ঐতিহ্যবাহী বলুহ মেলায় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। পর্ব ০৪

in #newcomer13 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
চলুন শুরু করা যাক চতুর্থ পর্ব,

IMG_4392.jpeg

আমরা তিন বন্ধু টিকিটের জন্য অপেক্ষা করছি। সেখানে অনেক লোকজন ছিল প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড়। পা ফেলার জায়গা ছিল না। এজন্য টিকিট পেতে অনেক সময় লেগেছিল। আমার এক বন্ধু টিকিট নিয়ে আসলো। এরপর আমরা সেই রাইডে উঠলাম। এই রাইডকে বলা হয় নৌকা রাইড। এটা দেখতে অবিকল নৌকার মতো। মেশিন চালিত ইঞ্জিন এর মাধ্যমে এটাকে ঘোরানো হয়। এই রাইডটা অনেক মজার ছিল। তবে যাদের মনের মধ্যে সাহস কম তাদের জন্য এই রাইডে ওঠা মোটেও উচিত নয়। এই রাইড থেকে নেমে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আশেপাশে আরো অনেক রাইড ছিল কিন্তু সেগুলো আমাদের মত প্রাপ্ত বয়স্কদের জন্য নয়। সেগুলো ছিল ছোট বাচ্চাদের জন্য।

IMG_4403.jpeg

এরপর আমরা দেখলাম আমাদের সামনে একজন ব্যবসায়ী আরেকটি মজার খেলার পরসা সাজিয়ে বসেছে। খেলাটি হলো বন্ধুকের গুলির মাধ্যমে বেলুন ফাটানো। চারটি করে গুলি মেরে চারটি বেলুন ফাটাতে হবে বিনিময়ে সেই দোকানিকে ২০ টাকা দিতে হবে। আমরা তিন বন্ধু মিলে সেই খেলাটা করলাম। তবে আমাদের প্রত্যেকের নিশানাই সঠিক ছিল আমরা সবাই বন্দুকের গুলি দিয়ে বেলুন ফাটাতে পেরেছি। খেলাটি অনেক চমৎকার ছিল আমরা তিনজন মিলে তো খুব ইনজয় করেছি এবং আমাদের কাছে অনেক ভালো লেগেছে। প্রিয় বন্ধুগণ আপনারা যদি কখনো মেলায় ঘুরতে যান তাহলে অবশ্যই এই মজার খেলাটি খেলবেন।

IMG_4401.jpeg

IMG_4400.jpeg

যেহেতু আমাদের মত প্রাপ্তবয়স্কদের জন্য সে রকম রাইড ছিল না তাই আমরা আশেপাশের রাইডগুলো ঘুরে ঘুরে দেখলাম। আমরা সেখানে আরো কিছুক্ষণ সময় ঘুরলাম। মেলা আরো ঘুরে ঘুরে দেখার জন্য আমরা সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হলাম।

চলবে....
ইনশাল্লাহ আবার দেখা হবে পঞ্চম পর্বে।

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65834.12
ETH 2676.99
USDT 1.00
SBD 2.89