স্বরচিত কবিতা। গুচ্ছকবিতা|| নীলম সামন্ত

in আমার বাংলা ব্লগ9 days ago (edited)

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,


সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


Onulipi_11_09_11_08_25.jpg






আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



নলপুরে ট্রেন লাইনচ্যুত হয়েছে, খবর এলো ট্রেন বন্ধ। অতয়েব আমার ট্রেন ছাড়ার আগেই আরও একবার ঘুমিয়ে পড়ল। কী কপাল আমার৷ সারা সন্ধে বসে ভাবলাম একটা অডিও ক্লিপ আজ আপনাদের জন্য নিয়ে আসব। কিন্তু কোথায় কি? গ্রামে অষ্টমপ্রহর হচ্ছে৷ আমি রেকোর্ডিং করতে গিয়ে দেখছি আমার নিজেরই কথা শোনা যাচ্ছে না কিন্তু কীর্তনের কথা অনেক বেশি স্পষ্ট। এমত অবস্থায় কি করেই বা রেকর্ডিং করব। কিন্তু মন কবিতা চায় তাই ভাবলাম একটি স্বরচিত কবিতা আপনাদের জন্য পোস্ট করি।

বেশিরভাগ মানুষই ভাবেন আমার কবিতা মানে একটু খটো মটো টাইপের। কিন্তু আজ আপনাদের একটি এমন কবিতা নাহ কবিতাগুচ্ছ পড়াব যা একেবারেই খটো মটো মনে হবে না। বরং কাব্য রসে ভরপুর মনে হবে৷ অনেকেই কবিতা লেখেন। পড়ি মন্তব্য করি । সবাইকে উৎসাহ দিই, যাতে আরো বেশি বেশি করে কাব্য চর্চা করেন। আমি অনেক দিনই কবিতা লিখিনি আজ আপনাদের সাথে যে কবিতাটা শেয়ার করব তা বেশ কিছুদিন আগে কার লেখা।

চলুন কথা না বাড়িয়ে সরাসরি কবিতাতে যাই।



বর্ণবৃত্তের ফলক
------------------------------------ নীলম সামন্ত


১)
স্বপ্নের দীর্ঘ আদর -
বুলেট হাতে কারা যেন ছুটে এসেছিল
কারও কারও হাতে বারুদের গন্ধ...

২)
সমর্পণের শরীরে আগুন ঝরেছিল
রক্ত রক্ত বাতাসে অসংখ্য প্রেমিক-প্রেমিকা
তাদের হাতে অক্ষর প্রতিমা...

৩)
ভাংচুর সমেত লুটিয়ে পড়া আখ্যানের ইতিহাসে
স্বচ্ছ জুতোর দাগ,
অক্ষর জানে এই দাসীবৃত্তি জেহাদের বুনিয়াদ নয়
বাক-পূজোর নৈবেদ্য।

৪)
সেদিনের অসমাপ্ত নিরক্ষীয় লড়ায়ের ফলে
নদীর নাম বদলায়নি,
অথচ বাসি ফুলের বদলে ভেসে গেছে
মাতৃভাষার রূপকথা।

৫)
শহীদের মুখের রঙ আবেগ;
প্রতিদিন সূর্যস্নানের পর
আজও জন্ম নেয় উনিশের যৌবন।

৬)
আমাদের সম্পর্কের ভেতর চাঁদছাপ।
উপবৃত্তাকার কক্ষপথে
স্মৃতি উন্মোচন হলে ধরা পড়ে
বাংলার অক্ষর-বাউল।

৭)
হাতে হাতে বৈভবের সমার্থক উড়ে যায়।
ইতিহাস জানে -
পদ্মা, বাংলা, বেয়োনেট ঠাসা ভিসুভিয়াসের
রঙ ছিল টাটকা প্রেম।

৮)
অলিন্দের ভেতর পাখি সংলাপ
চলো আজ অন্তত উড়ে যাই
শহীদের শরীরে জমা করি
উবু পায়ের প্রনামীবাক্স।



কেমন লাগল আপনাদের আমার এই কবিতাগুচ্ছ৷ এটা সিরিজ না৷ সিরিজের লেখাগুলো একই রকম হয়৷

বন্ধুরা, আজ এপর্যন্তই৷ আসি৷ কাল ভোরে উঠে রওনা দেবার আছে৷ তাই আজ আর বেশি রাত করব না৷ আপনারা পড়ে মন্তব্য করবেন এই আশাই করি৷

টাটা।

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণক্রিয়েটিভ রাইটিং
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

Untitled_design.png

downloadfile.webp

1000205505.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

আপনার সুন্দর এই কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো অনেক সুন্দর ভাষায় কবিতাগুলো লিখেছেন যা ছিল অসাধারণ।

 8 days ago 

ধন্যবাদ জানাই ভাইয়া৷

 9 days ago 

আপু আপনার গুচ্ছকবিতা পড়ে বেশ ভালো লাগলো। বেশ দুর্দান্ত লিখছেন। আপনি ঠিক বলেছেন, শহীদের মুখের রঙ আবেগ। আসলে কবিতার প্রতিটি লাইন অনেক অর্থই বহন করে। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর গুচ্ছকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

চেষ্টা করি দাদা কবিতার জন্ম দিতে। আপনার ভালোলাগাটুকুই আমার প্রাপ্তি। ভালো থাকবেন। ধন্যবাদ জানাই।

 8 days ago 

চমৎকার লিখেছেন আপু। কবিতার লাইন গুলিতে মনে হচ্ছে ভাব এর বিস্তর সীমাহীন। তবে কবিতা টি মনে হচ্ছে একটি পূর্ণ কবিতা যা খন্ডাকারে প্রকাশ করেছেন, আপনি এই বিষয়ে আমার থেকেও ঢের বিজ্ঞ। তথাপি আমার মতামত ব্যক্ত করলাম। স্বরচিত গুচ্ছ কবিতার প্রতিটি লাইন আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক চমৎকার ভাব সম্পন্ন কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 7 days ago 

আলাদা আলাদা নামকরণে অণুকবিতা লিখলে তার আলাদা আলাদা ভাব হয়। কিন্তু গুচ্ছকবিতার সিরিজ লিখলে বেশিরভাগ ক্ষেত্রেই গুচ্ছ কবিতাটা আসলেই একটা কবিতা কেবল মাত্র পার্ট করে দেওয়া হয়েছে। আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ জানবেন৷

 8 days ago 

আপনার অন্য কবিতা গুলো একটু বড় হয়ে থাকে কথাটা ঠিক। তবে আজকের কবিতা টা সত্যি বেশ আলাদা ছিল। দারুণ লিখেছেন আপু কবিতাগুচ্ছ গুলো। প্রত‍্যেকটা কবিতা ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে।

 7 days ago 

কবিতা শুরু আমি করি শেষ শব্দ করে। শেষ কথায় হবে তা আমার হাতে থাকে না ভাই৷ যখন যেমন হয়৷ তবে এই সিরিজটা আপনার ভালোলেগেছে জেনে আনন্দ পেলাম। ভালো থাকবেন।

 7 days ago 

বাহ আপু আপনি তো দেখতেছি চমৎকার চমৎকার অনু কবিতা লিখেছেন। সুন্দর মনের সুন্দর অনু কবিতা গুলো পড়ে বেশ ভালই লাগলো। আসলে অনু কবিতার মাধ্যমে নিজের ছোট ছোট মনের অনুভূতি প্রকাশ করা যায়। সত্যি বলতে আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 days ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। এটা বেশ কিছুদিন আগের লেখা।

ভালো থাকবেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89955.66
ETH 3105.10
USDT 1.00
SBD 2.98