লাইফস্টাইল-সন্ধ্যাবেলায় হাঁটাহাঁটি এবং সুন্দর কিছু সময় কাটানো||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন পর গতকাল সন্ধ্যাবেলায় একটু বাহিরে গিয়েছিলাম আর সুন্দর সময় কাটিয়েছিলাম। সেই মুহূর্তগুলোই আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


সন্ধ্যাবেলায় হাঁটাহাঁটি এবং সুন্দর কিছু সময় কাটানো:

IMG_20241107_151504.jpg
Device-OPPO-A15
Location


মাঝে মাঝে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। তাই সময় পেলেই সুন্দর কিছু সময় কাটানোর চেষ্টা করি। আসলে সন্ধ্যার পর যদি একটু বাহিরে হাঁটাহাঁটি করা হয় তাহলে অনেক ভালো লাগে। আর সুন্দর কোন পরিবেশে সময় কাটাতে বেশি ভালো লাগে। কয়েকদিন পর হঠাৎ করে কালকে একটু বাইরে যেতে ইচ্ছে করলো। তাই চলে গিয়েছিলাম একটু হাঁটার জন্য। সত্যি কথা বলতে সুন্দর কোন পরিবেশে সময় কাটাতে অনেক ভালো লাগে।


IMG_20241107_151543.jpg
Device-OPPO-A15
Location
IMG_20241107_151736.jpg
Device-OPPO-A15
Location


আমি যেখানে গিয়েছিলাম সেখানে চারপাশে ফুলের বাগান আর সুন্দর লাইটিং ছিল। তাই হাঁটাহাঁটি করতে অনেক ভালো লেগেছে। আর অনেকে তো পরিবার-পরিজন নিয়ে সেখানে দারুন সময় কাটাচ্ছিল। বসার জন্য অনেক জায়গা ছিল। সবাই মিলে সেখানে গেলে সত্যি অনেক ভালো লাগতো। আমি যেহেতু একা একা গিয়েছিলাম তাই অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি আর কিছুটা সময় বসে ছিলাম। এরপর ফিরে এসেছি। তবে ফটোগ্রাফি করতে কিন্তু একদম ভুল করিনি। সুন্দর কিছু দেখার সাথে সাথেই ফটোগ্রাফি করেছি।


IMG_20241107_151633.jpg
Device-OPPO-A15
Location


পরিবেশটা দেখতে যেমন সুন্দর ছিল তেমনি রাস্তাঘাট সবকিছুই অনেক সুন্দর ছিল। রাস্তাঘাটের সৌন্দর্য আমার কাছে যেমন ভালো লেগেছে তেমনি নিরিবিলি শান্ত পরিবেশে কিছুটা সময় হাঁটাহাঁটি করতে এবং সময় কাটাতে অনেক ভালো লেগেছে। এরকম পরিবেশে সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। চারপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ থাকার কারণে সুন্দর সুবাস ভেসে আসছিল। মনে হচ্ছিল যেন পরিবেশটা অন্য রকমের হয়েছে। আর অনেক সুন্দর সময় কাটানোর চেষ্টা করেছি।


IMG_20241107_151903.jpg
Device-OPPO-A15
Location


একটুখানি হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভীষণ উপকারী। অনেক সময় আমরা আলসেমি করে বাহিরে বের হতে চাই না। কিংবা সময় দিতে চাই না। তবে আমার মনে হয় সন্ধ্যার পর যদি একটু হাঁটাহাঁটি করা হয় তাহলে মন একদম ফ্রেশ হয়ে যায়। আর খুবই ভালো লাগে। আমিও নিজের সময়টাকে আরো বেশি উপভোগ করেছি। আর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। এই সুন্দর মুহূর্ত মুহূর্তগুলো কাটাতে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে পরিবেশটা দারুন ভাবে উপভোগ করেছি।


IMG_20241107_151815.jpg
Device-OPPO-A15
Location
IMG_20241107_151756.jpg
Device-OPPO-A15
Location


সব মিলিয়ে গতকালকের সন্ধ্যা বেলার মুহূর্তটা আমার কাছে দারুন লেগেছিল। একপাশে ফুলবাগান অন্য পাশে পুকুর আর মাঝখানে রাস্তা সবকিছু মিলিয়ে যেন অন্য রকমের পরিবেশ ছিল। এরকম সুন্দর পরিবেশে ঘুরতে গেলে অন্য রকমের অনুভূতি তৈরি হয়। আর ভালো লাগে। আমিও দারুনভাবে সময়টা উপভোগ করেছিলাম। আর সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।


নিজের ভালোলাগার মুহূর্তগুলো বা সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি সুন্দর এই মুহূর্তগুলো সবার মাঝে তুলে ধরেছি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এটা আপনি ঠিক বলেছেন আপু। হাঁটাহাঁটি করা শরীরের জন্য অনেক উপকারী। আমি বাইক চড়ে বেড়াই বলে ডাক্তার আমাকে হাঁটতে বলছে। আর এত সুন্দর বাগান ও ফুলের ভেতর দিয়ে হাঁটতে তো আরো ভালো লাগে। আপনি লাইফ স্টাইল ব্লগে আপনার ফিটনেস বিষয়ক দারুন একটি পোস্ট শেয়ার করলেন।

 last month 

হাঁটাহাঁটি করা শরীরের জন্য অনেক উপকারী। তাই সময় পেলে একটুখানি হাঁটতে বের হই ভাইয়া। অনেক সময় নিয়ে না হাঁটলেও কিছুটা সময় হাঁটার চেষ্টা করি।

 2 months ago 

বিকাল বেলা কারও যদি হাঁটতে ইচ্ছে নাও করে ,এমন সুন্দর পরিবেশে সেও হাঁটবে। বেশ সুন্দর পার্কটি। আর প্রতিদিন ৩০-৪০ মিঃ হাঁটা আমাদের শরীরের জন্য বেশ উপকারি। আমাদের সবারই সুস্থ থাকলে হবে হাঁটতে হবে।

 last month 

এটা ঠিক বলেছেন আপু এরকম সুন্দর পরিবেশে হাঁটতে অনেক ভালো লাগে। আর প্রতিদিন যদি কিছুটা সময় হাঁটা যায় তাহলে অনেক ভালো লাগে।

 2 months ago 

এরকম ভাবে বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করলে নিজের শরীর ও কিছুটা ভালো থাকে। আপনি তো দেখছি সন্ধ্যেবেলায় বাহিরে গিয়ে ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন। হাঁটাহাঁটি করার সময় আবার কিছু ফটোগ্রাফিও করেছেন দেখে অনেক ভালো লাগলো। সব সময় চেষ্টা করবেন একটু হাঁটাহাঁটি করার জন্য। তাহলে শরীর ভালো থাকবে।

 last month 

হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভীষণ উপকারী। আর সন্ধ্যা বেলায় আমি দারুন সময় কাটানোর চেষ্টা করেছি আপু।

 2 months ago 

সুন্দর পরিবেশে আপু ঘুরতে কম বেশী সবার কাছে ভালো লাগে। আপনি দেখতেছি সুন্দর পরিবেশে ঘুরতে গিয়ে চমৎকার ফটোগ্রাফিও করেছেন। আর সন্ধ্যার সময় কোথাও ঘুরতে গেলে লাইট এবং ফুল ও আবহাওয়া ভালো থাকলে মনে জুড়িয়ে যায় ঘুরতে। আর আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে সুন্দর সময় কাটাইছেন। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

এরকম সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে। আর এরকম সুন্দর পরিবেশে সময় কাটাতেও ভালো লেগেছে ভাইয়া।

 last month 

সন্ধ্যাবেলায় হাঁটাহাঁটি করে প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেগুলো দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। রাতের বেলা এসব রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে।সবগুলো ফটোগ্রাফি চমৎকার ছিল। ধন্যবাদ আপু

 last month 

সন্ধ্যাবেলায় হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। আমিও দারুণ সময় কাটিয়েছিলাম।

 last month 

এত সুন্দর রাস্তা দেখে তো আমারই ঘুরতে যেতে ইচ্ছে করছে আপু। আর সাথে যদি এমন মুখোরচক খাবার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। সব মিলিয়ে আপনার পোস্টটি আমার কাছে বেশ ভালো লাগলো। হাটাহাটি এবং বাইরে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

এই জায়গাটি সত্যি অনেক সুন্দর। আর এরকম কোন জায়গায় হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে আপু। আমিও অনেক সুন্দর সময় কাটিয়েছি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 97876.97
ETH 3483.25
USDT 1.00
SBD 3.26