ফটোগ্রাফি-বিভিন্ন প্রকারের জবা ফুলের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। বিভিন্ন রকমের জবা ফুল দেখতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি বিভিন্ন রকমের জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি এই ফটোগ্রাফি গুলো দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে।
বিভিন্ন প্রকারের জবা ফুলের ফটোগ্রাফি:

Location
সাদা জবা ফুল দেখলেই মনের মাঝে আলাদা রকমের প্রশান্তি খুঁজে পাই। সাদা ফুলগুলো অন্যরকমের হয়। আর সৌন্দর্যের দিক থেকে অনেক বেশি হয়। এই সাদা জবা ফুলগুলো যতই দেখি ততই ভালো লাগে। বিশেষ করে সাদা জবা ফুলের পাপড়ি গুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের। সাদা জবা ফুল দেখে আমি সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।

Location
এই জবা ফুলের পাপড়ি গুলো দেখতে অনেকটা আলাদা রকমের। লাল টকটকে জবা ফুল দেখতে অনেক ভালো লাগছিল। তবে পাপড়ি গুলো ভিন্ন রকমের হওয়াতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। এই ধরনের জবা ফুলগুলো অন্যরকমের সৌন্দর্য বহন করে। আর দেখতে খুবই ভালো লাগে। তাই আমি এই সুন্দর জবা ফুল দেখে এই ফটোগ্রাফি করেছিলাম। তাই ভাবলাম সুন্দর এই ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করি।

Location
কমলা রঙের জবা ফুল এর আগে কখনো দেখা হয়নি। বর্তমানে বিভিন্ন কালারের ফুলের আগমন ঘটেছে। আর বিদেশি প্রজাতির এই জবা ফুলগুলো সাইজের দিক থেকে অনেকটা বড়। কমলা রঙের এই জবা ফুলের পাপড়ি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। বিদেশি প্রজাতির জবা ফুল গুলো বিভিন্ন কালারের হয়। আর এই ফুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।

Location
হালকা গোলাপি রঙের এই ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। সবুজ পাতার ফাঁকে যখন সুন্দর ফুল ফুটেছিল তখন গাছের সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছিল। আর বাগানের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছিল। ফুলের সৌন্দর্য যখন বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। এই ফুলের পাপড়ি গুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তাই তো ফটোগ্রাফি করেছিলাম।

Location
সবুজ পাতার ফাঁকে যখন সুন্দর কোন ফুল ফুটে থাকে তখন গাছের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। এই সুন্দর ফুল গুলো দেখতে যেমন ভালো লাগছিল তেমনি আকর্ষণীয় ফুলের কালারটা অসাধারণ ছিল। আর দেখতেও খুবই সুন্দর ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তাইতো আমি এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আর এই ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
এতো এতো কালারের জবা ফুল। আমার কাছে সাদা জবা ফুলের কালারটি ভালো লেগেছে। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও দারুণ ছিল আপু।
জবা ফুলের প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। আর চেষ্টা করেছি সুন্দর সব ফুলের ফটোগ্রাফি করার এবং উপস্থাপন করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জবা ফুল গুলো খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা খুবই তরতাজা। আমার কাছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি টা বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া জবা ফুল সত্যি অনেক সুন্দর। আর ফুল গুলো দেখতে খুবই ভালো লেগেছে।
আমি লাল রঙের জবা ফুল যেমন পছন্দ করি তেমনি সাদা রঙের জবা ফুল গুলো অনেক বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে জবা ফুলের গাছ আছে সারা বছর জবা ফুল পুষ্পঠিত হয়। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
লাল রঙের জবা ফুল দেখতে যেমন সুন্দর তেমনি সাদা রঙের জবা ফুল দেখতে অনেক সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বিভিন্ন রকমের জবা ফুল একত্রে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এভাবে বিভিন্ন জাতের জবা ফুল সবসময় একসাথে থাকার সুযোগ হয়ে ওঠেনা আজকে দেখতে পেয়ে কই ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বিভিন্ন রকমের জবা ফুলের ফটোগ্রাফি একসাথে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।
জবা ফুল দেখতে সত্যি সুন্দর। এই ফুল গুলো দেখতে একটু অন্যরকম সুন্দর হয়ে থাকে। সারা বছরই হলে দেখা পাওয়া যায়। জবা ফুলের রং এর বাহার রয়েছে। আপনার ফটোগ্রাফিতে দেখতে পেলাম বিভিন্ন রঙের জবা ফুল। আমাদের বাড়িতেও লাল রঙের জবা ফুলের গাছ রয়েছে। তবে সাদা রঙের জবা ফুলটা আপনার ফটোগ্রাফিতে দেখতে একটু বেশি ভালো লাগছে।। বাকি ফটোগ্রাফি গুলোও চমৎকার হয়েছে আপু। চমৎকার উপস্থাপনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
একদম ঠিক বলেছেন আপু এই ফুলগুলো সারা বছর পাওয়া যায়। আর ফুল গুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয়।
জবা ফুল দেখতে আসলেই খুব ভালো লাগে। বিশেষ করে সাদা রঙের জবা ফুল দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক বিভিন্ন ধরনের জবা ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সাদা ফুলগুলো অনেক বেশি সুন্দর হয়। আর জবা ফুল দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই তো ফটোগ্রাফি করেছি এবং উপস্থাপন করেছি।
খুব ছোট বেলায় আমাদের বাড়িতে হালকা গোলাপি রঙের একটি জোড়া জবার গাছ ছিল। কি যে ভালো লাগতো দেখতে। বর্তমানে সেই জোড়া জবারই কত রকমের যে রং তা নিজেও জানিনা। আপনার প্রতিটি জবা ফুলের ছবি কি চমৎকার হয়েছে। মুগ্ধ হয়ে তাকে দেখলাম।
এটা ঠিক বলেছেন আপু বর্তমানে অনেক রকমের জবা ফুল দেখতে পাওয়া যায়। আগেকার সময়ে এত কালারের জবা ছিল না।
https://x.com/Monira93732137/status/1898776872680669328?t=UaaUpuh-5iJQaNU8kBWZRw&s=19