জেনারেল রাইটিং-জীবন যেন এক অজানা গন্তব্য||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি ভিন্ন ধরনের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা প্রতিনিয়ত আমার পোস্ট পড়েন আশা করছি তাদের ভালো লাগবে।
জীবন যেন এক অজানা গন্তব্য:

Source
মাঝে মাঝে জীবনটাকে বড্ড বেশি ছোট মনে হয়। আবার অনেক সময় মনে হয় জীবনের সমীকরণটা বোধহয় বড্ড বেশি বড়। মাঝে মাঝে আমরা অজানা গন্তব্যে ছুটে চলি। জীবনের শেষ ঠিকানা কোথায় সেই গন্তব্যে পাড়ি দিতে দিতে বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ি। আর সেই ক্লান্তি থেকে ধীরে ধীরে জীবনের গতিপথ বদলে যায়। আর বদলে যায় ক্ষুদ্র ক্ষুদ্র আশাগুলো। হারিয়ে যায় ভালোলাগাগুলো কিংবা অনুভূতিগুলো।
জীবনের এই জটিল সমীকরণ মেলাতে মেলাতে কখন যে জীবনের এক গোলক ধাঁধায় আমরা আটকে যাই কেউ জানি না। আর জীবনের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে আসতে জীবন একেবারে শেষ হয়ে যায়। অবহেলায় কিংবা হঠাৎ করেই সময় গুলো কেন জানি ফুরিয়ে যায়। আর গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে জীবনটা বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ে। কোন গন্তব্যের পিছে আমরা ছুটে চলেছি কেউ জানি না।
জীবনের এই অদ্ভুত সমীকরণ কিংবা গন্তব্যের বেড়াজাল থেকে বেরোতে বেরোতে কখন যে আমরা হাপিয়ে উঠি সেটাও বুঝতে পারি না। হয়তো চাইলেও আর সেই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে পারি না। কিংবা ভালো থাকতে পারিনা। জীবনের শেষ গন্তব্যের ঠিকানায় ছুটতে ছুটতে কিংবা দৌড়াতে দৌড়াতে জীবনটা একসময় বড্ড বেশি হাঁপিয়ে ওঠে। তখন কোন কিছুই আর ভালো লাগে না। তখন কোন কিছুতে আর মন বসে না।
মাঝে মাঝে মনে হয় জীবন মানেই যেন এক বেঁচে থাকার লড়াই। জীবনের এই অদ্ভুত সমীকরণ মিলাতে মিলাতে কখন যে জীবনটা বড্ড বেশি বেসামাল হতে চায় কিংবা বিষাক্ত হয়ে যায় সেটা আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারি। হয়তো কখনো ফেরার পথ থাকে কখনো বা জীবনের শেষ গন্তব্যের জন্য অপেক্ষা করি আমরা। আর দেখতে দেখতে কোন একটা সময়ে আমরা আমাদের জীবনের শেষ ঘন্তব্যে পৌঁছে যাই। হয়তো এভাবেই জীবন শেষ হয়ে যায়।।
এলোমেলো চিন্তাধারা গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কেমন লেগেছে। তবে ভুল ত্রুটি সবাই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1954362606212591666?t=In3CLER0bC8jx-6iwqvxtQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1954553429311074501?t=bledsmUGl-_IiastaHygGg&s=19
https://x.com/Monira93732137/status/1954553950486601945?t=ARB4QS8uduAmhPDMth_VEw&s=19