প্রকৃতির অপরূপ দৃশ্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা❣️❣️

আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আজকে আমি আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন কোন পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি করে থাকি আমি। যদি ওই কমিউনিটিতে অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে। তাদের ফটোগ্রাফি গুলো আসলেই মনোমুগ্ধকর।

প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। আমি সুযোগ ফেলেই আকাশের,ফুলের ও সবুজ গাছপালার ইত্যাদির ফটোগ্রাফি করি। আমার কাছে আমার করা অনেকগুলো ফটোগ্রাফি সংরক্ষিত আছে। সকালে ঘুম থেকে উঠে বাহিরে হাঁটতে গেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি ও তা ক্যামেরা বন্দী করি। সে সংরক্ষিত ফটোগ্রাফি গুলোর থেকে আজকে কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফি নংঃ ১

লতা পাতা দৃশ্য

  • সূর্য উদয় হচ্ছে এবং চারিদিকে অন্ধকারাচ্ছন্ন ঠিক সেই মুহূর্তেই ছবিটি ক্যাপচার করা। সকালে পাখিরা কিচিরমিচির ডাকছে, সূর্যমামা জেগে উঠছে, প্রকৃতি আলোকিত হচ্ছে , এ সময়ের গ্রামীণ দৃশ্য দেখতে বেশ ভালো লাগে ।

IMG-20230619-WA0002(1).jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ২

আমের মুকুল

  • বেশ কিছুদিন আগেই ছবিটি ক্যাপচার করেছিলাম। যখন আম গাছে মুকুল হয়েছে তখনই এই ছবিটি ক্যাপচার করলাম।

GridArt_20230618_145328922.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৩

বিলাতি ধনিয়া

  • আমাদের বাগানে বিলাতি ধনিয়া প্রচুর পরিমাণে রয়েছে। আর বিরতি ধনিয়া গেছো ছোট ছোট ফুল হয়েছে। এই ফুল থেকেই আবার ধনিয়া পাতা তৈরি হয়।

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৪

লারকি চুলায় আগুন

  • গ্রামে প্রায় সব জায়গায় লারকি চুলা দেখা যায়। সাধারণত ইলেকট্রনিক চুলা বা গ্যাস সংযোগকৃত চুলার থেকে হলে আর কি চুলার রান্না দ্বিগুন মজা হয়ে থাকে। যাই হোক সোনালী রঙের আগুন গুলো দেখে বেশ ভালো লেগেছিল ঠিক তখনই ক্যামেরাবন্দি করলাম।

GridArt_20230618_150546031.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৫

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৬

করলার ফুল

  • আমার কাছে ব্যক্তিগতভাবে করলার ফুল ভীষণ ভালো লাগে। হলুদ রঙের ছোট ছোট ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে।

GridArt_20230618_145204065.jpg
অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৭

GridArt_20230618_145301408.jpg

অবস্থান

ফটোগ্রাফি নংঃ ৮

জবা ফুল

  • ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। রক্ত জবা ফুল বেশ কমন একটি ফুল। তবে এ রক্ত জবা ফুল আমার বেশ পছন্দের।

GridArt_20230618_150555889.jpg

অবস্থান

ফটোগ্রাফি ডিভাইসঃ Samsung Galaxy F23

ফটোগ্রাফারঃ

@naimuu

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰❣️🥰
Sort:  
 last year 

প্রকৃতির প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। সকালে সূর্য উঠার দৃশ্য তো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ফুলের ছবিগুলো দুর্দান্ত হয়েছিল আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সূর্যোদয়ের দৃশ্যটি আমার নিজের একটু বেশি পছন্দের। ফুলের ছবিগুলো আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ভাইয়া।

 last year 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপু আপনার ফটোগ্রাফি করা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির অপরূপ দৃশ্যের ফটোগ্রাফি দেখতে সব সময়ই ভীষণ ভালো লাগে। প্রথমের ফটোগ্রাফি টি জাস্ট অসাধারন লাগতেছে। বাকি সব ফটোগ্রাফি গুলো ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

প্রকৃতি ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে। যেন প্রকৃতির সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি।


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

আপনাকে দেখছি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 last year 

চমৎকার মন্তব্যটির জন্য ধন্যবাদ।

 last year 

প্রকৃতির কিছু অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপনার ফটোগ্রাফি গুলা দেখে খুবই ভালো লাগলো।।
প্রতিনিয়ত এই ফটোগ্রাফি পোস্ট দেখলেই আমি থমকে দাঁড়িয়ে যাই কেননা একটি পোষ্টের মাধ্যমে অনেকগুলো আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়।।

 last year 

একদম ভাইয়া আমিও এরকম ফটোগ্রাফি পোস্ট দেখলে থমকে দাঁড়িয়ে যাই। কেননা একেকটা ইউজার একেক ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকে যা আসলে দেখতে বেশ ভালো লাগে ‌

 last year 

একদম আপু আমিও আপনার মতো যেখানে যায় সেইখানেই ফটোগ্রাফি করার জন্য ব্যস্ত হয়ে পড়ি।আর এমন প্রাকৃতিক দৃশ্য হলে তো কোনো কথাই নেই। আপু অনেক সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি করেছেন। আমার কাছে সত্যি খুব দারুণ লেগেছে। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

একদম,,
যেখানেই যাব না কেন প্রথম কাজ হল ফটোগ্রাফি করা। ফুল প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করা।

 last year 

প্রকৃতির অপরূপ দৃশ্যের অসাধারণ একটা ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার তোলা এত সুন্দর সুন্দর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে আমি তো একেবারেই মুগ্ধ। আমি ফটোগ্রাফি করতে এবং দেখতে খুবই পছন্দ করি। প্রথম, চতুর্থ এবং অষ্টম নাম্বার ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে। সেই সাথে ৬ নম্বর ফটোগ্রাফিটা অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। বর্ণনা সহকারে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 last year 

আপনি যে ফটোগ্রাফি গুলো উল্লেখ করেছেন সেই ফটোগ্রাফি গুলো আমার একটু বেশি। আমার এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে আপনাকে মুগ্ধ করাতে পেরে বেশ ভালো লাগলো।

 last year 

আপনি খুব সুন্দর করে প্রাকৃতি অপরূপ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগলো। সকালবেলা হাঁটতে হাঁটতে খুব সুন্দরী করে থাকেন। তবে আপু আপনি ঠিক বলেছেন গ্যাসের আগুনের চেয়ে লারকি চুলার আগুনের তরকারি গুলো খেতে দ্বিগুণ মজা হয়। খুব সুন্দর ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার কাছেও গ্যাস বাই ইলেকট্রনিক চুলার থেকেও লারকি চুলার তরকারি খেতে দেখুন মজা লাগে। বেশ ভালো লাগলো।

 last year 

প্রকৃতির পরিবেশে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আসলে এমন পরিবেশে কিছুক্ষণ অবস্থান করতে পারলে খুবই ভালো লাগতো। হলুদ ফুলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে।

 last year 

প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় অতিবাহিত করলে বেশ ভালো লাগে। মনটা বেশ ফুরফুরে হয় । খুব সুন্দর সময় উপভোগ করা যায় । যাই হোক ধন্যবাদ এই অসাধারণ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62249.58
ETH 2435.15
USDT 1.00
SBD 2.67