Incredible India monthly contest December #1|My resolution 2024.

in Incredible India7 months ago

Incredible India monthly contest December #1My resolution 2024..png

''Edited by canva''

Hello,

Everyone,
সকলের জন্য রইল নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ২০২৪ এর HAPPY NEW YEAR🎉একটি বিষয় আমরা সকলে অবগত এবং চিরন্তন সত্য। তাহলো সময়, সময় প্রবাহমান এবং পরিবর্তনশীল সুতরাং আমাদের জীবনটা ও পরিবর্তনশীল। সময়ের সাথে সাথে আমাদের জীবনের ভাবনা চিন্তাগুলো ও পরিবর্তিত হয়। আমাদের জীবনে প্রতিনিয়ত নতুন কিছু ঘটছে এবং ঘটবে। নতুন কিছু গ্রহণ করছিএবং গ্রহণ করব। "পরিবর্তন" এটাই জীবনের ধারা।

আগত নতুন বছরে আমার জন্য কিছু Resolations পরিকল্পনা করেছি।২০২৪ সালের resolation নিয়ে মাসিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বছরে আমি আমার regulations গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং সেই সাথে নিয়ম অনুসারে আমি আমার কিছু স্টিমিয়াম বন্ধুদের@baizid123,@sairazerin, @sakib012 কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

image.png

1. What resolution do you make and follow for the upcoming year?''

beauty-2190682_1280.jpg

pixabay

প্রথমত:

অন্যদের মতো আমিও মনে করি যে, আমাদের প্রথম ersulationহওয়া উচিত নিজের প্রতি যত্নবান হওয়া । আমরা অধিকাংশ সাধারণ গৃহিণীরা পরিবারের সকলের প্রতি দায়িত্ব-কর্তব্য এবং সংসার সামলাতে গিয়ে আমরা আমাদের নিজেদের প্রতি কোন খেয়াল রাখি না। নিজের যত্ন নেই না। সংসারের ব্যস্ততার কারণে সময় মত খাবারটা পর্যন্ত খেতে পারি না। এটা করা আমাদের একান্তই উচিত না। কেননা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে সংসারটা কে সামলাবে? তাই আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে ,আমি আমার এই অভ্যাসগুলো কে পরিবর্তন করব এবং নিজের প্রতি যত্নবান হব।

দ্বিতীয়ত:

আমি সংসার সামলানোর জন্য অনেক পরিশ্রম করি। কিন্তু আমি মনে করি আমাকে আরো বেশি কঠোর পরিশ্রমী হতে হবে। কেননা সংসারে সমস্ত দায়িত্ব- কর্তব্যের ভার আমার উপর। এগুলো আমাকে একাই সামলাতে হয়। কঠোর পরিশ্রম করে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং আমার নিজের একটা পরিচয় তৈরি করতে হবে তাই আমাকে কঠোর পরিশ্রমের উপর গুরুত্ব দিতে হবে ।কেননা কঠোর পরিশ্রম ছাড়া নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না।

তৃতীয়ত:

আমি সারাদিন খুব ব্যস্ত থাকি। এই ব্যস্ততার কারণে আমি আমার সন্তানকে যথাযথ সময় দিতে পারি না। আমি খেয়াল করে দেখলাম ওকে সময় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কেননা সময় না দেওয়ার কারণে ওর লেখাপড়া এবং মানসিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে। ওকে সুন্দর এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ওকে আমার যথাযথ সময় দেওয়া একান্ত প্রয়োজন। আমার বেখেয়ালিপণার জন্য যেন আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে না যায় ।তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ,আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার সন্তানকে যথাযথ সময় দিতেই হবে।

pexels-andrea-piacquadio-3771115.jpg
pixel

চতুর্থ:

আমি খুব বেশি টেনশনে থাকি। এই টেনশন আমাকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অতিরিক্ত টেনশনের কারণে কোন কিছু মনে রাখতে পারি না এবং নিজেকে কোন কাজে স্থির করতে পারিনা। যার কারনে যে কোন বিষয়েই আমি পিছিয়ে থাকছি। যে কোন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার ধৈর্য কমে যাচ্ছে দিনের পর দিন। এই দুশ্চিন্তার কারণে যে কোন কাজ গুছিয়ে সঠিক সময়েকরতে পারিনা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যথা সম্ভব নিজেকে এই দুশ্চিন্তা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে।

legs-7371918_1280.jpg
pixabay

পঞ্চমত:

আমাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে। ধৈর্য মানুষকে কঠোর পরিশ্রমী করে তুলতে সক্ষম। জীবন সংগ্রামের জয়ী হতে হলে ধৈর্য আর কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। কথায় আছে, "পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ"

জীবন সংগ্রামে ধৈর্যের সাথে একা সংসার এবং সন্তান সামলাচ্ছি। সন্তান এবং সংসার এর বাইরে আমি আমার পরিশ্রমের মাধ্যমে নিজের একটি পরিচয় গড়ে তুলতে চাই। ৫-৬ মাস হয়ে গেল স্টিমিট প্লাটফর্মে কাজ করছি। এই প্লাটফর্মটা হচ্ছে একটি কর্মস্থল। আমার বিশ্বাস এ প্লাটফর্মের মাধ্যমে আমি আমার একটি পরিচয় গড়ে তুলতে পারব। ইনক্রেডিবল ইন্ডিয়ান কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার পারিবারিক কিছু ঝুটঝামেলার কারণে এই প্লাটফর্মে আমি যথাযথ সময় দিতে পারছি না।

তবে আশা করছি আমি নতুন বছরে নিজেকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো এবং একটা সময় অবশ্যই সফলতা অর্জন করব।

image.png

2. How would your resolution be useful for you and others? Describe.

উপরে উল্লেখিত রেজুলেশন গুলো আমার জীবনের সফলতা বয়ে আনবে। আমি অন্যের ভালো তখনই করতে পারব, যখন আমি নিজে ভালো থাকবো এবং এবং নিজে একটি ভালো পরিচয় গড়ে তুলতে পারব। একজন সফল এবং আত্মনির্ভরশীল মানুষের পক্ষেই সম্ভব একজন অসহায় মানুষকে সহায়তা করতে।

3. Do you think the resolution is essential to overcome something? Justify your answer..

আমরা কেউই সর্বগুনে গুণান্বিত নয় এবং সর্বদিক থেকেও সুখী নই। তবে হ্যাঁ ,আমি মনে করি resulations অত্যন্ত কার্যকরী নিজেকে সংশোধন এবং নিজেকে সঠিকভাবে তৈরি করার জন্য।
image.png

আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Sort:  
 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু ব্যস্ত থাকার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অংশ গ্রহণ করতে পারিনি। ভেবে ছিলাম আজ লিখব।তো দেখি সময় অতিবাহিত হয়েগেছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন বিষয়টি কে।

 7 months ago 

আমার পোস্টটি পরিদর্শন করার জন্য সবার প্রথমে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ

 7 months ago 

আপনাকে ও ধন্যবাদ আপু।

 7 months ago 

সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমাকে আমন্ত্রিত করার জন্য। এটা ঠিক যে মানুষ সংসারের দায়িত্ব পালন করতে করতে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেনা আপনি খুবই ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন যে 2024 সালে শরীরে প্রচুর যত্ন নিতে চান। এবং আপনি আপনার সংসারে আরও বেশি কঠোর পরিশ্রম করতে চান এটা সব মেয়েই চাই যে তার সংসারে আরো বেশি পরিশ্রম করে সংসার আরো বেশি ভালো করে সাজিয়ে নেবে।

ও আরো অনেক কিছু আপনার ২০২৪ সালের পরিকল্পনা জানতে পারলাম যা জেনে অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

 7 months ago 

আমার পোস্টে পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...
 7 months ago 

নতুন বছরের প্রত্যাশায় আপনি নিজের যাবতীয় মানসিক স্বাস্থ্যের উন্নতির বিষয়ে ভেবেছেন। সত্যি আপনার উপরে অনেক বেশি কাজের চাপ। এই চাপ নিতে মাঝে মাঝে আপনি খুব অসুবিধায় পড়ে যান ‌। কিন্তু তারপরও আপনি আপনার দায়িত্ব থেকে এতটুকু সরে যাননি। ছেলেকে আপনার আরও বেশি সময় দেওয়া উচিত এটি আপনি গভীরভাবে উপলব্ধি করছেন। এবং আপনার নিজেরও ধৈর্য বাড়ানো দরকার এই বিষয়টি বুঝতে পেরেছেন। সত্যিকার অর্থে ধৈর্য্যই পারে সকল সমস্যার সমাধান করে দিতে। সব মিলিয়ে আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো

 7 months ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পরিদর্শনও কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনি আপনার নিজের জীবন থেকে যেভাবে জিনিসগুলো বর্জন করতে চান এবং যে জিনিসগুলো অর্জন করতে চান। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম করতে চান চিন্তা মুক্ত থাকতে চান। এবং নিজেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় নিজেকে সময় দিতে চান। আসলে আমরা সবসময় চেষ্টা করে নিজেকে একটু ভালো রাখার জন্য। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে মাঝে মাঝে দেখা যায়, আমরা সেটা করতে পারি না। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 7 months ago 

আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন পুরনো বছরের ঝুট-ঝামেলা গুলো ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে নতুন বছরে যেন নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারি।

যাই হোক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ভাল থাকবেন।

 7 months ago 

একদম শেষ মুহূর্তে এসে কন্টেস্টে অংশ নেয়ার জন্যে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। নিজের প্রপ্তি যত্ন নিয়ে সংসারের কাজ ঠিকমত করে, পরিবার কে ঠিকঠাক সময় দিয়ে আপনার আগামী সুন্দর কাটুক এই কামনা করি।

আপনার জন্যে অনেক শুভকামনা।

 7 months ago 

নতুন বছরের শুভেচ্ছা রইলো 🎊🎈আপনি নতুন বছরের রেজোলিউশন গুলো তুলে ধরেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ আপনার নতুন বছরের দিন গুলো বেশ সুন্দর ভাবে কাটুক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 7 months ago 

আপনাকেও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা । আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

অগ্রিম হ্যাপি নিউ ইয়ার।।।

২০২৪ সালে আপনার পরিকল্পনা গুলো শেয়ার করেছেন ।। সেখানে বলেছেন নিজের প্রতি যত্ন আরো বাড়াবেন কারণ বেশিরভাগ গৃহ িনী পরিবারের সেবা করতে যেয়ে নিজের প্রতি যত্ন হারিয়ে ফেলে।।

সেই সাথে আপনি আরো বেশি পরিশ্রম করবেন ।। আরো যা যা করবেন সকল কিছুই খুব সুন্দর হবে উল্লেখ করেছেন।।

 7 months ago 

আপনাকেও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি আমার নিজের প্রতি অত্যন্ত অযত্নশীল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নতুন বছরের সবার প্রথমে আমি আমার নিজের প্রতি যত্নশীল হব। দোয়া করবেন আমি যেন আমার রেজুলেশন গুলো পূরণ করতে পারি।

আপনার জন্য শুভকামনা রইল। আগামী নতুন বছর যেন আপনার মঙ্গল বয়ে আনি। ভাল থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলার জন্য।আমার খুব ইচ্ছা ছিল প্রতিদিন অংশগ্রহণ করার কিন্তু আমি পারিবারিক সমস্যার কারণে অংশগ্রহণ করতে পারেনি আর এখন তো এর মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের সাথে আপনার এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 7 months ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে করে আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তবে আপনি এই কথাটি একদম ঠিক বলেছেন যে মানুষ সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতি খেয়ালও রাখা হয় না। আপনি এটা ঠিক করেছেন ২০২৪ সালে আপনার শরীরের প্রচুর যত্ন নিতে চান।আর সংসারের প্রতি আরো কঠিন পরিশ্রম করতে চান কারণে সংসারে সম্পূর্ণ ভার আপনার উপরে । আর হ্যাঁ এটাও ঠিক অতিরিক্ত টেনশন করলে কোন কাজ ঠিক মতন করা যায় না কাজ সবসময় পিছিয়ে থাকে। ২০২৪ সালে আরো ধৈর্যবান হতে চান। ধৈর্য মানুষকে কঠোর পরিশ্রম করে তুলতে সক্ষম।

আপনার ২০২৪ সালে পরিকল্পনা করে জানতে পারলাম আমি জেনে খুব ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা সামনের দিকে আরও এগিয়ে যান। থ্যাঙ্ক ইউ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60972.21
ETH 3388.11
USDT 1.00
SBD 2.55