অরিগ্যামি-কাঁকড়ার অরিগ্যামি তৈরি||

in আমার বাংলা ব্লগ10 days ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি অরিগ্যামি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে অরিগ্যামি তৈরি করতে অনেক ভালো লাগে। তবে শরীরটা খুব একটা ভালো নেই। তাই কোন কাজে মন বসাতে পারছি না। এরপরেও নিজের কাজগুলো করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি কাগজের কাঁকড়া সবার ভালো লাগবে।


কাঁকড়ার অরিগ্যামি তৈরি:

IMG_20240922_150056.png
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তবে এবার কাঁকড়া তৈরি করতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। এত এত ভাঁজ দিতে হয়েছে যে বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। ঠিকভাবে উপস্থাপনের জন্য প্রস্তুত করতে পারছিলাম না। এরপর বারবার ভাঁজ খুলে আবারও সঠিক ভাঁজ করে অবশেষে কাঁকড়া গুলো তৈরি করতে সক্ষম হয়েছি। এই ধরনের কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে। কাগজের কাঁকড়া তৈরি করতে বেশ সময় লেগেছিল। তবে শেষে যখন উপস্থাপন করতে যাব তখন দেখি ছবিতে একদম ভালো লাগছে না। বাস্তবে দেখতে বেশ ভালো লাগছিল। কি আর করার যেভাবে তৈরি করেছি সেভাবেই উপস্থাপন করলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কাগজের কাঁকড়া তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. কলম।

IMG20240920161503.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240920161610.jpg
Device-OPPO-A15
IMG20240920161615.jpg
Device-OPPO-A15


কাগজের কাঁকড়া তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর ভাঁজ করেছি।


ধাপ-২

IMG20240920161958.jpg
Device-OPPO-A15
IMG20240920162159.jpg
Device-OPPO-A15


এবার ভাঁজ খুলে আবার লম্বা করে ভাঁজ করেছি। এরপর ভাঁজের মাধ্যমে চারকোনা করে নিয়েছি।


ধাপ-৩

IMG20240920162242.jpg
Device-OPPO-A15
IMG20240920162413.jpg
Device-OPPO-A15


এবার কাগজগুলো আবারো সুন্দর করে ভাঁজ করেছি। যাতে করে কাঁকড়া তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৪

IMG20240920163642.jpg
Device-OPPO-A15
IMG20240920163839.jpg
Device-OPPO-A15


এবার আবার বিভিন্ন অংশের ভাঁজ করেছি। এই কাজগুলো করতে গিয়ে অনেকটা সময় লেগেছে। প্রথমে তো এলোমেলো হয়ে যাচ্ছিল।


ধাপ-৫

IMG20240920164535.jpg
Device-OPPO-A15
IMG20240920165357.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কাঁকড়ার পা তৈরি করার চেষ্টা করেছি। আর সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG_20240922_145249.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো একটি কাঁকড়া তৈরি করেছি এবং অন্যান্য কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

1726995225382.png
Device-OPPO-A15


যদি শরীর ভালো না থাকে তাহলে কোন কাজে মনোযোগ দেওয়া যায় না। আমি যখন কোন কিছু তৈরি করি তখন ভালোভাবেই তৈরি করার চেষ্টা করি। কিন্তু এবার কাঁকড়া তৈরি করতে গিয়ে আর পারছিলাম না। অবশেষে যতটুকু পড়েছি ততটুকু উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবাই ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 days ago 

আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে কাঁকড়া তৈরি করেছেন। আসলে পোস্টটি কিন্তু দারুণ ছিল। আপনি হলুদ রঙের কাগজ খুব সুন্দর করে মরিয়ে ভাঁজ করে এভাবে কাঁকড়া তৈরি করেছেন অসম্ভব লাগছে দেখতে।। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 9 days ago 

কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতে আমার ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

রঙিন কাগজের বিভিন্ন ভাজের সাহায্যে খুব সুন্দর কাঁকড়ার অরিগামি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো পোস্টটা দেখে। খুব সুন্দর ভাবে কাকড়া গুলো তৈরি করেছেন। প্রত্যেকটা ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করতে সত্যি অনেক ভালো লাগে। তবে এবার একটু বেশি ঝামেলায় পড়তে হয়েছিল আপু।

 10 days ago 

হলুদ রঙের কাগজ দিয়ে দারুন দুটি কাঁকড়া তৈরি করেছেন আপু। কাঁকড়া দুইটি দেখে ভীষণ ভালো লাগলো। মাঝে মাঝে এমন অরিগ্যামি তৈরি করতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 10 days ago 

হলুদ রঙের কাগজ ব্যবহার করে সুন্দর করে কাঁকড়া তৈরি করেছে আপু আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 10 days ago 

আপু আপনি রঙিন কাগজের তৈরি কিউট দুইটি কাকড়া তৈরি করেছেন।অরিগামি পোস্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে।এই অরিগামি গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়।আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 days ago (edited)

আমার তৈরি করা কাগজের কাঁকড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

কাকড়ার অরিগ্যামি তৈরিটি খুবই আমার খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ। আসলে এই কাঁকড়া আমি তৈরি করার জন্য কালকে চেষ্টা করেছি। আজকে আপনার ধাপ গুলো দেখে আরো ভালো লাগলো।

 9 days ago 

আমার তৈরি করা কাগজের কাঁকড়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি প্রতিটি ধাপ উপস্থাপন করার।

 10 days ago 

আপনার ডাই পোস্ট গুলো আমার খুবই ভালো লাগে। আজকে খুবই সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে এই ধরনের ডাই পোস্ট তৈরি করতে ভালো লাগে।

 9 days ago 

আমার পোস্টগুলো আপনার কাছে ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 10 days ago 

কাগজ দিয়ে কেটে কেটে কাঁকড়ার অবয়বগুলি খুব সুন্দর হয়েছে। সবথেকে সুন্দর হয়েছে চোখদুটি। বেশ সুন্দর এবং মিষ্টি দুটি চোখ। কাঁকড়া গুলি ভীষণ কিউট। আপনার অরিগামি কাজের প্রশংসা না করে পারছি না। এমন সৃজনশীল চিন্তাভাবনা বজায় থাকুক এবং আরো নতুন নতুন পশুপাখি কাগজ কেটে তৈরি করুন।

 9 days ago 

কাগজ দিয়ে কাঁকড়া তৈরি করতে খুবই ভালো লেগেছে। চোখ দুটো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

 10 days ago 

আপু অসাধারণ দুটি কাগজের কাঁকড়া তৈরি করেছেন। সত্যি আপু এগুলো ভাজ করতে হয় অনেক। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 days ago 

কাঁকড়া দেখতে আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 10 days ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর এবং কিউট দেখতে দুইটা কাঁকড়ার অরিগ্যামি তৈরি করেছেন দেখে, আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনার তৈরি করা কাঁকড়া দুইটা সত্যি অনেক কিউট লাগছে। এই ধরনের অরিগ্যামি তৈরি করার জন্য অনেক ধৈর্য লাগে। ভাঁজে ভাঁজে তৈরি করা যেমন কষ্টকর, উপস্থাপনা তুলে ধরাও মুশকিল। তবু এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে। যে কেউ চাইলে কিন্তু এরকম সুন্দর করে কাঁকড়ার অরিগ্যামি তৈরি করতে পারবে।

 9 days ago 

কাঁকড়া দেখতে আপনার কাছে কিউট লেগেছে জেনে অনেক ভালো লাগলো। সত্যিই আপু এবার এই কাঁকড়া তৈরি করতে অনেকটা সময় লেগেছে। বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57