নাটক রিভিউ || শালিক বালিকা
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে শালিক বালিকা। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনী। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | শালিক বালিকা |
---|---|
রচনা ও পরিচালনা | মাহমুদ মাহিন |
অভিনয়ে | ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী,আজম খান,আশরাফ তুলু,নাঈমা নিশু এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ৭ই আগষ্ট ২০২৫ |
দৈর্ঘ্য | ৫৪ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়,তটিনী কলেজে তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার সময়, হঠাৎ করে রাস্তায় চলে যায় দৌড় দিয়ে এবং সেখানে দাঁড়িয়ে সে ইয়াশ রোহানের জন্য অপেক্ষা করতে থাকে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর,বাসের ভিতরে তাকে দেখতে পায়, কিন্তু বাস ছেড়ে চলে যায়। এর ফলে রোহানের সাথে দেখা হয় না তটিনীর। এরপর নাটকের কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। তটিনী তাদের বাড়ির কাছাকাছি অর্থাৎ তাদের গ্রামের স্কুলে পড়াশোনা করে এবং সেই স্কুলে ইয়াশ রোহান টিচার হিসেবে যোগদান করে। তো তটিনীদের ক্লাসে যখন রোহান যায়,তটিনী রোহানকে দেখে খুব পছন্দ করে ফেলে। কিন্তু সে তার মনের কথা রোহানকে বলতে পারছিলো না। কারণ তটিনী হচ্ছে স্টুডেন্ট এবং রোহান হচ্ছে টিচার। তাছাড়া তটিনীর বয়স একেবারে কম। তাই সে সাহস করে তার মনের কথা রোহানকে বলতে পারছিলো না। কিন্তু অবশেষে রাস্তায় দাঁড়িয়ে তটিনী একদিন রোহানকে সব বলে ফেলে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু রোহান সেটাকে পাত্তা দেয় না। সে ভাবে তটিনী ছোট মানুষ। তাই সে ব্যাপারটা সিরিয়াসলি নেয় না। কিন্তু তটিনী তার বাবার কাছে গিয়ে বলে,সে রোহানকে বিয়ে করতে চায়। আসলে তটিনীর মা নেই বলে,তটিনীর বাবা তার সব আবদার পূরণ করে। তাছাড়া তটিনীর বাবা হচ্ছে এলাকার একজন প্রভাবশালী লোক। তটিনীর বাবা রোহানকে বাসায় যেতে বলে এবং রোহানকে বিয়ের কথা বলে। কিন্তু রোহান ডিরেক্ট না করে দেয়। এমনকি রোহান অনেকগুলো কথা শোনায় তটিনীর বাবাকে। রোহান বাসা থেকে বের হয়ে যায় এবং তটিনী পিছন পিছন দৌড়ে যায়। তারপর সে রোহানের কাছে মাফ চায়। তারপর সে বলে, সে সত্যি সত্যিই তাকে ভালোবাসে। তখন রোহান তটিনীকে শর্ত দেয়, সে যদি স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারে, তাহলে তটিনীর প্রস্তাবে রাজি হতে পারে। তটিনী সেই শর্তে রাজি হয় ঠিকই, কিন্তু সে বলে,তার বাসায় গিয়ে প্রতিদিন তাকে পড়াতে হবে। রোহানও রাজি হয়ে যায় এবং তটিনীকে পড়ানো শুরু করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তটিনী শুরুতে ফাঁকিবাজি করলেও,পরবর্তীতে পড়াশোনায় সে খুব সিরিয়াস হয়ে যায়। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসে এবং রোহান তটিনীকে বলে,পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত তারা দেখা করবে না এবং এটা হচ্ছে রোহানের শর্ত। তো তটিনী সেটা মেনে নেয়। তটিনীর রেজাল্ট বের হয় এবং তটিনী খুব ভালো রেজাল্ট করে। কিন্তু স্কুলে গিয়ে দেখে রোহান নেই এবং সে চাকরি ছেড়ে চলে গিয়েছে। এতে করে তটিনী খুব কষ্ট পায়। তারপর নাটকের কাহিনী বর্তমানে চলে আসে। তটিনী পাশ করে ঢাকার একটি কলেজে ভর্তি হয় এবং রাস্তায় প্রতিদিন দাঁড়িয়ে অপেক্ষা করার পর, অবশেষে সে একদিন রোহানকে দেখতে পায়। তারপর তটিনী রোহানের কাছ থেকে জানতে পারে, তটিনীর বাবা তাকে ভয় দেখিয়ে চাকরি ছেড়ে দিতে বলেছে এবং সেজন্য সে কিছু না বলে ঢাকা চলে এসেছে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে ভালোবাসা বয়স দেখে হয় না। কখন কার সাথে ভালোবাসা হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। তবে কাউকে ভালোবাসলে অবশ্যই মন থেকে ভালোবাসা উচিত। টাইম পাস করে কারো জীবন নষ্ট করার কোনো মানে নেই। এই নাটকে তটিনী স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তার টিচার অর্থাৎ রোহানকে ভীষণ ভালোবেসে ফেলেছে। রোহানকে পাওয়ার জন্য সে খুব ভালোভাবে পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। কিন্তু তটিনীর পড়াশোনা করতে একেবারেই ভালো লাগতো না। তবে সে রোহানকে পাওয়ার জন্য জেদ করে পড়াশোনা করেছে এবং শেষ পর্যন্ত সে ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে। আসলে মন থেকে কিছু চাইলে এবং যথাযথ পরিশ্রম করলে,অনেক কিছুই অর্জন করা সম্ভব। কিন্তু অবশ্যই চাওয়ার মতো চাইতে হয়। তটিনী এবং রোহানের অভিনয় এককথায় দুর্দান্ত হয়েছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৫.৮.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1955886521002942909?t=1Amyj25YLFHV-8_GyUdwlw&s=19
https://x.com/mohin3242127/status/1955887097061237212?t=tSPy_M8PFYlg8Ow0IUlmog&s=19
https://x.com/mohin3242127/status/1955887469402185928?t=bxTHtmjtFHWYIREEH19J4w&s=19
https://x.com/mohin3242127/status/1955887868087558297?t=wBbKL2pWVqbTm9SP8Ivy8Q&s=19
https://x.com/mohin3242127/status/1956284532157514218?t=4WTH2DpA7EchqrM-5oP0bQ&s=19
https://x.com/mohin3242127/status/1956285275107152375?t=3kj2uIBXgHkOjS7UGqZxQw&s=19
https://x.com/mohin3242127/status/1956285869058294271?t=WaCsKZuJnvp4A5r27itzPg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ করেছেন। তারা দুজনে কিন্তু সব সময় তাদের নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। আপনি আজকে যে নাটকটার রিভিউ করেছেন, এই নাটকের কাহিনীটা দারুন ছিল। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।
তটিনী এবং রোহান আমার পছন্দের জুটি। এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।
আমিও ব্যস্ততার জন্য নাটক তেমন দেখতে পারি না। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ইয়াশ রোহানের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার শেয়ার করা নাটক টি এখনো দেখিনি।তবে নাটকের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ইয়াশ রোহান আসলেই খুব ভালো অভিনয় করে। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
শালিক বালিকা নাটকটি আমিও দেখেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকের গল্পটি অসাধারণ। দারুন একটি নাটক রিভিউ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
নাটকটি আসলেই খুব সুন্দর। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ নাটক এর রিভিউ দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই নাটকের রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে পুরো নাটকটি যেন চোখের সামনে ভেসে আসছে৷ খুব সুন্দরভাবে আপনি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা। নাটকের রিভিউ পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা। নাটকের রিভিউ পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।