আমার বাগানে রেইন লিলি ফুলের আগমন||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের ভালোলাগার মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। আজকে আমি আমার বাগানের ফুলের আগমন নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


আমার বাগানে রেইন লিলি ফুলের আগমন:

IMG_20250721_124849.jpg
Device-OPPO-A15
Location


বাগান করতে যারা পছন্দ করে তারা বুঝতে পারবে এই অনুভূতিটা কেমন। যখন গাছে ফুলের আগমন ঘটে তখন মনটা একদম আনন্দে ভরে ওঠে। রেইনলিলি ফুলের জন্য প্রায় একটি বছর অপেক্ষা করতে হয়। প্রত্যেক বছর এই সময় থেকে রেইন লিলি ফুলের আগমন শুরু হয়। আমি বেশ কিছুদিন থেকেই অপেক্ষায় ছিলাম কখন এই ফুলের আগমন ঘটবে। আর কিছুদিন আগেই সুন্দর করে গাছগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। আর ভাবছিলাম এবার কেন এখনো ফুলের কলি আসলো না।


IMG_20250721_124736.jpg
Device-OPPO-A15
Location
IMG_20250721_124914.jpg
Device-OPPO-A15
Location


যখন নিজের বাগানের পরিচর্যা করি তখন অনেক ভালো লাগে। আর বারবার প্রত্যাশা করি এবার যেন গাছে ফুলে ফুলে ভরে যায়। আসলে যখন গাছে অনেক ফুলের আগমন ঘটে তখন দেখতে অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তখন অন্য রকমের শান্তি পাওয়া যায় মনে হয় যেন চোখ জুড়িয়ে গেল। নিজের গাছের ফুলের সৌন্দর্য সত্যি অতুলনীয়। আর নিজের গাছের ফুল মানে অন্যরকমের এক শান্তির অনুভূতি।


IMG_20250721_124813.jpg
Device-OPPO-A15
Location


গাছে যখন নতুন ফুল আসে তখন সেই ফুলের সতেজতা চারপাশের পরিবেশটা একদম বদলে দেয়। আমি এই গাছগুলো কয়েক বছর আগে লাগিয়েছিলাম। প্রত্যেক বছর অপেক্ষায় থাকি ফুলের জন্য। আসলে যখন দীর্ঘ সময় পর গাছে ফুল ফোটে তখন দেখতে যেমন ভালো লাগে তেমনি মন আনন্দে ভরে ওঠে। আমিও এই ফুল গুলো দেখে খুবই আনন্দ পেয়েছিলাম।


IMG_20250721_124946.jpg
Device-OPPO-A15
Location


সকালবেলায় হঠাৎ করে যখন দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে তখন সত্যিই অনেক ভালো লেগেছে। আসলে এই অনুভূতি কাউকে বলে বোঝানোর মত নয়। নিজের বাগানে যখন ফুলের আগমন ঘটে তখন বাগানের সৌন্দর্য যেমন বেড়ে যায় তেমনি মনটাও আনন্দে একেবারে নেচে ওঠে। আর খুবই ভালো লাগে। তখন মনে হয় যেন অন্য রকমের মানসিক শান্তি পেয়েছি।


IMG_20250721_125019.jpg
Device-OPPO-A15
Location


এছাড়া এই রেইন লিলি ফুল গুলো দেখতে খুবই সুন্দর আর আকর্ষণীয়। এই সুন্দর ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি চমৎকারভাবে ফটোগ্রাফি করেছিলাম। সত্যি কথা বলতে এই সুন্দর ফুলের সৌন্দর্য আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে দেখে চোখ ফেরাতে পারছিলাম না। সব মিলিয়ে আমি সুন্দর এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করেছিলাম। আর আপনাদের মাঝে সেই সুন্দর মুহূর্ত টাই শেয়ার করলাম।


নিজের ভালোলাগার কিংবা আনন্দের মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1753106137038.png

 2 months ago 

বাহ বেশ অনেক ফুল ফুটেছ তো। আর বেশ সুন্দর লাগছে। আসলে যারা বাগান করে তাদের সেই বাগানে যখন একটি ফুলও ফোটে তখনই মনটা ভরে যায়।আমিও সকালেই উঠে আগে ব্যালকনিতে।ফুল দেখলেই মনটা ভরে যায়।

 2 months ago 

এই ফুলটি আমি অনেকবার দেখেছি এবং এই ফুলের ফটোগ্রাফিও আমি অনেকবার করেছিলাম। তবে এই ফুলটি সবসময়ই নার্সারিতে দেখা হয়েছিল৷ তবে আজকে আপনার বাগানে এই ফুল এর আগমন ঘটেছে শুনে বেশ ভালই লাগলো৷ এখানে আপনার এই ফুল একেবারে চমৎকার ভাবে দেখা যাচ্ছে৷ আপনিও খুবই সুন্দরভাবে এর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ তা দেখে বেশ ভালই লাগছে৷ ধন্যবাদ এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 115696.24
ETH 4520.46
SBD 0.85