নাটক রিভিউ || ভালো থেকো

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে ভালো থেকো। এই নাটকটি ৪/৫ দিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনী। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



Screenshot_20250706_024607_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকভালো থেকো
রচনাকান্তি ভূষণ তরফদার
পরিচালনাইমরাউল রাফাত
অভিনয়েইয়াশ রোহান,তানজিম সাইয়ারা তটিনী,মনিরা আক্তার মিঠু এবং আরও অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্রচার৫ই জুলাই ২০২৫
দৈর্ঘ্য১ ঘন্টা ১৮ মিনিট
প্লাটফর্মইউটিউব


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়িকা তটিনী সী বিচের মধ্যে তার প্রাক্তন প্রেমিককে মারধর করছে। কারণ তটিনীর প্রাক্তন প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করেছে এবং সেই মেয়েকে নিয়ে সেখানে হানিমুনে গিয়েছে। তো তটিনী যখন তার প্রাক্তন প্রেমিককে মারধর করছে, সেই দৃশ্য ইয়াশ রোহান অনিচ্ছাকৃতভাবে তার ক্যামেরায় ক্যাপচার করে ফেলেছে। মূলত রোহান তার বন্ধুদের সাথে সী বিচে ঘুরতে গিয়েছিল। তো তটিনী সেখানে নিজের ব্যাগ ফেলে চলে যায় এবং পরবর্তীতে রোহান তটিনীকে খুঁজে বের করে সেই ব্যাগটা ফেরত দেয়। তো এভাবেই তাদের পরিচয় হয়। পরবর্তীতে তাদের আরও বেশ কয়েকবার দেখা হয়ে যায়। তো ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তো রোহান তার মা বাবার কাছে তটিনীর কথা বলে।


Screenshot_20250710_230621_YouTube.jpg

Screenshot_20250710_230638_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

কারণ সে তটিনীকে বিয়ে করতে চায়। তবে রোহানের মা রাজি হতে চায় না। কারণ তটিনীর মা বাবা নেই এবং তটিনী ছোট থেকেই তার মামা মামীর কাছে বড় হয়েছে। কিন্তু পরবর্তীতে রোহান যখন তার বাসায় তটিনীকে নিয়ে যায় এবং তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয়,তখন রোহানের মা রাজি হয়ে যায়। তারপর তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের দিনগুলো বেশ আনন্দে কাটছিলো। কিন্তু তটিনীর হঠাৎ করে বড় অসুখ ধরা পড়ে। অর্থাৎ সে ক্যান্সারে আক্রান্ত এবং বেশিদিন বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু এসব ব্যাপারে রোহান কিছুই জানতো না। তটিনী রোহানকে তার অসুখের কথা বলেনি। কারণ রোহান শুনলে ভীষণ কষ্ট পাবে। যাইহোক তটিনী ভাবে যে তারা একটা বাচ্চা নিবে। কিন্তু রোহান তাতে রাজি হয় না। রোহান বলে যে আরও কিছুদিন পরে তারা বাচ্চা নিবে।


Screenshot_20250710_230717_YouTube.jpg

Screenshot_20250710_230918_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

কিন্তু হঠাৎ করে তটিনী প্রেগন্যান্ট হয়ে যায় এবং সেটা শুনে রোহানের মা বাবা ভীষণ খুশি হয়। কিন্তু রোহান এতে করে একেবারেই খুশি হয় না। বরং রোহান অনেক রাগারাগি করে তটিনীর সাথে। তো তটিনী তখন বাধ্য হয়ে রোহানকে তার ক্যান্সারের কথা জানায় এবং রোহান সেটা শুনে একেবারে ভেঙে পড়ে। কিন্তু তটিনীর ইচ্ছাকে গুরুত্ব দেয় রোহান এবং সবসময় তটিনীর যত্ন করতে থাকে। কিন্তু ডক্টর বলে এই মুহূর্তে বেবি নেওয়াটা তাদের ঠিক হয়নি। কারণ এটা অনেক বড় রিস্ক হয়ে গিয়েছে। হয়তো তটিনী এবং বাচ্চা দুজনেই মারা যেতে পারে। কিন্তু পরবর্তীতে তটিনীর সন্তান হয় এবং তারা সন্তান পেয়ে ভীষণ খুশি হয়। তবে রোহান হঠাৎ করে হসপিটালে অসুস্থ হয়ে পড়ে যায়। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।


Screenshot_20250710_231013_YouTube.jpg

Screenshot_20250710_231126_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


আসলে আমাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যায়, যার ফলে জীবনটা এলোমেলো হয়ে যায়। তখন সুখ নামক পাখিটা আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায়। এই নাটকেও এমনটা দেখা গিয়েছে। তটিনী যে ক্যান্সারে আক্রান্ত, এটা জানার পর তার জীবনটা একেবারে পাল্টে যায়। সে রোহানের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারছিলো না,আবার সে একা একা কষ্টের বোঝাও বয়ে বেড়াতে পারছিলো না। কিন্তু নাটকের শেষের দিকে জানতে পারলাম, রোহানও অনেক বড় অসুখে ভুগছে এবং তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ তটিনী এবং রোহানকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাদের একমাত্র সন্তানকে রেখে। শেষের দৃশ্য গুলো দেখে ভীষণ খারাপ লেগেছিল। তবে সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি। রোহান এবং তটিনী বরাবরের মতোই এককথায় দুর্দান্ত অভিনয় করেছে।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১০.৭.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 2 months ago 

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসসালামু আলাইকুম, @mohinahmed!

আপনার "ভালো থেকো" নাটকটির রিভিউটি পড়ে খুবই ভালো লাগলো! নাটকের কাহিনী, আপনার ব্যক্তিগত মতামত এবং রেটিং দেওয়ার ধরণটি চমৎকার। স্ক্রিনশটগুলো রিভিউটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

বিশেষ করে নাটকের গল্প বলার ধরন এবং কোন পরিস্থিতিতে কেমন লেগেছে, তার বর্ণনা খুবই হৃদয়গ্রাহী। "তটিনী এবং রোহানকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাদের একমাত্র সন্তানকে রেখে" - এই লাইনটি পড়ে সত্যিই খারাপ লাগলো।

আপনার রিভিউটি অন্যদের নাটকটি দেখতে উৎসাহিত করবে নিঃসন্দেহে। এমন সুন্দর একটি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ! আপনার অন্যান্য পোস্টগুলো দেখার অপেক্ষায় রইলাম। আপনার স্টিমিটের পথচলা আরও সুন্দর হোক, সেই কামনা করি।

 2 months ago 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।

 2 months ago 

এই নাটকের কাহিনী আসলেই খুব সুন্দর। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ভাইয়া আপনার পুরো নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। যদিও নাটক টি দেখা হয়নি তবে নাটকের রিভিউ দারুণ হয়েছে। আমার কাছে ইয়াশ রোহানের অভিনয় অনেক ভালো লাগে। সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা। এই নাটকের রিভিউ পড়ে চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 2 months ago 

চেষ্টা করেছি এই নাটকের রিভিউ যথাযথভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

একেবারে অসাধারণ একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর নাটকের রিভিউ দেখে অনেক বেশি ভালো লাগছে৷ আর এখানে নায়ক এবং নায়িকার জুটির নাটকগুলো আমি অনেক বেশি পছন্দ করিম আর আজকের যেভাবে আপনি এত চমৎকারভাবে নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন আমি অবশ্যই সময় করে পুরো নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷

 2 months ago 

এই জুটির নাটক দেখতে আমারও খুব ভালো লাগে।

পছন্দ করিম

বানানটা একটু চেক করে নিবেন ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115662.41
ETH 4645.74
SBD 0.86