জেনারেল রাইটিং-সময় ও সফলতা||

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখা লেখি করতে অনেক ভালো লাগে। তাই সময় পেলে লেখার চেষ্টা করি। বিশেষ করে নিজের মনের অনুভূতিগুলো সবার মাঝে উপস্থাপন করতে বেশি ভালো লাগে। আসলে সময়ের সাথে সাথে সফলতা নামক শব্দটি হয়তো আমাদের জীবন থেকে হারিয়ে যায়। কেউবা সফল হয় কেউবা ধোঁয়াশার অন্ধকারে হারিয়ে যায়। এভাবেই হয়তো সফলতার স্বপ্ন দেখা গল্পগুলো অপূর্ণ থেকে যায়। আজকে আমি নিজের চিন্তাধারা থেকে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


সময় ও সফলতা:

the-eleventh-hour-4125858_1280.jpg

Source


আমাদের এই ক্ষুদ্র জীবনে সফলতা নামক শব্দটি আজকাল মরীচিকার মতো মনে হয়। জীবনের শুরু থেকেই আমরা সফলতার পিছে দৌড়াচ্ছি। কখনো বা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি কখনো বা ঘুরে দাঁড়াতে পারছি। কখনো বা সেই অন্ধকারের গোলক ধাঁধায় নিজেকে হারিয়ে ফেলছি। হয়তো এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু পাওয়া হয়ে ওঠে না। সময় এবং সফলতা দুটোই মাঝে মাঝে অদ্ভুত মনে হয়। সময় যত চলে যায় ততই জীবনের মূল্যবান কিছু মুহূর্ত আমরা হারিয়ে ফেলি। কিন্তু সময় চলে গেলেও সফলতা নামক সেই মরীচিকা আমাদের জীবনে অনেক সময় ধরা দেয় না। অনেক সময় মনে হয় সময়ের সাথে পাল্লা দিয়ে আমরাও যেন সফলতাকে হারিয়ে ফেলেছি।


ছোটবেলায় অনেক শুনছি অধ্যবসায় করলে নাকি সফলতা আসে। মাঝে মাঝে সময় বদলে যায়। অধ্যবসায়ের ধৈর্য হারিয়ে যায়। কিন্তু সফলতা আসে না। হয়তো সফলতা জীবনে ছিলই না। হয়তো নিজের অপূর্ণ এই ইচ্ছে গুলো কখনোই পূর্ণতা পাবে না। হয়তো কখনোই নিজেকে বদলাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় সেই আগের সময়গুলোতে যদি ফিরে যেতে পারতাম তাহলে না হয় আরও একটু সময় পেতাম। এই ক্ষুদ্র জীবনে দৌড়াতে দৌড়াতে কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। সময়টা বড়ই নিষ্ঠুর। জীবনের সাথে পাল্লা দিয়ে সময়ের গতি আরো বেড়ে যায়। আর সেই সাথে হারিয়ে যায় সফলতার আশঙ্কা।


একটা সময় স্বপ্ন ছিল পরিবারের পাশে দাঁড়াবো। কিন্তু আজকাল সেই স্বপ্ন দেখাকে বিলাসিতা মনে হয়। মনে হয় যেন আমার মত ব্যর্থ মানুষের জীবনে সফলতা নামক শব্দটি চিন্তা করা মানায় না। মাঝে মাঝে মনে হয় দেয়ালের ইট পাথরের চাপায় নিজেকে আটকে রাখলে হয়তো বেঁচে যেতাম। চারপাশের কথার আঘাত আর ব্যর্থতা জীবনটাকে যখন কুরে কুরে খায় তখন মনে হয় যেন ওই ছোটবেলার সময়টা অনেক বেশি ভালো ছিল। আবারো ফিরে যেতে ইচ্ছে করে সেই সময়টাতে। ছোটবেলায় অনেক স্বপ্ন দেখতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাস্তবতা যখন জীবনে এলো তখন কেন জানি স্বপ্ন দেখতেও ভয় পেতাম। স্বপ্নের সেই সফলতা গুলো কেন জানি বাস্তবতায় এসে ধোঁয়াশা হয়ে গেল। খুঁজে পেলাম না সেই ইচ্ছে গুলো। হারিয়ে ফেললাম নিজের অস্তিত্বকে।


আর নিজের অস্তিত্ব যখন হারিয়ে যায় তখন শেষ থেকে শুরু করতে ইচ্ছে করে। মাঝে মাঝে কেউ ঘুরে দাঁড়ায় কেউবা অসময়ের সেই কষাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কেউবা আবারও নতুন ভাবে বাঁচতে শেখে। আবারও সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে তৈরি করে। কেউবা সময়ের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। কারো জীবনে সময়টা ফিরে আসে। আবার কারো জীবনে সেই সময়টাই কাল হয়ে দাঁড়ায়। হয়তো সফলতার আশায় অনেকে বেঁচে আছে। হয়তো সফলতার স্বপ্ন নিয়ে হতাশায় দিন পার করছে। এভাবেই কেটে যাচ্ছে সময়। সময়ের সাথে পাল্লা দিয়ে সফলতার গল্প গুলো যেমন এগিয়ে যাচ্ছে সফলতার গল্পের আড়ালে লুকানো ধোঁয়াশাগুলো মনের মাঝে বাসা বেঁধে বসে আছে। হয়তো সময় সবকিছু বলে দেবে। তবুও আমরা প্রত্যাশা করি সবার জীবনে যেন সফলতা আসে। সবার সময়টা যেন ভালো কাটে। জীবনের শেষ সময়টুকুতে যেন আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারি। জানি না আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। তবে মাঝে মাঝে আবোল তাবোল সব চিন্তাধারা গুলো সবার মাঝে তুলে ধরতে ভালো লাগে। ভুলত্রুটি সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last year 

বয়স যেমন হয় স্বপ্ন ঠিক তেমনি হয়। কেননা আমরা ছোটকালে যেসব স্বপ্ন দেখি সেগুলো ভাবি না কঠিন কিনা সহজ। আর বড় হয়ে গেলে তখন সময়টাও আলাদা হয়ে যায় আর সবকিছু বুঝতে শিখে যায়। সময় এবং সফলতা তখন বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ধন্যবাদ আপু এরকম একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মাঝে মাঝে স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। হয়তো সময় বদলে যায়। তবুও আমরা সফলতার দেখা পাই না। সত্যি কথা বলতে সফলতা অনেক বেশি কঠিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

 last year 

সময়ের স্রোতে সবই পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে যুগ পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন হচ্ছে আমাদের চারিপাশের সবকিছু।শত বাধ আসা সত্বেও কেউ চাই না পিছিয়ে থাকতে।খনিকের জন্য মনটা ব্যথায় ব্যাকুল হয়ে যায় তখন মনে হয় ছোটবেলাটাই ছিলো ভালো।সুন্দর রাইটিং করেছেন আপু।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সময় স্রোতের মতোই। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই তো সবকিছু বদলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

সময় এবং সফলতা খুবই জটিল আপু। অনেক কষ্ট করার সত্ত্বেও কিন্তু সময় অনুযায়ী সফলতা আসে না। আবার অনেকেই পরিশ্রম এবং সময় দুটো ব্যয় করার পরে যথাসময়ে সফলতা পায়। আবার অনেকে সফলতার পিছনে দৌঁড়াতে থাকেন। আবার হোঁচট খেয়ে পড়ে যায়। সেখান থেকে উঠে দাঁড়াই আবার। আসলেই জীবনে সফলতা আনা এত বেশি সহজ নয় অনেক কঠিন অধ্যায় পার করতে হয়। অনেক অনুপ্রেরণামূলক কথাগুলো লিখলেন পড়ে অনেক ভালো লেগেছে।

 last year 

সত্যি আপু সময় এবং সফলতা দুটোই অনেক জটিল। কখনো আমরা সফলতার পথে এগিয়ে যাই কখনো বা হোঁচট খেয়ে পড়ে যাই। এভাবেই হয়তো কেটে যায় জীবনের সময় গুলো।

 last year 

সফলতা ও সময় একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। আমরা জীবনে চাইলেই সাথে সাথে সফলতা অর্জন করতে পারি না। সফলতা অর্জন করার জন্য আমাদেরকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এবং সঠিক সময় আমাদের জীবনে সফলতা নিয়ে আসে। তবে সেই সঠিক সময়টা জীবনে নিয়ে আসার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। ধন্যবাদ আপু খুবই সুন্দর একটি বিষয় নিয়ে লেখালেখি করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া সফলতা এবং সময় দুটোই একটির সাথে অপরটি জড়িত। তবে মাঝে মাঝে জীবনের অর্জন গুলোকে খুবই ক্ষুদ্র মনে হয়। মনে হয় যেন সফলতা কখনো আসবেই না।

 last year 

সময় ও সফলতা নিয়ে খুব সুন্দর একটি লেখা আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।এটা সত্যি সময় মতো অনেক সময় ই সফলতা পাওয়া যায় না।তাইতো আশায় বেঁচে থাকা। আর সময়কে নিয়ে সফলতার জন্য অপেক্ষা করা।আবার অনেক সময় সময়ের আগেই সফল হওয়া যায়।এটা অনেকটা ভাগ্যেরও ব্যাপার থাকে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু আমি চেষ্টা করেছি সময় এবং সফলতা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

এককথায় দুর্দান্ত লিখেছেন আপু। আসলেই ছোটবেলায় আমরা কতো স্বপ্ন দেখতাম এবং সবার কাছ থেকে শুনতাম যে, পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসে। তখন ভাবতাম ভালোভাবে পড়াশোনা করে, প্রচুর পরিশ্রম করবো জীবনে। তাহলে অবশ্যই সফল হতে পারবো। কিন্তু সেই কথাগুলো আংশিক সত্যি। হয়তো কারো কারো ক্ষেত্রে এটা সত্যি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা সত্যি হয় না। কারণ পরিশ্রম করতে চাইলেই তো হবে না,পরিশ্রম করার সুযোগও পেতে হবে। ছোট থেকে কতো কষ্ট করে পড়াশোনা করে ইউনিভার্সিটি পাশ করে একজন মানুষ। তবুও চাকরি পাওয়া দুষ্কর হয়ে যায়। তাহলে সফলতা আসবে কিভাবে। আসলেই জীবনটা খুব কঠিন। আর যারা সফল হয় তারা সত্যিই খুব লাকী। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42