The Diary Game | 14-10-2022 | Better_Life,Happiness is The Simply Life.

in Steem For Bangladesh2 years ago
দিনলিপির সুখ সম্বলিত জীবন।
আসসালামু আলাইকুম। প্রিয় স্টিমবাসী আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ ১৪-১০-২০২২ খ্রীঃ আপনাদের সাথে ভাগাভাগি করবো আমার আজকের দিনের একটি বিশেষ অংশের কার্যক্রম।

প্রথমত সকালের নামাজের পর,আমাদের গ্রামে আমরা যে,একটা প্রতিবছর তাফসীর মাহফিল করি,এই বারও সেটির দিন ধার্য্য করা হয়েছে,সময় আর বেশিদিন না থাকায় আমরা চেষ্টা করতেছি,কাজগুলা গুছিয়ে নেওয়ার।

এর ধারাবাহিকতায় আমরা আজ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য,সম্মিলিত হলাম অপেক্ষা করলাম কয়েকজনের জন্য,কিন্তু সবাইকে পাইনি সত্যিকারের অর্থে,এখন সামাজিক বা ধর্মীয় কাজের জন্য নিবেদিত মানুষ পাওয়া খুব কষ্টের। তাই আজ আমাদেরও কয়েকজনের জনে অনেক্ষণ বসে থাকার পরও আমরা তাদের দেখা পাইনি।

মুলত কথা হচ্ছে এরা সহজে উপস্থিত হয়না,এটাই সমস্যা সেলেব্রিটি টাইপের লোকজন।
যাক পরে আমরা যারা,কয়েকজন ঐক্যবদ্ধ হলাম তারা প্রথমে,নাস্তা করে নিলাম এরপর মিটিং করার জন্য আমার পাশের বাসায়,অর্থাৎ রানিং মেম্বারের বাসায় গেলাম,পরবর্তী প্রদক্ষেপ কি কি হবে সেটার জন্য।

সব সিদ্ধান্ত নিয়ে আমরা চলে গেলাম,যে যার বাসায়।

এখন বাসায় এসে একটা ছোট করে ঘুম দিলাম,যা আমার নিয়মিত রুটিন। এরপর ১২:২০এ উঠে, গোসল করে নিলাম,আযান হলো গেলাম মসজিদে,পবিত্র জুম্মাহ আদায় শেষে যখন বাসায় আসলাম, দেখি আমার ছোট বোন তার বানানো আঁচার আমাকে অফার করলো,যা আমার অতি প্রিয়।
সেগুলা খেয়ে,নিলাম আপনাদের জন্য ছবি তুলে দেখুন,উপভোগ করুন।

এরপর খাওয়াদাওয়া করলাম,এই হলো আমার সাধারণ একটা দিনলিপি,
সবাই ভালো থাকবেন,দোয়া করবেন,সুস্থ্য থাকবেন,আল্লাহ হাফেজ।

20221014_175232_0000.pngDesign by own Canva.
দিনের শুরুতে যা যা করা হলো।
মা'শা'আল্লাহ আমাদের সাধারণত গ্রামের মানুষের দিন শুরু হয়,ফজরের সালাতের মাধ্যমে। আজকেও তার ব্যতিক্রম কিছুই নেই। নামাজের পর আমরা এলাকার কিছু যুব সমাজ বের হলাম, কিছু সামাজিক আর ধর্মীয় কাজ করবো তাই।দেখুন আমাদের এলাকার স্বচিত্র। খুবই চমৎকার, পরিবেশ সম্বলিত গ্রাম।

বিস্তারিত উপরের আলোচনা করবো।

20221014_081803.jpg
20221014_081710.jpg20221014_081748.jpg
Location Source is w3w, Link Here...↑
সাদামাটা নাস্তার ব্যবস্থা।
কিছুক্ষণ কাজের কথা বলার পর আমরা যখন আরেকটা দোকানে গেলাম নাস্তা করার জন্য, তখন দেখা গেলো সকালের নাস্তা প্রায় শেষ অংশে চলে গেছে। যেহেতু আমরা একটু অন্যকাজে ব্যস্ত ছিলাম,এটা স্বাভাবিক ঘটনা নাস্তা শেষ হয়ে যাবে এটি।

তারপরও যা পেলাম আপনারা দেখেন,এ নিয়ে বিস্তারিত মূল পার্টে আলাপ করবো।

20221014_081842.jpg20221014_081903.jpg20221014_081944.jpg
20221014_081959.jpgআমাদের কক্সবাজার আঞ্চলিক ভাষায়"বাগগুলা"

আজকের কর্মযজ্ঞ

20221014_082928.jpg20221014_082951.jpg
Location Source is w3w, Link Here...↑
জুম্মার নামাজের পর,ছোটবোনের চমক।
যখন জুমার পর বাসায় ফিরি,আমার ছোট বোন রীতিমতো আমাকে চমকে দিলো,এই চমৎকার আঁচার বানাই খাওয়ালো আমি তো অনেক ফ্যান,এই যে, ঝাল আঁচারের প্রতি আমি খুবই দুর্বল। যা আমাকে খুব টানে। এটার মূল কাহিনী আলাপ করবো মূল অংশে।

চলনু শুরু করা যাক...↑

20221014_140832.jpg20221014_140823.jpgতেতুল আর বড়ই মিশ্রিত আঁচার
20221014_143423.jpgফ্যাশন ফ্রুটস,গ্রামের আনার গুলা
20221014_144055.jpg20221014_143834.jpg

লেবুর রস আর আনারগুলার মিশ্রণ।

Location Source is w3w, Link Here...↑
Sort:  
 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

The community is invited to participate in the ongoing contest.
1 🌲TREE PLANTING CONTEST 2nd EDITION 🌲 Plant trees and save the environment.🌲

2 📢 Contest || Best Community Engagement User Award || WEEK 1 || Win 10 TRX Every Week.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI9.0
Period14/10/22
Transfer to Vesting 18.457 STEEM
Cash Out
0
Result#Club75

Determination of #Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

 2 years ago 

ভাইয়া অংশ নেওয়ার চেষ্টা করবো।

ভাই আপনি এটা কি শরবত তৈরি করেছেন। আমি মেলায় ভ্রমণ করতে গেলে আচার সংগ্রহ করি আচার ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া এইটা আমি না,ছোট বোনের বানানো টক ঝাল।

 2 years ago 

লেবুর রস আর আনারগুলার মিশ্রণ গুলা আমি কখনো খাইনি ভাই তাই বেশ খেতে মন চাচ্ছে ভাইয়া।অনেক সুসাদু মনে হচ্ছে ভাই।যাইহোক আপনার আজকের দিনটা অনেক সুন্দর ভাবে কাটাইছেন।ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি পোস্ট করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সাপোর্ট দেওয়ার জন্য।
পাশে থাকবেন।

 2 years ago (edited)

আপনার এই পোস্টে আশ্চর্য জনক ভাবে দুটি খাবার রয়েছে। যার মধ্যে একটি শরীরের জন্য ক্ষতিকর । এবং অপরটি শরীরের জন্য উপকার। কিন্তু আপনি শুনলে অবাক হবেন। যে খাবারটি শরীরের জন্য ক্ষতিকর সেই খাবারটি আমার পছন্দের। সেটি হলো তেলে ভাজা আলুর চপ। আর যে খবরটির উপকারী সেটি আমার অপছন্দের আনার মিশ্রিত শরবত। 😄😄😄

 2 years ago 

ভাইয়া এটা আলুর চপ না,পিয়াজু।
পিয়াজু তো শরীরের জন্য ভালো।

 2 years ago 

হ্যা ভালো কিন্তু আমার গ্যস্টিক এর একটু সমস্যা আছে তাই তেলা ভাজা খাবার আমার জন্য ক্ষতিকর । তারপর আমি এই চপ পিয়াজি দেখে নিজেকে সামলাতে পারি না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51