ফটোগ্রাফি-কয়েকটি লোভনীয় কেকের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। বিশেষ করে খাবারের ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। কয়েকদিন আগে লোভনীয় কিছু কেকের ফটোগ্রাফি করা হয়েছিল। আর আজকে হঠাৎ করে মনে হলো সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করি। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি লোভনীয় কেকের ফটোগ্রাফি:

IMG_20241213_185050.jpg
Device-OPPO-A15
Location


মজার মজার কেক দেখতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে। লোভনীয় সব কেক গুলো যখন দেখেছিলাম তখন ছবি তুলে রেখেছিলাম। আর সুন্দর এই কেক দেখতে খুবই আকর্ষণীয় লেগেছিল। বিশেষ করে ফুল গুলো দেখতে বেশি সুন্দর লাগছিল। এক পাশে যখন ফুল করে সাজিয়ে তোলা হয়েছিল তখন কেকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল এবং আকর্ষণীয় লেগেছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই এই ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20241213_185156.jpg
Device-OPPO-A15
Location


ছোট ছোট পিস করে বিক্রি করা কেকগুলো দেখতে যেমন আকর্ষণীয় ছিল তেমনি সবার খুবই পছন্দের কেক ছিল। এই কেক গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর খেতেও বেশ ভালো লেগেছিল। অসাধারণ কালার কম্বিনেশন আর সুন্দর ডেকোরেশন সবমিলিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল দেখেই তো খেতে ইচ্ছা করছিল। আর ২ পিস কিনে নিয়েছিলাম।


IMG_20241213_185125.jpg
Device-OPPO-A15
Location


সুন্দর কেক দেখতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে আরো বেশি ভালো লেগেছিল। অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছিল। সুন্দর দেখতে কেকগুলো সবাইকেই আকর্ষিত করে। আর ছোট বাচ্চারা এই ধরনের কেক বেশি পছন্দ করে। কেক যদি দেখতে সুন্দর হয় তাহলে খাবারের প্রতি আকর্ষণ অনেক বেড়ে যায়। আর আকর্ষণীয় কেক এগুলো খেতে যেমন ভালো লাগে তেমনি খেতে অনেক ভালো লাগে।


IMG_20241213_185218.jpg
Device-OPPO-A15
Location


দারুন দারুন সব কেকগুলো যখন সাজিয়ে রাখা হয় তখন দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আর দোকানগুলোতে গেলে অনেক রকমের কেক দেখতে পাওয়া যায়। এর আগেও বিভিন্ন রকমের কেকের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল। আজকেও নতুন নতুন সব ফটোগ্রাফি গুলো যখন সামনে চলে এলো তখন এই সুন্দর কেক দেখে এই ফটোগ্রাফি করতে ইচ্ছে করেছিল এবং সুন্দরভাবে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।


IMG_20241213_185256.jpg
Device-OPPO-A15
Location


বিভিন্ন ফ্লেভারের কেক এখন দোকানে পাওয়া যায়। আর এত সুন্দর করে কেকগুলো সাজিয়ে রাখা হয় দেখলেই খেতে ইচ্ছে করে। মিল্ক ফ্লেভার থেকে শুরু করে চকলেট ফ্লেভার সবকিছুই দোকানে পাওয়া যায়। আর বিভিন্ন রকমের কেকগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ডেকোরেশন গুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তাই মজাদার কেকগুলো দেখে ফটোগ্রাফি করেছিলাম।


লোভনীয় সব কেকের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লেগেছিল। তাই তো আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 8 days ago 

এতসব লোভনীয় কেকের ফটোগ্রাফি দেখে আমার তো খেতে ইচ্ছে করছে। কেক খেতে আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি। আর আপনি আমার পছন্দের ফ্লেভারের কেকের ফটোগ্রাফি গুলো পড়েছেন অনেক সুন্দর করে। সবগুলোর থেকে এক পিস এক পিস খেতে পারলে ভালো হতো। খুব সুন্দর করে কেকের ফটোগ্রাফি গুলো করেছেন আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে বেশ কিছু ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার মত আমারও খাবারের ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। কারণ আমি একটু খাবার রসিক তো তাই। যাইহোক আপু আপনার প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে তিন নাম্বার কেকের ফটোগ্রাফিটা সবচাইতে বেশি ভালো লেগেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর লোভনীয় কিছু কেকের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 days ago 

IMG_20241213_222319.jpg
IMG_20241213_222331.jpg
IMG_20241213_222340.jpg

 9 days ago 

আজকে আপনি আমাদের মাঝে বেশ কয়েকটা লোভনীয় কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি ফটো ধারণ করেছেন প্রত্যেকটা লোভনীয় খাবার আর ফটোগ্রাফির সৌন্দর্য যেন মুগ্ধ করল আমার।

 8 days ago 

লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

 9 days ago 

আপু বেশ লোভনীয় কেক এর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার তো দেখেই খুব খেতে ইচ্ছে করছে। আমার কাছে যেকোনো ফ্লেভারের কেক খেতে খুব ভালো লাগে। আপনার প্রতিটা কেক দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই মজাদার। ধন্যবাদ আপু এমন লোভনীয় কেকের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 days ago 

মজার মজার খাবার গুলো দেখতে কেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে ভালো লাগে। কেকের ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে।

 9 days ago 

সত্যিই আপনি দারুন দারুন কতগুলো লোভনীয় কেকের ছবি পোস্ট করে আমাদেরকে লোভ দেখিয়েছেন। এইসব কেকের ছবির মধ্যে বিশেষ করে শেষের কেকের ছবিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত বিভিন্ন ধরনের কেকের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

লোভনীয় কেকগুলো দেখে অনেক ভালো লাগে। আর এই কেকটগুলো দেখেই আমার ছবি তুলতে ইচ্ছে করছিল। তাই তো অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম।

 8 days ago 

কয়েকটি লোভনীয় কেকের ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো এই কেক গুলো দেখে। সত্য কথা বলতে এই ধরনের জিনিস দেখার পরে লোভ সামলানো মুশকিল।

 8 days ago 

লোভনীয় সব কেকের ফটোগ্রাফি করতে অনেক ভালো লেগেছে। আর এই কেক গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল।

 8 days ago 

কেক খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আপনি এত লোভনীয় এবং মজার মজার কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে আমার তো অনেক লোভ লাগলো। কেক গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে। যা দেখে ইচ্ছে করছে এখনই তুলে নিয়ে খেয়ে ফেলি। অনেক সুন্দর ভাবে কেকের ফটোগ্রাফি গুলো আপনি করেছেন।

 8 days ago 

কেক খেতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। এই কেক গুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক মজার।

 8 days ago 

বর্তমান সময়ে সবচেয়ে লোভনীয় একটি খাবারের নাম হলো কেক। আর সেই কেকের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে কার লোভ লাগবে না।এতো লোভনীয় কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 8 days ago 

ঠিক বলেছেন আপু কেক খেতে সবাই কমবেশি পছন্দ করে। দারুন দারুন সব কেক গুলো দেখতে অনেক ভালো লেগেছিল আপু।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.038
BTC 96978.69
ETH 3375.51
USDT 1.00
SBD 3.54