লাইফ স্টাইল :- haideremtiaz ভাইয়ের সাথে দেখা।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

ABB 8 ডিসেম্বর ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241202_134051.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটি খুবই সুন্দর এবং মজার স্মৃতি নিয়ে। আসলে আমার বাংলা ব্লগ একটি পরিবার। এ পরিবারে যারা রয়েছেন সবাই আমাদের নিকট আত্মীয়ের মত হয়ে গিয়েছে। যাদেরকে আমরা কখনোই ভুলবো না।

20241202_133243.jpg

কয়েকদিন আগে হঠাৎ করেই আমার ফোনে একটা এসএমএস আসলো। সকালে ঘুম থেকে উঠে সাধারনতা আমি আমার জন্মদিন কাজগুলো করার চেষ্টা করি। বিশেষ করে পোস্টগুলো করে থাকে এবং সকালের কাজগুলো শেষ করি। সকালে ওঠার পর অ্যানাউন্সমেন্ট চেক করে অন্যান্য কাজগুলো শুরু করি। হঠাৎ করে দেখি haideremtiaz ভাইয়ের এসএমএস। যে ভাই কি অবস্থা কোথায় আছেন। সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিলাম হ্যাঁ বাসায় আছি। হঠাৎ করে বলে উঠল ভাই আমি তো ফেনীতে। কথাটা শুনে অবাক হলাম সঙ্গে সঙ্গে দিলাম কল।

20241202_133241.jpg

তখন শুনতে পারলাম খুব সকালে ফেনীতে এসেছে। দীর্ঘ সময় টেন স্টেশনে বসে ছিলাম। ফেনীতে এসেছে তার ব্যক্তিগত কাজে অর্থাৎ একটি কলেজ এসেছে। বললাম কাজ শেষ হতে কতক্ষন লাগবে, বলল এগারোটা। আমি তখন বললাম ঠিক আছে আমি ১১ টায় আসবো আপনার সাথে দেখা করতে। তখন খুব দ্রুতগতিতে আমার সকল কাজগুলো শেষ করে গেলাম ফেনীতে। তার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো।

20241202_142305.jpg

আসলে আমার বাংলা ব্লগ ইউজারদের সাথে যদি দেখা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। তাইতো সঙ্গে সঙ্গে চলে গেলাম। আসলে আমি ছিলাম সোনিয়াদের বাড়িতে। যার কারণে ভেবে খুবই সুবিধা হয়েছে। সকাল সকাল ফ্রেস হয়ে চলে গেলাম হঠাৎ করে। প্রথমত যাওয়ার পর ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে haideremtia ভাইকে কল দিলাম। তিনি চলে এসেছে।

20241202_133239.jpg

দেখা হওয়ার পর অনুভূতিটা ভীষণ ভালো লাগলো। মনে হল যেন সম্পর্কটা আমাদের অনেক আগেই। অনেক বছর যাবৎ আমরা একজন অপরজনকে চিনি এমনটাই মনে হয়েছিল। সত্যি বলতে ওনার সাথে কয় এক বছর আগে আরো একবার দেখা হয়েছিল । সেই থেকে আমাদের পরিচয়। অনেক ভালো একজন মেধাবী স্টুডেন্ট তিনি। তার কথা শুনে অনেকটাই ভালো লেগেছিল।

20241202_133328.jpg

তার পড়াশুনা জিজ্ঞাস করতেই বলতেছে পড়াশোনা নিয়ে অনেক চাপে আছে। সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এবং খুবই ভালো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে শুনে আরও বেশি ভালো লেগেছে। বিশ্ববিদ্যালয়ের নামটি আমি ভুলে গিয়েছি এখন যার কারণে বলতে পারি নাই। এভাবেই খুব শীঘ্রই অনেকের সাথে দেখা হবে। এই হতাশা করি। তাকে নিয়ে কাটানো আরো একটি পর্ব করব। সেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। রেললাইনে যেমন অনেক সময় কাটিয়েছিস তেমনি , ফেনীতে আমার খুবই একটা জায়গায় তাকে নিয়ে বসেছিলাম।। অনেক সময় সেখানে কাটিয়েছি। সেই সময়টা আগামী সপ্তাহে শেয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহাফেজ।

20241202_133324.jpg

20241202_134047.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1000200302.jpg

1000200300.jpg

1000200304.jpg

1000200306.jpg

 2 months ago 

বাহ্ দারুন তো। এমন করে যদি আমার সাথে দেখা হয়ে যেত। সত্যি বলতে আমরা এমন একটি কমিউনিটিতে কাজ করি যেখানে কারও সাথে কারও কোন দেখা নেই। এমন করে দেখা হলে কিন্তু মন্দ হয় না। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ইনশাল্লাহ আপু খুব শীঘ্রই দেখা হচ্ছে।

 2 months ago 

আজকে দেখছি আপনি হায়দার ইমতিয়াজ ভাইয়ের সাথে দেখা করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আরো অনেক বেশি ভালো লাগতো যদি আপনার সাথে আমার এভাবে দেখা হতো। আপনাদের ঐদিকে গেলে অবশ্যই আপনার সাথে একদিন দেখা করবো ইনশাআল্লাহ।

 2 months ago 

আসলে আমার কাছেও অনেক ভালো লেগেছিল উনার সাথে দেখা হওয়ার পর।

 2 months ago 

আশা করছি এমন করে আমাদেরও একদিন দেখা হয়ে যাবে। আদান প্রদান হবে প্রিয় কমিউনিটি নিয়ে হাজারও কথা। যাই হোক বেশ ভালো লাগলো আপনাদের এমন সুন্দর সময় দেখে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

খুব শীঘ্রই দেখা হবে আপু। ইনশাল্লাহ অনেক কথা হবে। যাই হোক এই পোস্ট পড়ে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 months ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন ভাইয়া আমার বাংলা ব্লগের সকলকে দেখে মনে হয় সবাই আমাদের অনেক কাছের। আর চলার পথে যদি এভাবে দেখা হয়ে যায় তাহলে তো কথায় নেই। বেশ ভালো করেছেন দেখা করে।নিশ্চয় অনেক ভালো একটা সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

হ্যাঁ আপু উনার সাথে খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম।।

 2 months ago 

হায়দার ইমতিয়াজ ভাইয়ার সাথে দেখা হওয়ার অনেক সুন্দর একটা মুহূর্ত তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ। আমার কাছে এটা পড়ে অনেক ভালো লেগেছে। আসলে আমরা সবাই একটা পরিবার। হয়তো সবাই অনেক দূরে। কিন্তু আশা করি একজন একজন করে সবার সাথে কখনো না কখনো দেখা হবে। এই অনুভূতিগুলো অনেক বেশি সুন্দর। এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য। আশা করি খুব শীঘ্রই শেয়ার করবে।

 2 months ago 

খুব শীঘ্রই পরবর্তী পর্ব সবার মাঝে শেয়ার করে নিব। অবশ্যই অপেক্ষায় থাকবে।

 2 months ago 

আসলে আমাদের এই প্লাটফর্ম আমাদের সবাইকে রক্তের বাঁধন আত্মীয় করে দিল। আপনি দেখতেছি ফেনীতে haideremtiaz ভাইয়ের সাথে দেখা করেছেন। আর এসব পরিচিত লোকগুলোর সাথে হঠাৎ করে দেখা করলে নিজের কাছে অন্যরকম লাগে। আর আপনার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে ভালই সময় কাটিয়েছেন আপনারা। এবং সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

এই হঠাৎ করেই দেখা হলে অন্যরকম লাগে। সে সাথে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন আমরা অনেক আগের পরিচিত। এমনকি আমাদের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ভালো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62