পরিবারের সবার সাথে ইফতারি করার কিছু মুহূর্ত||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি একটি পোস্ট সবার মাঝে উপস্থাপন করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
পরিবারের সবার সাথে ইফতারি করার কিছু মুহূর্ত:

Location
আমরা যারা পরিবার থেকে দূরে থাকি তারা আসলে অনেক সময় অসহায়ের মতো থাকি। রমজান মাসে সবার সাথে ইফতারি করার আনন্দটা অনেক বেশি। কিন্তু যারা পরিবার থেকে দূরে থাকে তারা হয়তো সেই আনন্দটা উপভোগ করতে পারেনা। রমজান মানেই অন্য রকমের অনুভূতি। আর ইফতারের সময় বিভিন্ন রকমের তেলে ভাজা খাবারের আয়োজন। রমজান মাসে সবার সাথে বসে একসাথে ইফতারি করার আনন্দটা অনেক বেশি।

Location
যেহেতু অনেক দিন পর বাসায় এসেছি তাই সবার সাথে ইফতারি করার সুযোগ হয়েছে। বাসায় এসে দেখি ইফতারের জন্য বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে। তেলে ভাজা খাবার গুলো সব সময় বাসায় তৈরি করা হয়। আর সেই খাবারগুলো সবার সাথে খেতেও অনেক ভালো লাগে। ইফতারের সময় সবাই যখন একসাথে বসে ইফতারি করা হয় তখন অনেক ভালোলাগা কাজ করে। আসলে একসাথে ইফতারি করার আনন্দটাই অন্যরকমের।

Location
রমজান মাসে ইফতারি করার সেই আনন্দটা এখন আর খুঁজে পাওয়া যায় না। ছোটবেলায় ইফতারের সময় হলেই দ্রুত বসে পড়তাম সবকিছু নিয়ে। আসলে ইফতারি করার মাঝেও অন্য রকমের আনন্দ আছে। হয়তো বড় হওয়ার সাথে সাথে এখন আর সেই আনন্দটা নেই। সবাই যে যার মত একা একাই ইফতারি করে নেয়। আর যখন বাসায় সবাই থাকে তখন একসাথে ইফতারি করলে আগের মত সেই আনন্দটা খুঁজে পাওয়া যায়। পুরনো সেই স্মৃতিটাকেও আবার স্মরণ করা যায়।

Location
যখন আমরা পরিবার থেকে দূরে থাকি তখন পরিবারকে অনেক মিস করা হয়। মনে হয় সবার সাথে থাকলে সময়টা আরো ভালো কেটে যেত। আর যখন আমরা পরিবারের সাথে সময় কাটাই তখন প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি আনন্দে কাটে এবং ভালো কাটে। বিশেষ করে রমজান মাসে ইফতারি খাওয়ার সময় আর সেহরি খাওয়ার সময় যখন সবাই একসাথে খাবার খায় তখন খুবই ভালো লাগে।

Location
ইফতারিতে বিভিন্ন রকমের তেলে ভাজা খাবার রাখা হয়। আর এগুলো খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। আর সাথে শরবত হলে একেবারে জমে যায়। আসলে সবমিলিয়ে ঘরোয়া ভাবেই সব ইফতারির আয়োজন করা হয়েছিল। তাই সবাই মিলে একসাথে ইফতার করতে বেশ ভালো লেগেছিল। হয়তো প্রত্যেকের বাসায় এরকম তেলে ভাজা খাবার তৈরি করা হয়। তবে ইফতারের সময় তেলে ভাজা খাবারগুলো কম খাওয়াই ভালো। আমি অবশ্য এই ধরনের খাবারগুলো খুবই কম খাই। আজকে সবার সাথে ইফতারি করতে বসে আমিও খেয়ে নিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল।
জানিনা আমার এই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। তবে সময়টা সত্যিই দারুণ কেটেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
পরিবার ছেড়ে পরিবারের বাইরে যারা রয়েছেন তারা খুব ভালোভাবেই জানেন এই ধরনের অনুষ্ঠানগুলো পরিবারের সাথে আনন্দ করে কাটানোর কতখানি গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। আপনাদের ইফতারের আয়োজন দেখে বেশ ভালো লাগলো। আপনি ভাগ্যবতী যে এই মুহূর্তগুলো পরিবারের সাথে কাটতে পারছেন।
পরিবারের সাথে সময় কাটানো সত্যি অনেক আনন্দের। মাঝে মাঝে সেই আনন্দ উপভোগ করা হয় আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পরিবারের সবার সাথে ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। সবাই মিলে এই ইফতারের আয়োজনটা করা হলে তখন আনন্দ গুলো সবার মাঝে ভাগাভাগি করে নেয়া যায়। আমরা সব সময় চেষ্টা করি দুই বাড়িতেই ইফতারির আয়োজন করার জন্য। কারণ দুই জায়গাতে সবাই একসাথে খেতে খুব বেশি ভালো লাগে। এতদিন ছিলাম শ্বশুর বাড়িতে কিছুদিন পর বাবার বাড়িতে যাবো। সেখানেও সবার সাথে ইফতারি করবো সেই আনন্দটা এখন থেকে অনেক বেশি লাগছে। আপনার আজকের অনুভূতিগুলো পড়ে খুবই ভালো লাগছে আপু।
সত্যি আপু পরিবারের সবার সাথে ইফতার করার আনন্দটা অনেক বেশি। আর রমজান মাসে এই আনন্দটা দারুন ভাবে উপভোগ করা যায়।
পরিবারের সবাই একসাথে থাকলে তখন বেশি ভালো লাগে আপু।
যারা পরিবার ছেড়ে বাইরে গিয়েছেন এবং সেখানে গিয়ে একা একা ইফতারী করেন, শুধু মাত্র তারাই নিজের পরিবারের শূন্যতা বুঝতে পারে। আসলে নিজের পরিবারের সকলেই একত্রিত হয়ে ইফতার করার আনন্দই অন্যরকম। আপনি আপনার পরিবারের সবার সাথে ইফতারি করার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।
একদম তাই আপু যারা পরিবার ছাড়া একা একা থাকে তারা আসলে এই শূন্যতা বুঝতে পারে। সবার সাথে সময় কাটানোর আনন্দ অনেক বেশি মিস করা হয় তখন।
পরিবারের সবার সাথে ইফতার করার আনন্দই অন্যরকম। আমরা নিজেরাও এভাবে বাড়িতে সব রকম ইফতারির আয়োজন করি। আপনার আজকের অনুভূতি পড়ে বেশ ভালো লাগছে।
সবার সাথে ইফতার করার সময় দারুন সময় কাটিয়েছি আর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপু।
https://x.com/Monira93732137/status/1898392983713837521?t=bO52TneX4kp6VOcNyvzLCw&s=19
আসলে আমরা যারা বাহিরে থাকি আমরা পরিবারকে ভীষণ মিস করি। কারণ পরিবারের সকলের সাথে ইফতার করার মুহূর্তটা অন্যরকম। আপনি পরিবারের সাথে ইফতার করেছেন দেখে ভালো লাগছে।
একদম ঠিক বলেছেন ভাইয়া যারা আমরা বাহিরে থাকি তারা পরিবারকে অনেক বেশি মিস করি। আর পরিবার ছাড়া কখনো সুন্দর সময় কাটানো যায় না।
সত্যি আপু ইফতার করার সেই আনন্দ এখন আর নেই। পরিবারের সবাই মিলে ইফতার করার যে আনন্দ পেয়ে আমরা বড় হয়েছি।একা সংসারে সেই আনন্দ কোথা থেকে আসবে।আপনি পরিবারের সবার সাথে খুব সুন্দর ইফতারের সময় কাটিয়েছেন দেখে আমার ও ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু ইফতারের সেই আনন্দটা এখন আর নেই। তবে সবার সাথে ইফতার করতে ভালো লাগে।
রমজান মাসে একসাথে বসে সবাই ইফতার খাওয়ার মজাই আলাদা। আপনি দেখছি খুব মজা করে ইফতার করেছেন। তবে এটি ঠিক বলেছেন ছোটকালে ইফতারের মজাই আলাদা ছিল। বড় হতে হতে এই মজা গুলো হারিয়ে গেল। আর ইফতারের সময় ভাজা এবং বিভিন্ন ধরনের ইফতার একসাথে খেতেও অন্যরকম মজা লাগে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।