দ্বিধা সংঘাত এসব যেন নিত্যদিনের খবর।হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো দেখতে দেখতে নিজের কাছেও খারাপ লাগে।

মনে হয় যেন মানবতার ধারে কাছেও নেই তারা।যদি মানবতার ধারে কাছে থাকতো, তাহলে এই ধরনের হানাহানি, মারামারি, কাটাকাটি, কিছুই হতো না।বর্তমানে মানবতার খুব সংকট যার কারণে এত অশান্তি এত দুর্দশা।নিরপরাধ মানুষ মারা যাচ্ছে মানবতার অভাবে। মানুষ মানুষকে সৃষ্টির সেরা হিসেবে কোনো ভাবেই মূল্যায়ন করছে না।

সবাই যার যার তাগিদে যার যার অপশক্তিতে অটুট রয়েছে।আর এটাই মানব জীবনের জন্য অকল্যাণ বয়ে আনবে।এইতো সেদিন দেখলাম এক লোককে ভাত খাওয়ানোর পরে মেরে ফেলা হয়েছে। এটা কি মানবতা? না মোটেও নয় এটাকে মানবতা আমরা কখনোই বলতে পারি না।কেউ যদি তাকে চোর বলেও মেরে ফেলে, তবে সেটাও অনুচিত।

কারণ কারো প্রাণ কেড়ে নেওয়ার দায়িত্ব বিধাতা কারো হাতে দেননি।আর যারা এ কাজ করছেন তারা নিতান্তই মানুষের কাতারে পড়েন না।আমি মনে করি বর্তমানে যতরকম অপকর্ম চলছে সবই কিন্তু এই অমানবিকতার কারণে। তবে মানবতার অবর্তমানের কারণেই অমানবিকতা রাজত্ব করতেছে। মানবতা যদি ফিরে আসে তাহলে অমানবিকতা অচিরে ধ্বংস হবে।

তবে মানবতাকে ফিরিয়ে আনবে কে?মানবতার ধারক বাহক হবে কে? এটা হচ্ছে বড় বিষয়।আমি মনে করি মানবতা ফিরে আসার একটাই উপায় আছে। আর সেটা হচ্ছে নিজ নিজ প্রেক্ষাপট থেকে মানবিক মানুষ গড়ে ওঠা। নিজের হৃদয়টা মানবিকভাবে গড়ে তুলতে পারলেই ধীরে ধীরে মানবিকতার বিকাশ ঘটবে। একটা রাষ্ট্র ব্যবস্থা চাইলে অনেক ভালো কাজ কর্ম করতে পারে।

কিন্তু সে ক্ষেত্রে সে রাষ্ট্রব্যবস্থার আওতাধীন যারা প্রতিনিধি রয়েছে, তাদেরকে মানবিক হতে হবে। যদি মানবিক না হয় তাহলে কোন ভাবেই উপকারে আসবে না বরং দেশ ও জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে।যাইহোক আজকের এই বিষয়গুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন।আর আগামীতে অন্য কোন বিষয় নিয়ে আবারো আসবো। তবে আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আসলে সত্যিই ভাই আজ মানবতার বড় অভাব। কেননা মানুষ যেভাবে মানুষের উপর অত্যাচার করছে এবং যে নির্মম ভাবে তাদেরকে হত্যা করছে তা ভাবলেই আমাদের খুব খারাপ লাগে। এছাড়াও আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন তা সম্পূর্ণ সঠিক। তবুও কয়েকজন মানুষের মানবতার জন্য কিন্তু আজও পৃথিবীতে সুন্দর।

 last month 

বর্তমানে মানুষের মধ্যে মানবতার অনেক বেশি অভাব। মানবিক মানুষ এখন খুঁজলেও পাওয়া যায় না। আসলে হানাহানি কাটাকাটি যেন নিত্যদিনের সঙ্গী এখন। মানুষ অমানবিক কাজ আর কতদিন করবে। এসব কিছু যেন পিছু ছাড়ছে না। মানুষ আরো বেশি হিংস্র হয়ে যাচ্ছে দিনদিন। মানুষের মধ্যে মানবতা কখন আসবে। মানবতা নিয়ে অনেক সুন্দর করে একটা পোস্ট লিখেছেন আপনি। আপনার পোস্টটা অনেক ভালো লেগেছে আমার কাছে।

আসলেই এখন মানবতা খুবই অসহায়। খুব ভালো লাগলো আপনার কথা গুলো।

 last month 

সত্যি মানবতা এখন অসহায়। মানুষের মধ্যে মানবতার এখন বড্ড অভাব। এখন হাজারের মধ্যে একটা মানুষ আছে মানবিক। অমানবিকতা মানুষকে অনেক বেশি নিচে নামিয়ে এনেছে। প্রতিনিয়ত মানুষ খারাপ কাজের সাথে রয়েছে এখন। একে অপরের প্রতি অত্যাচার জুলুম এগুলো যেন লেগেই আছে। প্রত্যেকটা মানুষের হৃদয় যদি আস্তে আস্তে মানবিক হয়, তাহলে মানবতা চারদিকে ছড়িয়ে পড়বে। সত্যি পুরোটা অনেক সুন্দর ছিল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 69075.42
ETH 2475.71
USDT 1.00
SBD 2.35