স্বরচিত কবিতা// "নিয়তি"

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুয়ালাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

  • আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে হাজির হয়েছি।আমার আজকের কবিতার নাম হচ্ছে "নিয়তি"।
  • এই পৃথিবীতে প্রতিটি মানুষ খুবই বিচিত্র। আজ প্রত্যেকের আলাদা আলাদা নিয়তি অর্থাৎ ভাগ্য। পৃথিবীতে পাঠানোর পূর্বে সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সেই ভাগ্য সম্পর্কে কোন মানুষই অবগত নয়। এক মিনিট পর কি হবে সেটিও কেউ জানে না।। কিন্তু কোন কোন মানুষের ভাগ্যটা এতটাই ভালো হয়েছে যারা দুর্ভাগ্যে পড়ে আছে তাদের ঈর্ষা হয়। আর নিয়তি এমন একটি জিনিস যা বদলানো কোন মানুষের পক্ষে সম্ভব নয়। এই নিয়তির কারণে কত মানুষের জীবন কত চক্রা কারে ঘুরছে তা বলা মুশকিল। কখনো কখনো কিছু পরিস্থিতিতে মানুষ নিয়তি কে মেনে নিয়েই চলতে হয়। এমনি চিন্তাধারা থেকে আজ একটি কবিতা লিখেছি চলুন কবিতাটি পড়ে নেয়া যাক।

20220826_195114.jpg

নিয়তি

মরিয়ম লোপা

সন্ধ্যা তারা যখন ক্লান্ত হয়ে নিভু নিভু করে জ্বলে
তখন নিজেকেও খুব ক্লান্ত মনে হয়।
চাঁদের উপর যখন এক খন্ড মেঘ ভেসে বেড়ায়
তখন মৃদু হেসে চোখ বুজে থাকি।
কেননা এটাই তাদের চলার নিয়ম
এটাই নিয়তি।।

কারো চলার পথ সুগম নয়
আবার কেউ হোঁচট খেতে খেতে বড় হয়
কারো কাছে কাঁটার আঘাত ও সহনীয়
কারো কাছে ফুলের আঘাতে যন্ত্রণাময়
এটাই নিয়তি।।

কেউ দুর্গম পথ পাড়ি দেয় নির্দ্বিধায়
কিউবা পথ চলতে না চায় পিছলে পড়ার ভয়ে
কেউ মৃত্যুর সাথে আলিঙ্গন করে খুব সহজে
কেউবা হাজার বছর বাঁচার আকুতিতে কাতরায়
এটাই নিয়তি।।

যে যেমনই গঠন করতে যাক না তার জীবন
নিয়তিই চলে তার পথে করে আপন
কেউ মানুক আর না মানুক
এটাই নিয়তি।।

🌺 আশা করি আমার আজকের কবিতা টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 2 years ago 
মানুষের বিচিত্রতা দিন দিন বেড়েই চলেছে। আপনার কথার সাথে আমি একমত যে মানুষের নিয়তি কেউ পরিবর্তন করতে পারবে না। আপনার নিয়তি কবিতা পড়ে খুব ভাল লেগেছে। বাস্তব কিছু কথা এখানে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু।
 2 years ago 

নিয়তির কাছে আমরা বড়ই অসহায়। মানুষের বিচিত্রতা দিন দিন বেড়েই চলেছে একদম ঠিক বলেছেন আপনি। মানুষ চেষ্টা করেও তার নিয়তির পরিবর্তন করতে পারবেনা। আর এটাই হয়তো বাস্তব কথা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

প্রতিটা মানুষের ভাগ্য আলাদা। সৃষ্টিকর্তা কার ভাগ্যে কি লিখে রেখেছেন কেউ জানেনা। নিয়তি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় বুঝা বড় মুশকিল। আপু আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু প্রত্যেকটি মানুষের ভাগ্য আলাদা আলাদা।কার ভাগ্যে কি আছে কেউই জানে না। সৃষ্টিকর্তা মানুষের জন্মের আগ থেকেই ভাগ্য নির্ধারণ করে রেখেছে। নিয়তি কাকে কোথায় নিয়ে দাঁড় করায় বোঝা মুশকিল ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এত কিছু করার পরও মানুষের নিয়তি বা ভাগ্যের উপর কোন হাত নেই। প্রতিটি মানুষের নিয়তি হচ্ছে আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। একমাত্র সৃষ্টিকর্তা বলতে পারবে কার ভাগ্যে কি আছে। আপু কবিতা টা পড়ে দারুন লাগলো। সবমিলিয়ে ভালো লিখেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন মানুষ শত চেষ্টা করেও তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। চেষ্টার মাধ্যমে হয়তো সে তার নিজ কর্মস্থলে পৌঁছাতে পারে কিন্তু তার ভাগ্যে সেটা লিখাই ছিল। এভাবে প্রত্যেকটি মানুষের নিয়তি তাকে তার গন্তব্যে পৌঁছে নিয়ে যায়।

 2 years ago 

আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যান্ত দক্ষতার সহকারে কবিতার প্রতিটি ছন্দ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে এই লাইন গুলো আমার হৃদয় ছুঁয়ে গেলো।

কেউ দুর্গম পথ পাড়ি দেয় নির্দ্বিধায়
কিউবা পথ চলতে না চায় পিছলে পড়ার ভয়ে
কেউ মৃত্যুর সাথে আলিঙ্গন করে খুব সহজে
কেউবা হাজার বছর বাঁচার আকুতিতে কাতরায়
এটাই নিয়তি।

আসলে আমাদের ভাগ্যকে মেনে নিয়ে বাস্তবতা সাথে তাল মিলিয়ে জীবন অতিবাহিত করতে হয় এইটাই প্রকৃত সত্য। নিয়তির বিষয়টা খুবই অদ্ভুত। নিয়তির কারণে কেউ দুঃখের সাগরে ভেসে যায় সারা জীবন। আবার নিয়তির কারণে কেউ সুখের মোহনায় ঘুরপাক খায়। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলে ভাই আমার কবিতার মাধ্যমে আমি মানুষের চেষ্টা আর ভাগ্য তুলে ধরার চেষ্টা করেছি। মানুষ দুর্গম পথ পাড়ি দিতে পারে ।আবার কেউ মৃত্যুকে ভয় পেয়ে সহজ কাজকেও কঠিন করে ফেলে। এতে করে কিন্তু তার ভাগ্য বদলায় না তার ভাগ্যে যা কিছু লেখা ছিল তাই হয়।

 2 years ago 

আসলে নিয়তি ভালো এমন একটি জিনিস যা কেউ বদলাতে পারে না ৷ তবে কার জীবন কি আছে তা জানতে বা বলতে পারে না ৷ তাই বলা যায় নিয়তির কাছে আমরা সবাই অসহায় ৷
দারুন একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপু ৷

 2 years ago 

নিয়তির খেলা বোঝা বড়ই মুশকিল। নিয়তি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা কেউ জানে না ।এক মিনিট পর কি হবে সেটাও মানুষের অজানা। আর তাই মানুষকে নিয়ে থেকে মেনে নিয়েই বাঁচতে হয়।

 2 years ago 

সত্যি আপু আমাদের জীবন বড়ই বিচিত্র। প্রত্যেকটি মানুষের নিয়তি আলাদা আলাদা। মানুষের নিয়তি নির্ধারণ করা আছে। আমরা কেউ জানিনা কি আছে ভাগ্যে। ভাগ্য নির্ধারণ আমাদের সবসময় অজানা। নিয়তির খেলা কেউ বদলাতে পারে না। আপু আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 2 years ago 

আসলে আপু কার ভাগ্যে কি আছে কেউ কিছুই জানে না তবুও মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। কারো ভাগ্য সারা জীবন খারাপ থাকে। আর কারো ভাগ্য ভালো থাকে এটাই হয়তো নিয়তির খেলা।

 2 years ago 

আপু আপনি নিয়তি নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে নিয়তি জীবনের নিয়তেই চলে। কেউ কাটার হাজার ফোড় সহ্য করতে পারে । আবার কেউ ফুলের কোমল স্পর্শ সহ্য করতে পারে না। আপনাকে ধন্যবাদ সুন্দর এ কবিতার জন্য।

 2 years ago 

আপু আমি কবিতা লিখতে পছন্দ করি। তাই মাঝে মাঝেই বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আজ এই বিষয়টি আমার খুব মনে পড়ল তাই এই কবিতাটি লিখে ফেললাম। নিয়তি কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারেনা। নিয়তির বোঝা বড়ই মুশকিল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এই পৃথিবীতে প্রতিটি মানুষই খুবই বিচিত্র। আপনি যেরকম কবিতা লিখেছেন এরকম কবিতাগুলোর মাধ্যমে অনেক কিছুই তুলে ধরা যায়। ঠিকই পৃথিবীতে পাঠানোর পূর্বে সৃষ্টিকর্তা সকল মানুষের নিয়তি নির্ধারণ করে দিয়েছে। যাইহোক কবিতার প্রত্যেকটি লাইন কিন্তু খুবই ভালো লিখেছেন। এরকম কবিতা গুলো পড়তে একটু বেশি ভালো লাগে আর কি। আমাদের ভাগ্যে কি লেখা আছে তা আমরা কেউই জানিনা। নিজের ভাগ্য কখনো নিজেই নির্ধারণ করা যায় না।যাইহোক এত সুন্দর একটি কবিতা লিখে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি আসলে কবিতা লিখতে পছন্দ করি। কবিতার মাধ্যমে আমি বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করি। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ভাগ্য আলাদা আলাদা ।সৃষ্টিকর্তা আগে নির্ধারণ করে দিয়েছেন আমরা হয়তো কিছুটা চেষ্টা করতে পারি এর বেশি কিছু নয়।

 2 years ago 

কবিতাটি বাস্তবের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। আপনার স্বরচিত কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি বাস্তবতার সাথে মিল রেখে কবিতাটি লিখেছি। আর আমার কবিতার শব্দ আমি সহজ ভাবে বেছে নিয়েছি যাতে সকালেই পড়ে বুঝতে পারে। কবিতার মাধ্যমে আমার আবেগ অনুভূতি গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62