বাংলাদেশ বনাম ভারত কানপুর টেস্ট। দ্বিতীয় দিন। ২৯ সেপ্টেম্বর ২০২৪।
আসসালামু আলাইকুম।
প্রিয় পাঠকগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম।আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
কানপুর টেস্টে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়ার। বৃষ্টির জন্য একটি বল ও মাঠে গড়াইনি দ্বিতীয় দিন। বাংলাদেশ সময় দুপুর 2:30 মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। সকাল থেকেই কানপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফিরে গিয়েছে বাংলাদেশ ও ভারতীয় দল। গতকাল রাত থেকেই কানপুরে বৃষ্টি। বৃষ্টি থামলেও মাঠ থেকে কাভার সরানো হয়নি। তবে মাঠকর্মীরা অনেক চেষ্টা করছে অন্তত একটি সেশন খেলা করানোর জন্য। বিগত তিন বছর ধরে এই কানপুর স্টেডিয়ামে কোন আন্তর্জাতিক ম্যাচ হয় না। খেলা দেখার জন্য স্থানীয় দর্শকরা চাতক পাখির মত বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে চলে এসেছে।
মাঠ থেকে যখন কাভার সরানো হচ্ছিল তখন আনন্দে করতালি দিচ্ছিল গ্রীন পার্ক স্টেডিয়ামের দর্শকরা। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি দর্শকদের। বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে আবারো বৃষ্টি শুরু হয়। সার্বিক সব কিছু বিবেচনা করে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে দায়িত্বরত আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে। প্রথম দিনও বৃষ্টির জন্য ৩৫ ওভারের বেশি খেলা করানো সম্ভব হয়নি। প্রথম দিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। বৃষ্টির শঙ্কায় রয়েছে তৃতীয় দিন।
প্রিয় পাঠকগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.