নাটক রিভিউ || বেশি বলে বুলবুলি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে বেশি বলে বুলবুলি। এই নাটকটি ১৫/১৬ দিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে তৌসিফ মাহবুব এবং তানজিম সাইয়ারা তটিনী। এই নাটকটি একটি ফানি নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | বেশি বলে বুলবুলি |
---|---|
রচনা | মেজবাহ উদ্দিন সুমন |
পরিচালনা | রুবেল হাসান |
অভিনয়ে | তৌসিফ মাহবুব,তানজিম সাইয়ারা তটিনী,আনন্দ খালিদ,সাবেরি আলম,মাসুম বাশার,মিলি বাশার এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ২৩শে জুলাই ২০২৫ |
দৈর্ঘ্য | ১ ঘন্টা ১৩ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়,তৌসিফ মিষ্টির দোকানে গিয়েছে মিষ্টি কিনতে। কিন্তু মিষ্টির দাম বেশি বলে,সে বাসি মিষ্টি কিনে নিয়ে যায় পাত্রী দেখতে অর্থাৎ তটিনীকে দেখতে। আসলে তৌসিফ হচ্ছে ভীষণ কৃপণ প্রকৃতির মানুষ। তটিনীকে অনেক পাত্র দেখে গিয়েছে, কিন্তু কারণ বশত তটিনীর বিয়ে ঠিক হয়নি। তাই তটিনী বলেছে এবার যে পাত্র আসবে, তাকেই সে বিয়ে করবে। কিন্তু তটিনীর বাবা তৌসিফের সাথে তটিনীকে বিয়ে দিতে চায় না। কারণ তৌসিফ বাসি মিষ্টি এবং অল্প কিছু ফল নিয়ে গিয়েছে বলে। কিন্তু তটিনী তার বাবার কাছে বানিয়ে বলে,তৌসিফ ৫০০০ টাকা দিয়ে গিয়েছে তার হাতে। আসলে তটিনী চাচ্ছে বিয়েটা হোক। তাই তৌসিফের ব্যাপারে তটিনী সবকিছু পজিটিভলি বলেছে। তো তাদের বিয়ে হওয়ার পর,তটিনী তার শ্বাশুড়ির কাছে অনেক কথা বানিয়ে বলে। যেমন তাদের এটা সেটা আছে। আবার তটিনী তার মায়ের কাছে বানিয়ে বলে, তৌসিফদের এটা সেটা আছে। আসলে তটিনী বেশি কথা বলে তো। তাই কি বলতে কি বলে ফেলে,সেটা মাথায় থাকে না।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু তটিনীর মিথ্যা কথা পরবর্তীতে ধরা পড়ে যায় তার শ্বাশুড়ি এবং তার মায়ের কাছে। তৌসিফের বোনের বিয়ে ঠিক হয় একটি ছেলের সাথে। আর সেই ছেলের মায়ের সাথে তটিনীর দেখা হয়ে যায় মার্কেটে। তখন তটিনী সেই ছেলের মা'কে বলে, তারা বিয়েতে অনেক স্বর্ণ দিবে, গাড়ি দিবে এবং আরও অনেক কথা বলে। তো বিয়ে ঠিক করার সময় যখন কথার কোনো মিল পায় না,তখন সেই ছেলের মা বাবা রাগারাগি করে বাসা থেকে চলে যায়। আর সেজন্য তৌসিফের বোন অনেক রাগ করে। আসলে বাড়তি কথার কারণে বিয়েটা ভেঙে যায়। তাই সম্পূর্ণ দোষ পড়ে তটিনীর উপর। কিন্তু তটিনী হঠাৎ করে প্রেগন্যান্ট হয় এবং তাই সবাই তটিনীকে মাফ করে দেয়। তো প্রেগন্যান্ট হওয়ার পর তটিনী বলে যে তার বান্ধবী নাকি ডাক্তার। তাই তার কাছে একাই যাবে চেক-আপ করার জন্য। কারণ তৌসিফ কৃপণ বলে টাকা ভাঙ্গতে চায় না। তো তটিনী হসপিটাল থেকে আসার পর,তৌসিফকে বলে মেডিসিন গুলো আনতে। কিন্তু ফার্মেসী তে গিয়ে দেখে মেডিসিন এর দাম অনেক বেশি।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তাই সে সস্তায় মেডিসিন গুলো কিনে এবং সেই মেডিসিন গুলো তটিনী খাওয়া শুরু করে। তৌসিফের ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয় তার প্রেমিকার সাথে। কিন্তু মুরুব্বিরা যখন বিয়ের আলোচনা করতে বসে, তখন তটিনীর বাড়তি কথার কারণে, সেই বিয়েটাও ভেঙে যায়। এতে করে তৌসিফের বাড়ির সবাই প্রচন্ড রাগ করে তটিনীর উপর। তাছাড়া তটিনীর মিস ক্যারেজ হয়ে যায়। তো হসপিটালে নেওয়ার পর, তৌসিফের পরিবার জানতে পারে, তটিনীর বান্ধবী ডাক্তার না,বরং সে হচ্ছে একজন নার্স। তাই তারা ধরে নিয়েছে, নার্স উল্টাপাল্টা মেডিসিন লিখে দিয়েছে বলে মিস ক্যারেজ হয়ে গিয়েছে। অর্থাৎ গর্ভের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। সবমিলিয়ে তটিনীকে সবাই দোষারোপ করে এবং তাকে বাসা থেকে বের করে দেয়। তারপর তটিনী তাদের বাড়িতে চলে যায়। যদিও সে বাসায় এসব ব্যাপার নিয়ে কিছু বলেনি। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে অতিরিক্ত কথা বলা একেবারেই উচিত নয়। কারণ অতিরিক্ত কথা বললে,মিথ্যা কথা মুখ থেকে বের হবেই। আর মিথ্যা কথার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই নাটকেও এমনটা দেখা গিয়েছে। তটিনী অতিরিক্ত কথা বলে,তাই সে কখন কি বলে ফেলে, সেটা নিজেও জানে না। এতে করে তৌসিফের বোনের বিয়ে যেমন ভেঙে যায়, তেমনি পরবর্তীতে তৌসিফের ভাইয়ের বিয়েও ভেঙে যায়। এতে করে সংসারে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই আমাদের সবার উচিত অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা। তাছাড়া অতিরিক্ত কৃপণতা একেবারেই ভালো না। কারণ যেখানে যেটা প্রয়োজন, সেটার জন্য তো খরচ অবশ্যই করতে হয়। কিন্তু এই নাটকে তৌসিফ অতিরিক্ত কৃপণ ছিলো। যার কারণে সে অনিচ্ছাকৃত ভাবে,মেয়াদোত্তীর্ণ মেডিসিন কিনে ফেলে এবং সেই ঔষধ খেয়ে তটিনীর গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত কৃপণতা একেবারেই উচিত নয়। যাইহোক সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি। তটিনী এবং তৌসিফ এককথায় দুর্দান্ত অভিনয় করেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ৮.৮.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1953514195989016628?t=Mh32UGmZFWfKYR00ygjaZw&s=19
https://x.com/mohin3242127/status/1953550966256804345?t=cvSLlfnz-mmXp832NLNHpQ&s=19
https://x.com/mohin3242127/status/1953869582940164448?t=oNLVhmrLBYOZnwXdqm4U6A&s=19
https://x.com/mohin3242127/status/1953870151629074930?t=8SvFgI0ITn51hYef6rcLHw&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই নাটকটি কয়েকদিন আগে আমি দেখেছিলাম। তবে মেয়েটা সত্যিই অনেক বেশি কথা বলে আর সেই সাথে মিথ্যা কথা বলে। সব মিলে নাটকটি মোটামুটি ভালো লেগেছিল।
নাটকটি আমার কাছেও ভালো লেগেছে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। যদিও নাটকটি দেখা হয়নি তবে রিভিউ পড়ে নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। এই নাটকের রিভিউ পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।বেশ কিছুদিন আগে এই নাটকের টেইলার দেখলাম যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তটীনির অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব ভাই।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ট্রেইলার এবং তটিনী বানান ভুল রয়েছে। আশা করি ঠিক করে নিবেন। ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ নাটকের রিভিউ পড়ে বেশ ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে অসাধারণ একটি নাটক সম্পর্কে জানতে পারলাম৷ তার পাশাপাশি এখানে এই নাটকের এর রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে আপনি এই নাটকের সবকিছুকে খুব ভালোভাবে শেয়ার করেছেন৷ অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
চেষ্টা করেছি নাটকের মেইন কাহিনী গুলো রিভিউ আকারে তুলে ধরতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।