DIY-ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ওয়ালমেট শেয়ার করতে যাচ্ছি। ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই নতুন কিছু করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট সবার ভালো লাগবে।


ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি

IMG_20241008_172610.jpg
Device-OPPO-A15


ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। তবে আজকে সারাদিন এতটাই ব্যস্ততায় কেটেছে যে কোন কিছু তৈরি করার সময় পাচ্ছিলাম না। অন্যদিকে পোস্ট করার মত কিছু খুঁজেও পাচ্ছিলাম না। এরপর ভাবলাম ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করি। আসলে শরীর ভালো না থাকলে কোন কিছু করতে ভালো লাগেনা। কয়েকদিন থেকে এমন অবস্থা হয়েছে শরীর একদম ভালো যাচ্ছে না। তবুও চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ক্লে।
২. কাগজ।

IMG20241008165958.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241008170109.jpg
Device-OPPO-A15
IMG20241008170240.jpg
Device-OPPO-A15


এই ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে কাগজ সুন্দর করে প্রস্তুত করেছি। এরপর সবুজ রংয়ের ক্লে দিয়ে নিচের দিকে ডিজাইন করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20241008170554.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ঘাসের ডিজাইন করার চেষ্টা করেছি। আর সুন্দর করে ঘাস তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20241008170732.jpg
Device-OPPO-A15
IMG20241008170913.jpg
Device-OPPO-A15


এবার সাদা রংয়ের ক্লে দিয়ে মাশরুমের নিচের দিকের অংশ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20241008170946.jpg
Device-OPPO-A15
IMG20241008171107.jpg
Device-OPPO-A15


এবার লাল রঙের ক্লে দিয়ে সুন্দর করে মাশরুম সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে ভাবলাম সাদা রঙের ক্লে ব্যবহার করবো। এরপর ভাবলাম লাল রঙের ক্লে দিলে দেখতে বেশি ভালো লাগবে।


ধাপ-৫

IMG20241008171403.jpg
Device-OPPO-A15


এবার মাশরুমের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য উপরের দিকে সাদা রংয়ের ক্লে ব্যবহার করেছি। আর সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20241008171742.jpg
Device-OPPO-A15
IMG20241008172014.jpg
Device-OPPO-A15


এবার ঘাস ফুলগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য সুন্দর করে ছোট ছোট ফুল তৈরি করেছি। আর এই ওয়ালমেট সুন্দর করে তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20241008_211138.jpg
Device-OPPO-A15


যেহেতু শরীরটা খুব একটা ভালো না তাই বেশি ভালোভাবে তৈরি করতে পারিনি। তবে এরকম ছোট ছোট ওয়ালমেট তৈরি করার পর যদি আঠা দিয়ে দেয়ালে লাগিয়ে রাখা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আর আমি নিজের ভালোলাগার ওয়ালমেট গুলো সব সময় সাজিয়ে রাখার চেষ্টা করি। যাতে করে দেখতে অনেক ভালো লাগে। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট আবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

অনেক ব্যস্ততার মধ্যেও চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু।ক্লে দিয়ে আপনার তৈরি এই ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে।আপনি অনেক পরিশ্রম করেন তাই আমাদের মাঝে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে যাচ্ছেন।তেমনি ভাবে আজকে আপনার তৈরি করা ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে।

 4 months ago 

ব্যস্ততা জীবনের অংশ। তবুও ব্যস্ততার মাঝে চেষ্টা করে যাচ্ছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 4 months ago 

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।ডাই পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।

 4 months ago 

বৃষ্টির দিনের সাথে মিশে যায় এমন একটি ওয়ালমেট দেখলাম। বুঝলাম সিজন আপনার উপর প্রভাব বিস্তার করেছে। দেখতে খুবই কিউট লাগতেছে। ছোটবেলার এমন ব্যাঙ্গের ছাতা তথা মাশরুমের কথা মনে পড়ে গেল।

 4 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। সত্যি ভাইয়া আমাদের ছোটবেলার অনেক স্মৃতি এখনো মনে পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ক্লে দিয়ে খুব সুন্দরভাবে ওয়ালমেট বানিয়েছেন আপু।ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে দেখতে। আপু আপনি আমাদের মাঝে ক্লে দিয়ে একদম ইউনিক একটা ওয়ালমেট তৈরি করার পাশাপাশি খুব সুন্দরভাবে ওয়ালমেট তৈরির ধাপগুলো উপস্থাপন করেছেন । আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আসলেই শরীর ভালো না থাকলে কিছুই করতে ইচ্ছে করে না। তাছাড়া এসব পোস্ট তৈরি করতে বেশ ভালোই সময় লাগে। যাইহোক ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। মাশরুম গুলো দেখতে দারুণ লাগছে। এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমি তো চেষ্টা করছি কাজগুলো করার। কিন্তু পারছি না ভাইয়া। খুবই এলোমেলো হয়ে গেছে সবকিছু।

 4 months ago 

আসলে আপু শরীর ভালো না থাকলে কোন কিছুই করতে ইচ্ছে করে না। দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। তবে আপনার ক্লে দিয়ে বানানো ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর হয়েছে। আর ক্লে দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর হয়।তবে মাশরুমগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

 4 months ago 

ঠিক বলেছেন আপু শরীর ভালো না থাকলে কোন কিছুই করতে ইচ্ছে করে না। আমিও ঠিক মতো নিজের কাজগুলো করতেই পারছি না।

 4 months ago 

আজকে আপনি অনেক সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন আপু। আসলে আমি প্রায় খেয়াল করে দেখি অনেকেই খুব সুন্দর সুন্দর ভাবে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করে দেখায়। বেশি দারুন আইডিয়া দিয়ে তৈরি করেছেন আজকের এই ওয়ালমেট। বেশ ভালো লাগলো এত সুন্দর দেখে।

 4 months ago 

ঠিক বলেছেন আপু অনেকেই সুন্দর সুন্দর কাজ আমাদের মাঝে উপহার দেয়। আর সবার কাজ দেখতে আমার কাছেও ভালো লাগে। তাই আমিও চেষ্টা করেছি।

 4 months ago 

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করলেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে।ক্লে দিয়ে কতকিছুই না করা যায়। নতুন কিছু দেখতে পেয়ে দারুন লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 4 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো।

 4 months ago 

ক্লে দিয়ে জিনিস তৈরি করা খুবই ভালো লাগে। আর এত সুন্দর একটি ওয়ালমেট দেখতে পেয়ে তো আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব সুন্দরভাবে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে শেয়ার করলেন। অনেক ভালো লাগলো দেখে।

 4 months ago 

কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে কোন কিছু তৈরি করার চেষ্টা করি আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62