নাটক রিভিউ || দাঁড়ালে দুয়ারে
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে দাঁড়ালে দুয়ারে। এই নাটকটি কয়েকদিন আগে রিলিজ হয়েছে। মাত্র কয়েক দিনে এই নাটকের ভিউ বেশ ভালোই। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান এবং তানজিম সাইয়ারা তটিনী। এই নাটকটি একটি রোমান্টিক নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝেমধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | দাঁড়ালে দুয়ারে |
---|---|
রচনা | নাসির খান |
পরিচালনা | রাফাত মজুমদার রিংকু |
অভিনয়ে | ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী,বাশার বাপ্পি,শফিউল বাবু,ফেরদৌস আরা বন্যা,নিজাম উদ্দিন তামুর এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ৯ই এপ্রিল ২০২৫ |
দৈর্ঘ্য | ৫১ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক ইয়াশ রোহান রাস্তায় একটি মেয়ের সাথে ধাক্কা খায় এবং মেয়েটি রাস্তায় পড়ে যায়। তো সেই মেয়েটি রোহানের সাথে ঝগড়া শুরু করে এবং তটিনী দূর থেকে সেটা পর্যবেক্ষণ করে। তটিনী রোহানকে আগে থেকেই চিনতো,কিন্তু রোহান তটিনীকে চিনতো না। তারপর তটিনী রোহানকে সেখান থেকে বাঁচায় এবং রোহান ও তটিনী একে অপরের সাথে পরিচিত হয়। তো তারপর থেকে তারা দু'জন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতো এবং একে অপরকে পছন্দ করতে শুরু করে। যদিও তটিনী আগে থেকেই রোহানকে পছন্দ করে। তটিনী একদিন রোহানকে তার মনের সব কথা খুলে বলে এবং রোহান তাতে সাড়া দেয়। তারপর থেকে তারা চুটিয়ে প্রেম করতে থাকে। এদিকে তটিনীর বাবা, তটিনীর বিয়ে ঠিক করে রেখেছে তটিনীর মামাতো ভাইয়ের সাথে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু তটিনী রোহানকে ছাড়া কাউকেই বিয়ে করবে না। কিন্তু সমস্যা হচ্ছে রোহান বেকার। রোহান তার ভাই এবং ভাবীর সাথে থাকে। রোহান আগে চাকরি করতো,কিন্তু সেই অফিস থেকে রোহানকে বের করে দেয়। অর্থাৎ রোহান রাজনীতির শিকার হয়েছিল সেই অফিসে। যাইহোক তটিনী রোহানকে বলে,তার বাবার সাথে দেখা করে,বিয়ের কথা বলতে। রোহান তারপর তটিণীর বাসায় যায় কথা বলতে। কিন্তু তটিনীর বাবা রোহানকে অপমান করে। কারণ রোহান আগে তটিনীর বাবার অফিসে চাকরি করতো এবং তটিনীর বাবা রোহানকে অফিস থেকে বের করে দেয়। তো তটিনীর বাবা রোহানকে বলে,সেই কারণে রোহান তটিনীকে টার্গেট করেছে। অর্থাৎ জেদ করে নাকি তটিনীর সাথে প্রেম করেছে। তটিনীর বাবা রোহানকে অপমান করে বাসা থেকে বের করে দেয়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
পরবর্তীতে তটিনী তার বাবাকে জিজ্ঞেস করে,কেনো এমনটা করলো সে। কিন্তু তটিনীর বাবা কোনো উত্তর দেয় না। পরবর্তীতে তটিনী রোহানের বাসায় যায় রোহানের সাথে কথা বলতে। কিন্তু রোহান তটিনীর সাথে কথা বলতে চায় না। রোহান এক প্রকার এড়িয়ে চলার চেষ্টা করে তটিনীকে। এতে করে তটিনী ভীষণ কষ্ট পায় এবং এক পর্যায়ে তটিনী তার বাবাকে বলে,তটিনীর মামাতো ভাইকে বিয়ে করতে সে রাজি। এটা শুনে তটিনীর বাবা খুবই খুশি হয়। তটিনী রোহানের উপর জেদ করে বিয়েতে রাজি হয় ঠিকই, কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পায়। এদিকে রোহানও মনে মনে খুব কষ্ট পায়। কিন্তু রোহান তটিনীকে পাওয়ার আশা একেবারেই ছেড়ে দেয়। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
আসলে মন থেকে কাউকে ভালোবাসলে,ভালোবাসার মানুষকে ছাড়া কিছুই ভাবা যায় না। ভালোবাসার মানুষকে ছাড়া সবকিছু অন্ধকার মনে হয়। ইচ্ছে করে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে। কারণ ভালোবাসার মানুষকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন থাকে। কিন্তু সেই ভালোবাসার মানুষ যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন কষ্টের সীমা থাকে না। যাইহোক তটিনী এই নাটকে রোহানকে প্রচন্ড ভালোবেসেছে। তাইতো সে কিছুই ভাবতে পারছিলো না রোহানকে ছাড়া। রোহানও তটিনীকে ভীষণ ভালোবেসেছে। তবে সে পরিস্থিতির শিকার হয়েছিল। আসলে মা বাবার ভুলের কারণে অনেক সময় সন্তানের জীবন একেবারে নষ্ট হয়ে যায়। এই নাটকে তটিনীর বাবা নিজের জেদটাকে বড় করে দেখেছিল। তাইতো সে রোহানের সাথে তটিনীকে বিয়ে দিতে রাজি হয় না। যাইহোক নাটকটি একেবারে বাস্তব সম্মত। সবাই বেশ ভালো অভিনয় করেছে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৯.৫.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1924079723736629439?t=yPKAflNHKebKz95e53Z6Rw&s=19
https://x.com/mohin3242127/status/1924332166579970479?t=xjCM4kyGOBB3tvVjA4SiKg&s=19
https://x.com/mohin3242127/status/1924408869943717967?t=7C5uRlrw-wnMQU_ssi-1yg&s=19
https://x.com/mohin3242127/status/1924471349948621139?t=xAp2BHjfNMzxo_DB26X7eg&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা কয়েকদিন আগে আমি দেখেছিলাম। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে। আজকের এই নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল।
এই নায়ক নায়িকার নাটক দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সময় পেলে নাটক দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন কিছুদিন আগে নাটকটি আমিও দেখেছিলাম দেখে নাটকটি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
আপনার শেয়ার করা নাটকের রিভিউ গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে ও পড়ে খুব ভালো লাগলো৷ একইসাথে এখানে নাটক এর রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটক দেখতে পেলাম৷ যা দেখে অনেক ভালোই লাগছে৷ এখানে এই নাটকের মধ্য দিয়ে আপনি এই নাটকের সবকিছুকে আপনার পোস্টের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ আমি অবশ্যই সময় করে নাটকটি দেখা নেওয়ার চেষ্টা করব৷ অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমি সবসময়ই চেষ্টা করি সুন্দর সুন্দর নাটকের রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে। প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।