General Writing: "বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হল- প্রতিভার সীমা আছে, বোকামির সীমা নেই"

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)

ABB 21 নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000192726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

"বোকামি আর প্রতিভার মধ্যে পার্থক্য হল- প্রতিভার সীমা আছে, বোকামির সীমা নেই"

বোকামি এবং প্রতিবার দুইটা আলাদা শব্দ। আর এই দুইটা শব্দ দ্বারাই অনেক ভিন্ন কিছু বুঝিয়ে থাকে। বোকামি এমন একটা বিষয় যার কোনো সীমা নেই। এরকম অনেক মানুষ রয়েছে যারা কিনা অনেক বেশি বোকামি করে থাকে। আর তাদের সেই বোকামির কোনো সীমা থাকে না। তাদের এই বোকামিগুলোর কারণে একসময় দেখা যায় তাদেরকে পস্তানো লাগে। আরেকটা বিষয় হচ্ছে প্রতিভা। প্রত্যেকটা মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন বিষয়ে প্রতিভা থাকা খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষের মধ্যে যদি প্রতিভা থাকে, সেই প্রতিভার অবশ্যই সীমা থাকে। সীমা ছাড়া প্রতিভা হয় না। একটা মানুষের মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন সেটার অবশ্যই সীমা থাকবে।

মানুষের প্রতিভা গুলো সীমার মধ্যেই থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। আর মানুষ প্রতিনিয়ত বিভিন্ন জিনিস করার মাধ্যমে সেই প্রতিভা গুলোর প্রকাশ করতে পারে অনেক ভালোভাবে। আর এই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেদের প্রতিভা গুলোকে কাজে লাগানো। নিজেদের ভেতরে থাকা প্রতিভা যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে অবশ্যই নিজের জীবনে ভালো কিছু অর্জন করতে সক্ষম হব। কিন্তু আমরা যদি প্রতিভা গুলোকে নিজের ভেতরেই রেখে দিই, তাহলে কখনো আর আমরা কিছু করতে পারবো না। যে বিষয়ে আমাদের প্রতিভা আছে, অবশ্যই সেটা আমাদের করতে হবে। এটার মাধ্যমেই ভালো কিছু হবে।

বোকামি জিনিসটা খুবই খারাপ। কারণ এটা একটা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে না কখনোই। কারণ মানুষের সীমাহীন এই বোকামি একটা সময় খুব খারাপ একটা পর্যায়ে নিয়ে যায়। তাদের এই বোকামি গুলোর মাধ্যমে তারা যদি কোনো কিছু করার চেষ্টা করে, তাহলে কখনোই সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের মধ্যে যে বোকামিটা থাকে সেই বোকামির কোনো সীমা থাকে না। আজ এই বোকামি গুলো যখন একটু বেশি করে ফেলে, তখন দেখা যায় খারাপ কিছু হয়ে যায়। তাই জন্য নিজেদের মধ্যে থাকা বোকামিগুলো অবশ্যই বাদ দিতে হবে। যেন আমরা জীবনে ভালো কিছু অর্জন করতে পারি।

নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা গুলো প্রকাশ করতে হবে। যে কাজটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, সেটা বারবার করার চেষ্টা করতে হবে। তবেই তো আমরা ভালো কিছু করতে পারবো। কেউ যদি নিজের প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সে কিভাবে পারবে সফলতা অর্জন করতে আর ভালো কিছু করতে। কোনো না কোনো বিষয়ে আমাদের সবার ভেতরেই প্রতিভা রয়েছে। কিছু মানুষ নিজেদের প্রতিভা গুলোকে সঠিকভাবে ব্যবহার করে। আবার কিছু মানুষ তাদের এই প্রতিভা গুলোকে ব্যবহার করতে পারে না। আর ব্যবহার না করতে পারার কারণে ভালো কিছু করতেও পারে না।

কিছু মানুষের অনলাইন মার্কেটিং নিয়ে অনেক ভালো প্রতিভা রয়েছে। আবার কিছু মানুষের বিজনেস নিয়ে। আবার কিছু মানুষের শিক্ষকতা নিয়ে ভালো প্রতিভা। কারো হতে পারে কৃষি কাজ নিয়ে, কারো সেলাই। কেউ ভালো পেইন্টিং করতে পারে, আবার কেউ ভালো কবিতা লিখতে পারে। কেউ আবার গল্প লিখতে পারে। এরকম ভাবেই একজনের মধ্যে একেক প্রতিভা। তাই জন্য আমাদেরকে চেষ্টার মাধ্যমে নিজের ভেতরে থাকা প্রতিভার প্রকাশ করতে হবে। আর নিজের মধ্যে থাকা বোকামিগুলো দূর করতে হবে। সীমাহীন বোকামিকে নিজের মধ্যে না রাখাই ভালো। যেটা আমাদের জন্য ভালো সেটাকেই রাখতে হবে নিজের মধ্যে। আমাদের সবার উচিত তোমাদের ভেতরে থাকা প্রতিভাকে জাগ্রত করা।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 
![1000192727.jpg]()

1000192730.jpg

1000192738.jpg

 10 days ago 

আমি মনে করি মানুষের মধ্যে বোকামিটা সব থেকে বেশি, যার কারণে মানুষ কিছু করতে পারে না। তারা তাদের প্রতিভাকে কাজে লাগায় না। প্রত্যেকটা মানুষের উচিত নিজের ভেতরে থাকা প্রতিভা কাজে লাগানো এটা আমি নিজেও মনে করি। একেকজন একেক কাজে দক্ষ। অনেক সুন্দর একটা বিষয় নিয়ে তুমি লিখেছ আজকের এই পোস্ট। তোমার পোস্ট পড়লে অনেকেই উৎসাহিত হবে।

 8 days ago 

আমি নিজেও মনে করি প্রতিভাকে বেশি করে কাজে লাগানো উচিত। আমার পুরো পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96366.04
ETH 3708.41
USDT 1.00
SBD 3.86