ভ্রমণ : মুছাপুর ক্লোজার দেখতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 months ago

Abb 5 অক্টোবর শনিবার 2024 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240904_173450.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240904_174024.jpg

আসলে ইতিমধ্যে আপনারা সবাই জানেন মুছাপুর এর ক্লোজারটি ভেঙ্গে গিয়েছে। যখন ফেনী জেলার মধ্যে বন্যায় আক্রমণ করেছিল তখন মুছাপুর ক্লোজারের কথা সবাই শুনতে পেরেছেন। এটি ভাঙার কারণে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে। বাড়িঘর সবগুলো নদীর মাঝে বিলীন হয়ে গিয়েছে। এই বিষয়টার জন্য আমার অনেক বেশি খারাপ লাগে। এজন্য কিছুদিন আগে ক্লোজারটি দেখতে গিয়েছিলাম।

20240904_174225.jpg

এটি দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছিল। এ জায়গাটা দিয়ে জোয়ার আসা-যাওয়া করত। জোয়ার যখন আসতো তখন গেট বন্ধ থাকতো। আবার যখন জোয়ার চলে যেত তখন গেটটা খুলে দিত। কিন্তু বন্যার সময় অতিরিক্ত পানির স্রোত থাকার কারণে, মুছাপুর ক্লোজার টি ভেঙ্গে গিয়েছে। এজন্য বর্তমানে অনেক বাড়িঘর নদীতে চলে যাচ্ছে।

20240904_173736.jpg

মুছাপুরের আশেপাশের জায়গাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। যখন জোয়ার আসে তখন অনেক বড় বড় মাটি পানিতে বিলীন হয়ে যায়। আশেপাশের গাছপালা গুলো নদীর মধ্যে চলে যাচ্ছে। খুবই ছোট একটি নদী অনেক বড় নদীতে পরিণত হয়েছে। যাওয়ার পথে রাস্তা ইতিমধ্যে নদীতে চলে গিয়েছে। আসলে আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তা ভালো ছিল কিন্তু কয়েকদিন পরে এই রাস্তাটাও নদীতে ভেঙে গিয়েছে। এখন সেখানে যেতে হলে অনেক দূর ঘুরে যেতে হয়।

20240904_173445.jpg

আমি যখন নদীটি পরিদর্শন করতে গিয়েছিলাম। তখন দেখে অনেক বেশি খারাপ লেগেছিল। আসলে একটা সময় আমরা শুধু ঘুরাঘুরি করতে যেতাম। জায়গাটি এত বেশি সুন্দর যা বলে বোঝাতে পারবো না। কিন্তু এমন দুঃখের সময়টা দেখে আসলে অনেক খারাপ লেগেছিল। নদীটা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। আমার মনে হয় দীর্ঘদিন এভাবে থাকলে , যদি সংস্কার করা না হয় তাহলে নদীটি বিলীন হয়ে যাবে।

20240904_173434.jpg

আসলে এবছরের মধ্যে যদি মুছাপুর ক্লোজার টি তৈরি করা না হয় তাহলে এ বছরের মধ্যে লক্ষ লক্ষ পরিবার বাড়ি ছাড়া হবে। আমরা এর কিছুদিন আগে কয়েকটি বাড়ি দেখতে গিয়েছিলাম। অনেকগুলো বাড়ি ইতিমধ্যে নদীতে ভেঙে গিয়েছে। আবার অনেকগুলো বাড়ি ভেঙে যাওয়ার কাছাকাছি। আসলে দুঃখী পরিবারগুলোর কথা ভাবলে অনেক বেশি কষ্ট লাগে। ঘুরতে গিয়েছিলাম সত্য কিন্তু নদীর পরিস্থিতি দেখে অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল।

20240904_173432.jpg

আসলে এমনটা কখনোই হওয়ার কথা ছিল না । যদি নদীটা না ভাঙতো। ভাঙার কারণে লক্ষ লক্ষ পরিবার আজ বাড়ি ছাড়া। আসলে ঘুরতে গিয়ে এমন পরিস্থিতি দেখে অনেক বেশি খারাপ লেগেছে। ট্রাভেলিং পোস্টগুলো যদি আনন্দময় হয় তাহলে অনেক ভালো লাগে। কিন্তু এবারের ট্রাভেলিং পোস্টটা হলো দুঃখময়। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই গেট তৈরি হয়ে যায়। লক্ষ লক্ষ পরিবার যেন ভালোভাবে বাড়িতে থাকতে পারে।

20240904_173429.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এভাবে প্রতিনিয়ত যদি ভাঙতে থাকে তাহলে দেশের বড় আকারে ক্ষতি হয়ে যাবে। কারণ নদী ভাঙ্গনের কারণে অনেক মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যায় হয়ে যায় নিঃস্ব। মুসাপুরের এমন অবস্থা দেখে সত্যি খুবই খারাপ লাগলো।

 3 months ago 

হ্যাঁ প্রতিনিয়ত এভাবে ভাঙতে থাকলে দেশের অনেক ক্ষতি হবে।

 3 months ago 

নদী ভাঙ্গতে ভাঙ্গতে নদী গ্রাম বাংলা একদম শেষ। আপনি তো শুনেই চলে গেলেন দেখতে মুছাপুর ক্লোজার। আসলে এমন সময় কি আর ঘরে বসে থাকা যায়? বেশ সুন্দর করে গুছিয়ে কথা গুলো শেয়পার করেছেন্। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

নদীর আশেপাশের গ্রাম একেবারে নষ্ট হয়ে গিয়েছে। সব দিতে তলিয়ে গিয়েছে।

 3 months ago 

আসলে খুব তাড়াতাড়ি যদি আরেকটা ক্লোজার তৈরি না করা হয়, তাহলে আরো অনেক ঘরবাড়ি নদীতে তলিয়ে যাবে। নদী ভাঙ্গনের কারণে অনেক পরিবার আসলেই ঘর ছাড়া হয়েছে। এইসব কিছুর জন্য যদি তাড়াতাড়ি কোনোরকম পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে আরো বেশি ধ্বংস হবে সবকিছু।

 3 months ago 

হ্যাঁ বর্তমানে অনেক পরিবার ঘরছাড়া হয়েছে। আর পরবর্তীতেও মনে হয় হবে।

 3 months ago 

মুছাপুর ক্লোজার ভেঙ্গে গিয়েছিল বন্যার মধ্যে শুনেছিলাম কিন্তু দেখি নাই। আপনার পোষ্টের মাধ্যমে কিছু ফটোগ্রাফি দেখে এবং জানতে পেরে ভালো লাগলো। তবে নদীটা ভাঙার কারণে অনেক মানুষের অনেক সমস্যা হয়েছে। অনেকজন আর বাড়িঘর হারাতে হয়েছে। আশা করছি খুব দ্রুত গেটটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

যাদের বাড়ি নদীর আশেপাশে তাদের অনেক বেশি ক্ষতি হয়েছে।

 3 months ago 

মুছাপুর ক্লোজার দেখতে যাওয়ার অনুভূতি জানতে পেরে ভালো লাগলো। তবে এটা জানতে পেরে খারাপ লাগছে সেখানে অনেক ভাঙ্গন হচ্ছে যদি বাঁধ তৈরি করা হয় তাহলেই এলাকাবাসী রক্ষা পাবে। ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 months ago 

হ্যাঁ এখন তো দেখছি অনেকেই অনেক জায়গায় বাঁধ তৈরি করছে।

 3 months ago 

মূছাপুর ক্লোজারটি ভেঙ্গে গিয়েছে যেন অনেক খারাপ লাগলো। সত্যি ভাইয়া কোথাও ঘুরতে গেলে এমন অবস্থা দেখলে অনেক খারাপ লাগার কথা।তবে সবার উচিত তারাতাড়ি ক্লোজারটি ঠিক করে নেওয়া। সবাই যেন সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে সেই দোয়া করি। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

জ্বী আপু তাড়াতাড়ি ক্লোজার টা ঠিক না করলে আরো অনেক ক্ষতি হবে।

 3 months ago 

নদীর কারণে জমি জায়গা ভেঙ্গে যদি নিঃস্ব হয়ে যায় মানুষ তাহলে কতটা বেদনাদায়ক আর কতটা কষ্টের বিষয় একমাত্র তারাই অনুভব করতে পারে, যারা আজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসাপুর এলাকা তো নদীর কারণে অনেক ভেঙে গেছে দেখছি। আসলে অসময়ের বৃষ্টি বন্যায় মানুষের খুব ক্ষতি করে ফেলেছে। কি আর করা যাবে ভাই এখন নদীর কারণে যদি মানুষ নিঃস্ব হয় কিছু করার নেই, তবে দেশের সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে ভালো হয়।

 3 months ago 

এই বন্যা খুব ক্ষতি করে ফেলেছে এটা ঠিক বলেছেন। এটাই কামনা করে যেন সবকিছু ঠিক হয়।

 3 months ago 

আসলে ভাইয়া ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো হয়। আপনি দেখতেছি মুছাপুর ক্লোজারটি দেখতে গেলেন। আসলে এই নদীটি ভেঙ্গে যাওয়ার কারণে অনেক পরিবারের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে নদী এলাকায় মানুষগুলোর জন্য অনেক বিপদ এখন। আগে এই মুছাপুর জায়গাটিতে দূর দূরান্ত থেকে মানুষ যেত দেখতে। আসলে সত্যি এই ক্লোজারটি ভেঙ্গে নষ্ট হয়ে গেছে শুনে নিজের কাছে খারাপ লাগছে।

 3 months ago 

হ্যাঁ নদীর এলাকার মানুষগুলোর অনেক বেশি বিপদ। আমার নিজেরও তো অনেক বেশি খারাপ লেগেছে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26