আর্ট-রং তুলিতে একটি নতুন আর্ট||

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। দীর্ঘদিন পর আজকে এই আর্ট করেছি।আসলে অনেক সময় পর যখন আর্ট করতে বসেছি তখন কোন কিছুই খুঁজে পাচ্ছিলাম না। রং তুলি খুঁজে পাচ্ছিলাম না। এরপরেও আর্ট করতে যখন বসেছি তখন চেষ্টা করতেই হবে। তাই রং তুলিতে একটি আর্ট করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


রং তুলিতে একটি নতুন আর্ট:

IMG_20250627_090339.jpg
Device-OPPO-A15


রং তুলির ছোঁয়ায় নতুন নতুন আর্ট করতে অনেক ভালো লাগে। কিন্তু দীর্ঘ সময় ধরেই আর্ট করা হয় না। আসলে একটা সময় ছিল যখন অনেক আর্ট করতাম। কিন্তু এখন কেন জানি আর্ট করতে গিয়েও আর মনোযোগ বসাতে পারি না। মনোযোগ যদি না থাকে তাহলে কখনোই কোন কিছু করা সম্ভব হয় না। আমার ক্ষেত্রে হয়তো তেমনটা হয়েছে। তবে কি আর করার রংতুলিতে একটি আর্ট করার চেষ্টা করেছি। হয়তো খুব একটা ভালো হয়নি। তবে অনেকদিন পর এই আর্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালোই লেগেছে। যেহেতু দীর্ঘ সময় পর আজকে আর্ট করেছি তাই একটু এলোমেলো হয়েছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. রং।
৩. তুলি।
৪. পেন্সিল।

IMG20250627082759.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250627083611.jpg
Device-OPPO-A15
IMG20250627083728.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে নিয়েছি। এরপর রং করেছি।


ধাপ-২

IMG20250627083822.jpg
Device-OPPO-A15
IMG20250627083950.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে সম্পূর্ণ অংশে রং করেছি। এরপর একটি দরজা অঙ্কনের চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20250627084034.jpg
Device-OPPO-A15
IMG20250627084255.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে দরজাটি ডিজাইন করেছি। এরপর সাইডে একটি দেয়াল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20250627084355.jpg
Device-OPPO-A15
IMG20250627084511.jpg
Device-OPPO-A15


এবার কিছু গাছের ডাল আর্ট করেছি। এরপর ফুল আর্ট করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20250627084634.jpg
Device-OPPO-A15
IMG20250627084802.jpg
Device-OPPO-A15


ফুল গুলো সুন্দর করেছি। এরপর দরজার অংশে ডিজাইন করেছি।


শেষ ধাপ

IMG20250627084923.jpg
Device-OPPO-A15


এবার অন্যান্য কিছু অংশের ডিজাইন করেছি আর সুন্দর একটি আর্ট শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20250627_090319.jpg
Device-OPPO-A15


আর্ট করতে আমার অনেক ভালো লাগে। তবে যখন আর্ট করতে বসি তখন অনেক সময় আর ভালোভাবে করতে পারি না। আজকে যেহেতু অনেক দিন পর আর্ট করেছি তাই একটু এলোমেলো লাগছিল। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই সুন্দর আর্ট করতে আমার অনেক ভালো লেগেছে। আশা করছি পরবর্তীতে আরো সুন্দর কোন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

রং তুলির সাহায্যে অসাধারণ একটা পেইন্টিং করেছেন আপু। আমার কাছে আপনার করা এই পেইন্টিংটা দেখতে অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে করতে এবং দেখতে। এটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

অনেকদিন পর এই আর্ট করেছি আপু। কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 4 months ago 

ওয়াও অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি আজকে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে আর্টটি অংকন করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত এরকম সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন আপনি। আশা করছি এরকম সুন্দর আর্ট আপনি সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।

 4 months ago 

ভাইয়া আমি মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করি। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

রং তুলি দিয়ে এমন সুন্দর আর্ট তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনার আর্টের দৃশ্যটি বেশ সুন্দর হয়েছে দেখতে। ভীষণ সুন্দর কালারফুল হয়েছে আপনার আর্ট টি। বেশ ভালো লাগলো এমন সুন্দর একটি আর্ট দেখে।

 4 months ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম ভাইয়া। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 106883.49
ETH 3873.73
USDT 1.00
SBD 0.57