ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের অনুভূতির শেষ নেই। এই অনুভূতিগুলো আমরা বিভিন্নভাবে প্রকাশ করি। আমিও তাই আমার ভালবাসার প্রিয় মানুষের অনুভূতি কবিতার আকারে প্রকাশ করে থাকি। আর আমার বাংলা ব্লগ পরিবারের সাথে আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করে থাকি। আজকে সেই কবিতাগুলো একসাথে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি ভালোবাসার এই কবিতাগুলো একসাথে দেখতে পেয়ে আপনাদের ভালো লাগবে। আসলে ভালোবাসার কবিতা লিখতে পেরে আমার খুবই ভালো লাগে। আর কবিতা লেখার অনুপ্রেরণা আমি আমার বাংলা ব্লগের মাধ্যমে পেয়েছি। যার কারণে কবিতা লিখতে এখন আমার খুবই ভালো লাগে।
ভালোবাসার স্বরচিত কবিতা “স্বপ্নের পরী” By mohamad786🌹
পোস্টটি পুনরায় দেখার জন্য এখানে ক্লিক করুন
আমাদের প্রত্যেকেরই মনে একজন স্বপ্নের পরী বসবাস করে। আর এই স্বপ্নের পরী যেন ভালোবাসা মানুষটি। আসলে মনের ভিতরে একটি কল্পনার রাজ্য থাকে মসেই রাজ্যের পরী যেন প্রিয় মানুষটি হয়ে থাকে। তাই ভালোবাসার প্রিয় মানুষকে কেন্দ্র করে এই স্বপ্নের পরী কবিতাটি লিখেছিলাম। কবিতাটি আবারও আপনাদের মাঝে শেয়ার করলাম।
ভালোবাসার স্বরচিত কবিতা “আমার স্বপ্নের মানুষ” By mohamad786🌹
পোস্টটি পুনরায় দেখার জন্য এখানে ক্লিক করুন
আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালবাসি। আর স্বপ্নের মানুষটি যদি সেই প্রিয় মানুষটি হয়ে থাকে, তাহলে তো সেই স্বপ্নগুলো আরো সুন্দরময় হয়। ভালোবাসার এই প্রিয় মানুষকে কেন্দ্র করে মনের ভিতর স্বপ্ন থেকে যেন এই অনুভূতিগুলো প্রকাশ করি। স্বপ্নের মানুষ যেন এই ভালোবাসার প্রিয়। স্বপ্নের মানুষকে নিয়ে অনেক কল্পনা অনেক চিন্তা আমাদের তৈরি হয় যদি মানুষটির হাতে হাত রেখে সারা জীবন চলতে পারি তাহলে কতই না ভালো হবে। তাই স্বপ্নের মানুষকে নিয়েই কবিতাটি লেখা।
ভালোবাসা স্বরচিত কবিতা :মন চায় তোমাকে //By mohamad786
পোস্টটি পুনরায় দেখার জন্য এখানে ক্লিক করুন
আমাদের মন অনেক কিছু চায় থাকে।তবে মনে চাওয়ার মধ্যে একটা অন্যরকম অনুপ্রেরণা আছে। ভালবাসার প্রিয় মানুষকে কাছে পাওয়ার আর এই কাছে পাওয়ার অনুভূতি সব সময় যেন তৈরি হয়। ভালোবাসার প্রিয় মানুষের হাতে হাত রেখে সব সময় পাশে থাকবে এটাই যেন মনের চাওয়া মআর এ চাওয়া পাওয়া তখনই পূর্ণ হয় যখন ভালোবাসার পরিপূর্ণতা পায়। আর ভালোবাসা সেই প্রিয় মানুষকে নিয়ে সারা জীবন একসাথে বসবাস করার চাহিদা এবং ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে।
ভালোবাসা স্বরচিত কবিতা :ভালোবাসি আমি তোমাকে//By mohamad786
পোস্টটি পুনরায় দেখার জন্য এখানে ক্লিক করুন
ভালোবাসা একটি মনের মিল। আর এই মনের মিল যার প্রতি তৈরি হয় সেই মনের মিল যেন অন্য কারো প্রতি তৈরি হয় না। হৃদয়ের অনুভূতি থেকে ভালোবাসার জন্ম। আর হৃদয়ের অনুভূতিগুলো অন্যের উপরে প্রকাশ পায় না। শুধু প্রকাশ পায় ভালোবাসার প্রিয় মানুষটি প্রতি। আমার মনের মানুষ এবং ভালোবাসার প্রিয় মানুষটি ছাড়া অন্য আর কাউকে আর ভালবাসতে ইচ্ছা করে না। তাই ভালোবাসার এই কবিতাটি লিখেছিলাম।
ভালোবাসা দুটি মনের মিল। আর এই দুটি মনের মিল যখন হয়ে যায় তখন সেই ভালোবাসা পরিপূর্ণতা পায় এবং এই ভালোবাসার জন্য হাজারো কষ্ট সহ্য করতেও রাজি থাকে। সকল বাধা উপেক্ষা করে যেন ভালোবাসা প্রিয় মানুষটির হাতে হাত রেখে জীবন এর প্রতিটা পথ চলার ইচ্ছা জাগে। তাই ভালোবাসার প্রিয় মানুষের কেন্দ্র করে আমার এই কবিতাগুলো লেখা। আজকে আপনাদের সাথে আবারো শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি একসাথে আমার কবিতা গুলো পড়ে আপনাদেরও ভালো লাগবে। |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আপনার চারটি ভালোবাসার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা কবিতাই যেন ভালোবাসায় জড়িয়ে রেখেছেন। কবিতাগুলো অসাধারণ ছিল।
অনেক ধন্যবাদ
সত্যি বলতে আপনার কবিতা পোস্টের রিভিউ দেখে খুব ভালো লাগলো ভাই। একই পোস্টের মধ্যে চারটি কবিতার সংকল্প এবং পোস্টের লিংক গুচ্ছিত রয়েছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনাকে ধন্যবাদ ভাই