লাইফস্টাইল-নিজের জন্য কিছুটা সময়||

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। লাইফ স্টাইল পোস্ট শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর আজকে আমি একটি লাইফ স্টাইল পোস্ট আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


নিজের জন্য কিছুটা সময়:

IMG_20240919_124512.jpg
Device-OPPO-A15
Location


আমরা আমাদের ব্যস্ত জীবনে হয়তো নিজের জন্য সময় বের করতেই পারি না। পরিবার, সংসার, কিংবা পড়াশোনা সব কিছু সামলাতে সামলাতেই সময়টা পার হয়ে যায়। নিজের জন্য একটুখানি সময় বের করাও যেন অনেকটা কল্পনার মত। তবে আমি আমার ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি নিজের জন্য একটুখানি সময় বের করার। সুস্থ থাকতে হলে নিজেকে সময় দিতে হবে। নিজের জন্য কিছু করতে হবে। তাই আমি চেষ্টা করছি সন্ধ্যার পরে নিজেকে একটু সময় দেওয়ার।


IMG_20240919_124451.jpg
Device-OPPO-A15
Location


সব ক্লান্তি, কিংবা গ্লানি, কিংবা ব্যস্ততা সবকিছুকে পিছনে ফেলে সন্ধ্যা বেলায় বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরাঘুরি করার উদ্দেশ্যে। সন্ধ্যার পর ঘুরতে আমার বেশ ভালো লাগে। একদিকে যেমন হাঁটাহাঁটি করা হয় অন্যদিকে মানসিক শান্তি পাওয়া যায়। প্রকৃতির নির্মল বাতাস আর সুন্দর প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। তাই আমি চিন্তা করেছি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটু নিজের জন্য সময় বের করবো। আর চলে যাব আমার বাসার খুবই কাছের একটি পার্কে।


IMG_20240919_124543.jpg
Device-OPPO-A15
Location


সেই ভাবনা থেকে আমি এই সুন্দর জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যার পরে অনেকটা নির্জন ছিল জায়গাটি। তবে অনেকে সেখানে হাঁটাহাঁটি করতে এসেছিল। কোন কোলাহল নেই। যে যার মত হাঁটাহাঁটি করছিল। চারপাশে বিভিন্ন রকমের ফুল গাছ থেকে শুরু করে লাইটিং সবকিছুই ছিল। মূলত একটি বড় পুকুরের চারপাশে সুন্দরভাবে এই পার্ক তৈরি করা হয়েছে। বসার জন্য যেমন বিভিন্ন জায়গার রয়েছে তেমনি বিভিন্ন রকমের ফুল গাছে। সব মিলিয়ে এই জায়গাটি আরো বেশি সুন্দর হয়ে উঠেছে


IMG_20240919_124623.jpg
Device-OPPO-A15
Location


আমি অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম। নিজের জন্য একটুখানি সময় বের করা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। এই পার্কটিতে দিনের বেলায় হয়তো অনেক মানুষের ভিড় থাকে। তাই আমি চিন্তা করেছি সন্ধার পরেই যাবো। প্রতিদিন সন্ধ্যাবেলায় যদি একটু ঘুরতে যাই তাহলে অনেক ভালো লাগবে। একদিকে হাঁটাহাঁটি করাও হয়ে যাবে অন্যদিকে মানসিক শান্তি পাওয়া যাবে। তাই আমিও নিজের মানসিক শান্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম। আর অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম।


IMG_20240919_124425.jpg
Device-OPPO-A15
Location


আমার কাছে মনে হয় সুস্থ থাকাটা অনেক বেশি জরুরী। কিন্তু আমরা ব্যস্ততার অজুহাতে নিজের জন্য একটু সময় বের করতেই চায় না। কিংবা একটু হাঁটাহাঁটি করতে চাই না। আমি ঠিক করে নিয়েছি এখন থেকে নিয়মিত সেখানে ঘুরতে যাবো এবং প্রতিদিন কিছুটা সময় সেখানে কাটাবো। জানিনা আমার এই লাইফ স্টাইল পোস্ট আপনাদের কেমন লেগেছে। তবে সন্ধ্যার পর একটু হাঁটাহাঁটি করতে অনেক ভালো লেগেছে। আর সুন্দর এই জায়গাটি আমার ভীষণ প্রিয়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 11 days ago 

জী আপু মাঝে মাঝে নিজের জন্যও সময় দিতে হয়। তা না হলে আমরা তারাতারি অুসুস্থ হয়ে যাবো। ব্লগটি অনেক সুন্দর হয়েছে, তবে ফটোগ্রাফি গুলো কিছুটা ঝাপসা হয়েছে। যায়হোক সব মিলিয়ে দারুন উপস্থানা করেছেন। ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

আপনার কথায় যুক্তি আছে। নিজেকে ভালো রাখতে ভালো থাকতে অবশ্যই সময় তৈরি করে প্রশান্তির খোঁজে যে কোন স্থানে সময় পার করা প্রয়োজন। রাখতে পরিবেশের মাঝে যদি ঘোরাফেরা করা যায় তাহলে অন্যরকম ভালোলাগা জাগ্রত হয় মনে। যাই হোক আপনার এই পোস্ট আমার কাছে অনেকটা ভালো লাগলো।

 12 days ago 

মানসিক শান্তির জন্য হলেও নিজের জন্য একটু সময় রাখা খুবই দরকারী ভাইয়া। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 13 days ago 

আপনি ঠিক বলেছেন আপু। আমাদের জন্য সুস্থ থাকাটাই বড় বিষয়। কারণ যে যত সুস্থ সে তত মনের দিকতে প্রশান্তিতে থাকতে পারে। তাই শরীর সুস্থ রাখতে আমাদের কিন্তু অনেক কিছু মেনে চলা উচিত এবং নিজেকে সময় দেওয়া প্রয়োজন। তাই মাঝেমধ্যে আমিও বাইরে পরিবেশে ঘোরাঘুরি করতে জায়।

 12 days ago 

ঠিক বলেছেন আপু সুস্থ থাকা খুবই দরকারি। তাই মানসিক শান্তিটা অনেক বেশি দরকারি। অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 8 days ago 

পরিবার নিয়ে আমরা যতই ব্যস্ত থাকি না কেন দিনশেষে অন্তত নিজেদের জন্য কিছুটা সময় বের করা উচিত। নিজেকে ভালো রাখার জন্য মানসিক শান্তির দরকার আর তার জন্য দরকার একটু ঘোরাঘুরি। বেশ ভালো লাগলো আপনার ঘোরাঘুরি মুহূর্ত দেখে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57