রেসিপি-পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মজার মজার খাবার তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি রেসিপি তৈরি করে উপস্থাপন করতেও ভালো লাগে। আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। পাকা চাল কুমড়ো আমার ভীষণ পছন্দের। আর সাথে যদি হয় নদীর টেংরা মাছ তাহলে একেবারে জমে যায়। তাইতো পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি সবার মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে।
পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল:
পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। টেংরা মাছ আমার অনেক পছন্দের। আর সাথে যদি হয় পাকা চাল কুমড়ো তাহলে একেবারে জমে যায়। চাল কুমড়ো পাকা হোক কিংবা জলি দুটোই আমার ভীষণ পছন্দের। যদিও এলার্জির সমস্যার কারণে অনেকটা কম খাওয়া হয়। তবে মাঝে মাঝে চাল কুমড়ো খেতে অনেক ভালো লাগে। পাকা চাল কুমড়ো খেতে যেমন মজার তেমনি খুব সহজেই রান্না করা যায়। পাকা চাল কুমড়ো দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। পাকা চাল কুমড়ার মোরব্বা, ভাজি, কিংবা মাছের ঝোল সবকিছুই খেতে অনেক ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
নাম | পরিমান |
---|---|
চাল কুমড়ো | ৪০০ গ্রাম |
টেংরা মাছ | ৩০০ গ্রাম |
পেঁয়াজ কুচি | ১ চামচ |
রসুন বাটা | ১/২ চামচ |
জিরা বাটা | ১/২ চামচ |
মরিচের গুঁড়া | ১ চামচ |
হলুদের গুঁড়া | ১/২ চামচ |
লবণ | পরিমাণমতো |
সয়াবিন তেল | ৩ চামচ |
পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি তৈরি করার জন্য প্রথমে চাল কুমড়ো গুলো কেটে নিয়েছি। এরপর হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২
এবার একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি।
ধাপ-৩
এরপর পেঁয়াজ একটু ভাজা হলে এর মধ্যে জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। এবার মসলাগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। যাতে করে মসলাগুলো ভালোভাবে ভুনা হয়।
ধাপ-৪
এবার সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর কিছুক্ষণ রান্না করার পর মসলাগুলো ভুনা হয়েছে এবং মাছ দেওয়ার জন্য প্রস্তুত করেছি।
ধাপ-৫
এবার মাছগুলো ভুনা মসলার মধ্যে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিয়েছি এবং মাছগুলো ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৬
মাছগুলো সুন্দর করে মসলার সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরপর হালকা সিদ্ধ করে রাখা চাল কুমড়ো গুলো পানি ঝরিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার মাছ ভুনা হয়ে এলে এর মধ্যে চাল কুমড়ো গুলো দেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৮
এবার ভুনা মাছ এবং চাল কুমড়ো একসাথে মিক্স করে নেওয়ার জন্য সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি।
শেষ ধাপ
এবার হালকা পরিমাণে পানি দিয়েছি এবং কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। কিছুক্ষণ সময় পর সুন্দরভাবে এই মজার রেসিপি তৈরি হয়েছে।
উপস্থাপনা:
পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল খেতে অনেক ভালো লেগেছিল। পাকা চাল কুমড়ো আমার ভীষণ পছন্দের। আর মাছের সাথে এই খাবারটি খেতে অনেক ভালো লাগে। নদীর টেংরা মাছ খেতে যেমন মজার তেমনি এভাবে যদি চাল কুমড়ো দিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার রেসিপি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করলো।এতো মজাদার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া এই খাবারটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তাইতো আমি এই রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনি দারুণ একটা রেসিপি শেয়ার করেছেন আপু।পাকা চাল কুমড়ো দিয়ে অনেক সুন্দর ভাবে টেংরা মাছের ঝোল রান্না করছেন।টেংরা মাছ আমার অনেক পছন্দের। আপনার রেসিপি দেখে লোভ লেগে গেলো। আপনি চমৎকার ভাবে রেসিপির ধাপ গুলো শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল খেতে দারুণ হয়েছিল। আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
পাকা চাল কুমড়া বা চুনকুমড়া দিয়ে আমি সাধারণত মোরব্বা তৈরি করেছি।এর বাইরে রেসিপি খুব একটা আমার জানা নেই। আপনার এই টেংরা মাছের ঝোল দিয়ে পাকা চাল কুমড়ার রেসিপি দেখে খুবই ভালো লাগলো।
বুঝতে পারলাম খেতেও নিশ্চয় অনেক মজা হয়। সুযোগ পেলে আমি অবশ্যই তৈরি করব। ধাপে ধাপে আপনি আপনার রেসিপিটি বর্ণনা করেছেন। আপনার প্রতি অনেক শুভকামনা রইল।ভালো থাকবেন।
পাকা চাল কুমড়ো দিয়ে মোরব্বা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। এছাড়া মাছের ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। আপনি অবশ্যই সময় পেলে এভাবে একদিন মাছ রান্না করে খেয়ে দেখবেন আপু।
বেশিরভাগই চাল কুমড়া ভাজি খেয়েছ।তবে এখনো মাছের সঙ্গে চাল কুমড়া রান্না খাওয়া হয়নি। টেংরা মাছ আমার অনেক প্রিয় যদিও অনেকে কাটার ভয়ে খেতে চান না।চাল কুমড়ার সঙ্গে টেংরা মাছের রেসিপিটি খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন। সাজিয়ে গুছিয়ে রেসিপির প্রতি ধাপ সুন্দরভাবে শেয়ার করেছেন। আশা করছি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেশিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চাল কুমড়ো ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। তবে মাছ দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। একদিন এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
টেংরা মাছ এমনিতে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া চাল কুমড়া তো অসাধারণ একটি সবজি আমার কাছে। দুইটা মিলিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করলেন খুবই দুর্দান্ত হয়েছে। রেসিপির কালার কম্বিনেশন এবং উপস্থাপনা দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু টেংরা মাছ খেতে অনেক ভালো লাগে। আর চাল কুমড়ো আমারও খুবই পছন্দের সবজি। খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু মতামতের জন্য।
টেংরা মাছ খেতে আমারও খুব ভালো লাগে আপু। তবে পাকা চাল কুমড়ো মনে হচ্ছে কখনো খাওয়া হয়নি। তবে আপনার দেখছি এটি অনেক প্রিয় একটি রেসিপি। রেসিপিটি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আপু। ইচ্ছে করছে একবার টেস্ট করে দেখতে। অনেক ভালো লাগলো নতুন একটি রেসিপি দেখতে পেয়ে।
টেংরা মাছ আপনার পছন্দের জেনে ভালো লাগলো আপু। পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছ খেতে অনেক ভালো লাগে। একবার খেয়ে দেখবেন আপু। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে।
আসলে আপু টেংরা মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তবে আপনি দেখছি টেংরা মাছ দিয়ে চাল কুমড়ার খুব সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
টেংরা মাছ আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। তাই তো আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল রান্না রেসিপি। আসলে চাল কুমড়া দিয়ে যেকোনো মাছ রান্না করলে সত্যি খেতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে চালকুমড়া আছে আমার আম্মু মাঝে মাঝে এমন রেসিপি তৈরি করে সত্যিই খেতে বেশ মজাদার। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া যে কোন মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার আম্মু এরকম করে রান্না করে জেনে ভালো লাগলো ভাইয়া।
চাল কুমড়ো ভাজি করে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে তবে আজকে আপনি চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের রেসিপি শেয়ার করেছেন। পরিবেশন করা রেসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
চাল কুমড়ো ভাজি আমারও খুবই পছন্দের। তবে পাখা চাল কুমড়ো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার তৈরি করা এই রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল ভাইয়া।
চাল কুমড়ো দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। আপনি পাকা চাল কুমড়ো দিয়ে টেংরা মাছের ঝোল দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপির কালারটিও অনেক সুন্দর আসছে এবং খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।
অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ঠিক বলেছেন আপু পাকা চাল কুমড়ো দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়। আর যে কোন মাছের রেসিপি তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। এই খাবারটি খেতে অনেক ভালো হয়েছিল আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।