অভিনন্দন তোমাকে গোল্ডেন এ প্লাস এর জন্য||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে আনন্দের অনুভূতিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। আর মন থেকেই আপনাদের অনেক আপন মনে করি। তাই তো সবসময় নিজের ভালোলাগা কিংবা কষ্টের অনুভূতিগুলো শেয়ার করি। তেমনি আজকে আমি আমার খুবই আনন্দের একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
অভিনন্দন তোমাকে:

আমাদের এই ক্ষুদ্র জীবনে সময় গুলো খুব দ্রুতই পেরিয়ে যায়। কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরে আমরা বাঁচার চেষ্টা করি। আর সেই মানুষগুলো যখন ধীরে ধীরে বেড়ে উঠে তখন আমাদের চিন্তা অনেক বেড়ে যায়। তাদের ভবিষ্যৎ চিন্তা আমাদের কেউ কুড়ে কুড়ে খায়। একজন সন্তানকে নিয়ে বাবা-মায়ের যেমন চিন্তা হয় তেমনি বড় বোন কিংবা ভাইদেরও অনেক চিন্তা থাকে। আমার বোন এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং গোল্ডেন এ প্লাস পেয়েছে। বোন তুমি জীবনের এক ধাপ এগিয়ে গেলে। সফলতার সাথে গোল্ডেন এ প্লাস পেয়ে নিজের সফলতার পথে আরেক ধাপ এগিয়ে গেলে।
জীবনের সফলতা এমনি এমনি আসে না। কঠোর পরিশ্রম আর দিকনির্দেশনার কারণেই সফলতা আসে। কিন্তু এখন তুমি সফল হয়েছে মানে এই নয় পরবর্তীতে এভাবেই সফল হবে। এর জন্য অবশ্যই মনবল স্থির করতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে। বোনের এই সফলতা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। রেজাল্ট দেয়ার আগ মুহূর্তে আমার এতটাই কষ্ট হচ্ছিল যেটা বলে বোঝানোর মত নয়। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ পাথর চাপা দিয়ে আছে। ভেতরটা একদম কেমন যেন লাগছিল।
সময় যত যেতে লাগলো আমার হাত পা যেন একদম ঠান্ডা হয়ে আসছিল। আসলে এই অনুভূতিটা বলে বোঝানোর মত নয়। অবশেষে আমি প্রথম রেজাল্ট দেখি। যখন দেখতে পেলাম সে গোল্ডেন এ প্লাস পেয়েছে তখন সত্যিই অনেক ভালো লেগেছে। আর আমি যে তাকে রেজাল্ট জানাবো সেই অনুভূতিটা মনে হয় হারিয়ে ফেলেছিলাম। আসলে কিছু কিছু সময় এমন একটা অবস্থা তৈরি হয় যখন আনন্দে নিজের মুখের ভাষা হারিয়ে যায়।
হয়তো আনন্দের অনুভূতিটা ক্ষণস্থায়ী। কিন্তু সেই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকে। আর আজকে আমি সত্যিই অনেক আনন্দিত। ভাই বোনের সফলতা দেখলে অনেক ভালো লাগে। কিংবা কাছের আপনজনদের সফলতা দেখলে ভালো লাগে। আমারও অনেক ভালো লেগেছে। জানিনা জীবনে কতটুকু সফল হতে পারবে। তবে সে যেন জীবনে সব সময় ভালো সিদ্ধান্ত নেয় এবং ভালো কিছুর দিকে এগিয়ে যায় এই প্রার্থনা সব সময় করি।
সবশেষে একটি কথাই বলতে চাই বোন তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো। তুমি যেন জীবনে ভালো কিছু করতে পারো এই প্রার্থনা সব সময় করি। তবে ভালো ক্যারিয়ার গড়ার আগে ভালো মানুষ হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন ভালো মানুষ হওয়াটা মোটেও কঠিন নয়। চেষ্টা করলেই সম্ভব। আমি চাই তুমি ভালো একজন মানুষ হয়ে নিজের জীবন গড়। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমি আমার ক্ষুদ্র অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আমার অনুভূতি জানতে পেরে আপনাদের ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1943236452835619095?t=ly4tp-5VNDM7YIurfAFCtQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1943331214431330600?t=tT1-C9h7geh9TAKCAgr2cA&s=19
ছোট বোনকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দোয়া করি ও যেনো ভালো মানুষ হয়। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার মানষিকতা তৈরি হয়। মানুষের জন্য কাজ করার ক্ষমতা অর্জন করতে পারে। অনেক অনেক দোয়া ও ভালোবাসা ছোট বোনটির জন্য।