রেসিপি-টক মিষ্টি ঝাল কাঁচা আম মাখা রেসিপি|

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মজার মজার খাবার তৈরি করতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আর লোভনীয় খাবারগুলো তৈরি করতে বেশি ভালো লাগে। তাইতো আজকে আমি খুবই মজার একটি খাবারের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


টক মিষ্টি ঝাল কাঁচা আম মাখা রেসিপি:

IMG_20250426_124135.jpg
Device-OPPO-A15
IMG_20250501_161423.jpg
Device-OPPO-A15


এই সময় কাঁচা আম খুব সহজেই পাওয়া যাচ্ছে। আর কাঁচা আম ভর্তা কিংবা কাঁচা আম মাখা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। টক মিষ্টি ঝাল কাঁচা মাখা নামটি শুনলেই জিভে জল চলে আসে। তাই সেদিন সকাল বেলায় মনে হল গাছ থেকে কয়েকটা আম পেড়ে এরপর কাঁচা আম মাখা রেসিপি তৈরি করবো।যদিও আম খুব একটা বড় হয়নি। তবে খাওয়ার মত হয়ে গিয়েছে। তাই আমি টক মিষ্টি ঝাল কাঁচা আম মাখা তৈরি করার জন্য সব কিছু প্রস্তুত করেছিলাম। এর মধ্যেই দেখি অনেকে চলে এসেছে। আসলে এই লোভনীয় খাবার গুলো দেখলে সবাই ভিড় জমায়। এরপর যখন এই খাবারটি তৈরি হয়েছে তখন সবাই মিলে খেয়েছি। সত্যি কথা বলতে এই খাবারগুলো সবাই মিলে খাওয়ার মাঝে অন্য রকমের আনন্দ আছে। একা একা খেতে খুব একটা ভালো লাগে না। এবার চলুন দেখে নেয়া যাক এই রেসিপি তৈরির পদ্ধতি এবং উপকরণসমূহ।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
কাঁচা আম১ কেজি
চিনিপরিমান মত
কাঁচা মরিচ২ চামচ
শুকনা মরিচ৫ টি
লবণপরিমাণমতো
সরিষার তেল৩ চামচ

IMG_20250426_130442.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG_20250426_133040.jpg

IMG20250426104209.jpg


প্রথমে কাঁচা আমগুলো সংগ্রহ করা হয়েছে। এরপর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে।


ধাপ-২

IMG_20250426_133014.jpg

IMG_20250426_133022.jpg


এবার ধীরে ধীরে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। যাতে করে খুব সহজেই প্রস্তুত করা যায়। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG_20250426_133117.jpg

IMG_20250426_133145.jpg


এবার আমগুলো সুন্দর করে কুচি কুচি করে নেওয়া হয়েছে। এই কাজে আমাকে আরো একজন সাহায্য করেছিল তাই দ্রুতই আমগুলো মাখানোর জন্য প্রস্তুত হয়েছে। সাথে কাঁচা মরিচ কুচিকুচি করে কেটে নেওয়া হয়েছে।


ধাপ-৪

IMG_20250426_133208.jpg

IMG20250426121127.jpg


এবার এর মধ্যে মিষ্টি ফ্লেভার আনার জন্য পরিমাণ অনুযায়ী চিনি দিয়েছি। চিনির পরিমাণ মোটামুটি বেশি দিয়েছি। যাতে করে টক মিষ্টি ঝালের কম্বিনেশন টা একেবারে জমে যায়।


ধাপ-৫

IMG20250426121419.jpg

IMG20250426122257.jpg


এবার শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে। এরপর এর মধ্যে সরিষার তেল দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মজার এই আম মাখা তৈরি হয়েছে।


উপস্থাপনা:

IMG_20250426_124116.jpg
Device-OPPO-A15


আম মাখা তৈরি হওয়ার সাথে সাথেই পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। আসলে সেভাবে ভাগে পাওয়া যায়নি আর কি😆। এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। তাই যে যার মত করে দ্রুতই খেয়ে ফেলেছিল। আমি যেহেতু খুব তাড়াতাড়ি টক খাবারগুলো খেতে পারি না তাই অল্প পরিমাণে খেয়েছিলাম। তবে খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার আনন্দটা অনেক ভালো লেগেছিল। আপনারা যারা টক মিষ্টি ঝাল কাঁচা আম মাখা খেতে পছন্দ করেন তারা এভাবে খেয়ে দেখতে পারেন। খুব সহজেই এই খাবারটি তৈরি করা যায় আর খেতে ভালো লাগে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 months ago 

কাঁচা আম মাখা আমার খুব পছন্দের। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। সবাই মিলে একসাথে এরকম কাঁচা আম মাখা খেতে খুব ভালোই লাগে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

কাঁচা আম মাখা খেতে পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই ধরনের খাবার গুলো খেতে সবাই পছন্দ করে।

 4 months ago 

Screenshot_2025-05-02-09-23-52-27.jpg

Screenshot_2025-05-02-09-16-03-73_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-05-02-09-24-54-18.jpg

 4 months ago 

অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন আপনি, যেটা দেখে আমার তো খুব লোভ লেগেছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। যা দেখেই তো আমার অনেক বেশি লোভ লাগলো।

 4 months ago 

একদম ঠিক বলেছেন আপু মজার মজার খাবার তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে।

 4 months ago 

অনেক মজাদার রেসিপি আপনি তৈরি করেছেন। রেসিপি টা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে খুব লোভ ও লেগেছে। দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক মজাদার ছিল। রেসিপি টা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

এই ধরনের খাবার গুলো দেখলে সত্যিই লোভ লেগে যায়। আর খেতেও ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 4 months ago 

আজকে আপনি টক মিষ্টি ঝাল কাঁচা আম মাখা রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি দেখেই জিভে পানি চলে এসেছে! আমি আগেও কাঁচা আম এভাবে মাখিয়ে খেয়েছি, কিন্তু আপনার টিপসগুলো অনেক কাজের মনে হলো। পরীক্ষা করে দেখবো! আপনার রেসিপিতে কাঁচা আমের সাথে কাঁচা মরিচ আর কলা পাতার কম্বিনেশন অসাধারণ। আপনি ধাপে ধাপে রেসিপিটি সম্পন্ন করেছেন এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 4 months ago 

টক মিষ্টি ঝাল কাঁচা আম মাখা খেতে অনেক ভালো লাগে। এই ধরনের খাবার গুলো খেতে সবাই পছন্দ করে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনার এই আম মাখা দেখেই যেন গালের চারিপাশ থেকে টকে জল চলে আসলো। অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু একটি খাবার। এই টক-ঝাল মিষ্টি আম মাখা দেখলেই বাচ্চা থেকে বুড়ো সবার মুখেই জল চলে আসবে। এত সুন্দর একটি লোভনীয় খাবার আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আম মাখা খেতে দারুণ হয়েছিল। এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago 

আপনার এই মজাদার আম মাখা রেসিপিটি দেখে অনেকগুলো লেগে গেল। কারণ এভাবে আম মাখা করে খেতে আমারও ভীষণ ভালো লাগে। কিছুদিন আগেও আমরা নিজেরাও এভাবে তৈরি করে খেয়েছিলাম। আচ্ছা আপনার তৈরি করা রেসিপিটি দেখে আবারও জিভে জল চলে আসলো। এভাবেই সব সময় যেকোনো জিনিস একসাথে তৈরি করে খেতে ভালোই লাগে। আপনারাই মজাদার আম মাখা আমার কাছে দারুন লাগলো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110652.20
ETH 4297.79
USDT 1.00
SBD 0.83