ভিডিওগ্রাফি পোস্ট || ভোলাগঞ্জের ধলাই নদীর অপরূপ সৌন্দর্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



20250609_130055.jpg



এই ভিডিওগ্রাফিটা মাস দুয়েক আগে সিলেটের ভোলাগঞ্জ থেকে ক্যাপচার করেছিলাম। আমরা বোটে চড়ে ধলাই নদী দিয়ে যখন সাদা পাথর পর্যটন কেন্দ্রের দিকে যাচ্ছিলাম,মূলত তখন চারপাশের সৌন্দর্য ধারণ করেছিলাম। আসলে ধলাই নদীর পানি একেবারে স্বচ্ছ। বর্ষাকাল বলে নদীর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। বর্ষার সিজনে প্রচুর পর্যটক যায় সেখানে। তাছাড়া কমবেশি প্রায় সবসময়ই সেখানে মানুষের আনাগোনা দেখা যায়। আমি এই প্রথম বার সেখানে গিয়েছি এবং এমন জায়গায় বারবার গেলেও বিরক্ত লাগবে না। বরং ভালোই লাগবে। আপনারা যারা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে যাননি, তারা অবশ্যই যেতে পারেন। আশা করি বেশ উপভোগ করবেন।


20250609_130504.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। বোটের সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন বোটের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১২.৮.২০২৫
লোকেশনভোলাগঞ্জ,সিলেট,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last month 

ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:

GridArt_20250812_225359481.jpg

https://x.com/mohin3242127/status/1954936622941913216?t=zjGwzUFOOpppswYJztpozA&s=19

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last month 
 last month 

সিলেটের ভোলাগঞ্জের ধলাই নদীর সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে দারুন ভাবে তুলে ধরেছেন। নদীতে ঘুরতে এমনিতে অনেক ভালো লাগে। আপনারা সবাই মিলে নদীতে দারুন সময় উপভোগ করেছেন। ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে ভাইয়া। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে।

 last month 

নদীতে ঘুরতে আসলেই খুব ভালো লাগে। ভিডিওগ্রাফিটা দেখে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার মত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে ভোলাগঞ্জের ধলাই নদীর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। তবে আপনার ভিডিওগ্রাফি দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর আপনি সবসময় ভিন্ন রকম ভিডিওগ্রাফি করে থাকেন। এবং ভিডিওগ্রাফিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last month 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। ভিডিওগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ভোলাগঞ্জের ধলাই নদীর এই সৌন্দর্যকে যেভাবে আপনি আপনার এই ভিডিওগ্রাফির মধ্য দিয়ে শেয়ার করেছেন তা দেখে একেবারে অসাধারণ একটি ভিডিওগ্রাফি দেখতে পেলাম৷ তার পাশাপাশি এখানে ভিডিওগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে এর সৌন্দর্যকে যেভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷তার পাশাপাশি আপনার ভিডিওগ্রাফির দক্ষতা খুব ভালোভাবে ফুটে উঠেছে ৷

 last month 

চেষ্টা করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে নিজের দক্ষতাকে তুলে ধরতে। গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116555.50
ETH 4489.25
SBD 0.86