মোবাইল নিয়ে বিড়ম্বনা।

in আমার বাংলা ব্লগ3 months ago

আজ - ২০ ই ফাল্গুন |১৪৩০ বঙ্গাব্দ, | বসন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



কেমন আছেন সবাই আশা করছি, ভালো আছেন। অনেকদিন চাপে থাকার পর, গত দুই তিন দিন একটু চাপমুক্ত হলাম, কিন্তু আজই আবার একটি নতুন সমস্যার সম্মুখীন হয়েছি। আসলে মানুষ বলে না মানুষ যতই সমস্যা থেকে দূরে সরে আসতে চাই ততই সমস্যা যেন আরো কাছে চলে আসে। আমার ব্যাপারটি ও তেমনি হচ্ছে মনে হয়।

20240224_183238.webp

আপনারা সবাই নিশ্চয় জানেন বেশ কয়েক মাস আগে, আমি একটি নতুন মোবাইল কিনেছিলাম।
samsung a54 মডেলের, এতদিন বেশ ভালোই চলছিল মোবাইলটি, সত্যি বলতে মোবাইলটি সবগুলো ফিচারই বেশ উপকারী এবং ভালো। কিন্তু সমস্যা হয়েছে যে, আমি মোবাইলটি নিয়েছিলাম যে ওটা আনঅফিসিয়াল মোবাইল ছিল, আর samsung মোবাইলের এই মডেলটিতে নেটওয়ার্ক ইস্যু টি মারাত্মক আকার ধারণ করেছে। অর্থাৎ মোবাইলে সিম ইনসার্ট করলে নেটওয়ার্ক এসে আবার চলে যায়, শুধুমাত্র ইন্টারনেট চালানো যায়, কল করা সমস্যা হয়ে যাই। এখন এমন অবস্থায় পরেছি যে, বাধ্য হয়ে এসে আগের মোবাইলটি ব্যবহার করতে হচ্ছে। বেশি একটা বিব্রতকর পরিস্থিতিতে আছি।

20240224_183323.webp

অবশেষে বাধ্য হয়ে যেখান থেকে মোবাইলটি কিনেছি ওখানে গিয়েছিলাম মোবাইলটি সমস্যাটা যাতে সমাধান করা যায়। কিন্তু ওখানে গিয়ে হতাশ হতে হলো। উনারা জানিয়েছেন যেহেতু এটা আনঅফিসিয়াল মোবাইল এবং এই মডেলের প্রতিটা মোবাইলে এই সমস্যাটা আছে, তাই ওনাদের করার কিছুই নেই। এছাড়া ওনার আরো বলেন যেহেতু এটা হার্ডওয়্যার বা সফটওয়্যার জনীত কোন সমস্যা নয় তাই ওনারা এ সমস্যাটি সমাধান করে দিতে পারবেন না। কিন্তু আমি বারবার তাদেরকে একটি কোশ্চেন করেছি , যদি এটা হার্ডওয়ার বা সফটওয়্যার জনিত তো সমস্যা না হয় তাহলে সমস্যাটা কোথায়। এরপর ওনারা এটার জন্য দুইটা সলিউশনের কথা বলেছেন। একটা হল সিম চেঞ্জ করা আরেকটা হল মোবাইল ফোনের রিসেট দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল ।আমি দুটি অপশন ট্রাই করার পরও আমার মোবাইলটা ঠিক হয়নি। সর্বশেষ চিন্তা করলাম মোবাইলটা এক্সচেঞ্জ করো অন্য মোবাইল নিব কিনা, কিন্তু এখানেও হতাশ হতে হলো। যদি মোবাইলটি চেঞ্জ করে আমি অন্য আরেকটি মোবাইল নিতে চাই, আমার বর্তমান মোবাইলের মূল্য যতটুকু তার থেকে 30% কম দামে দিতে হবে। যেটা আসলে ই অনেক বেশি। কারণ আমি মোবাইলটি মাত্র দুই মাস ব্যবহার করেছি এবং এটা সম্পূর্ণ করা সম্পূর্ণ নতুনের মত আছে এখনো।

20240224_181722.webp

এখন চিন্তা করতেছি কি করা যায় । এবার সত্যি মনে হচ্ছে যেন মোবাইল টা নিয়ে আমি লস ই খেলাম।

আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

20240224_183031.webp

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

আসলে ভাই আন অফিসিয়ালি হোক আর অফিসিয়ালি হোক samsung ফোনের অনেক সমস্যা। আমি দুই বছর অনেক ভোগান্তিতে পড়েছিলাম কিছুদিন পরপর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত। শুধু আমার নয় স্যামসাং ফোন যাদের চালানো দেখেছি তারাই কমবেশি সমস্যার সম্মুখীন হয়েছে । সেজন্য স্যামসাং ব্যান্ডের ফোন চালানো বাদ দিয়ে দিয়েছি ।নেটওয়ার্ক সমস্যা চার্জিং সমস্যা আরো অনেক সমস্যা দেখা দেয়। খুবই খারাপ লাগলো মোবাইলের বিরম্বনা দেখা দিচ্ছে মোবাইল ছাড়া এখন চলা অসম্ভব ব্যাপার।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ভাই স্যামসাং সব সিরিজের মোবাইলে সমস্যা না। আপনি স্যামসাং এর নোট সিরিজ এবং এস সিরিজের মোবাইল ব্যবহার করে দেখেন কোনো সমস্যা পাবেন না। কিন্তু স্যামসাং এর এ সিরিজ, এম সিরিজ, জে সিরিজ এগুলোতে ঝামেলা পেতে পারেন। কারণ এসব সিরিজের মোবাইল গুলোর দাম তুলনামূলক ভাবে অনেক কম। এস সিরিজ এবং নোট সিরিজের মোবাইল গুলো যখন বের হয়, তখন ১ লাখ টাকার নিচে কেনা যায় না। কিন্তু অন্যান্য সিরিজের মোবাইল আপনি ২০-৩০ হাজারের মধ্যেই পাচ্ছেন। আমি স্যামসাং এস নাইন প্লাস ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কিনেছিলাম ৮৭,০০০ টাকা দিয়ে সাউথ কোরিয়া থেকে, এখনো পর্যন্ত ১ বারও কোনো সমস্যা দেয়নি। তাছাড়া স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা ৫ জি ব্যবহার করছি ১ বছরের উপরে, এটাও কোনো সমস্যা দেখা দেয়নি। স্যামসাং এস সিরিজ এবং নোট সিরিজের মোবাইল বেস্ট। তবে মেইড ইন সাউথ কোরিয়া বেস্ট। মেইড ইন ভিয়েতনাম তেমন ভালো নয়।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আসলে মাঝে মাঝে এমন বিব্রতকর অবস্থায় পড়া লাগে। ততই সমস্যা কে এড়িয়ে যেতে চাই ততই চেপে ধরে বসে। আপনার মোবাইলটি তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যাশ এই প্রত্যাশা করি।আসলেই ৩০% কম মানে অনেক কমই যেহেতু ২ মাস ব্যবহার হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

পোস্টটি পড়ে আসলেই খারাপ লাগলো ভাই। মাত্র ২ মাস ব্যবহার করার পর যদি ৩০% দাম কমে যায়, এটা আসলেই দুঃখজনক। তবে আমার মনে হয় এটা ছাড়া আপনার কাছে আর কোনো উপায়ও নেই। কারণ কিছুদিন পর আরও সমস্যা দেখা দিবে। আমার মনে হয় লস হলেও আপনি এক্সচেঞ্জ করে, স্যামসাং এর এস সিরিজ কিংবা নোট সিরিজের কোনো মোবাইল নিতে পারেন। একেবারে শান্তিতে ব্যবহার করতে পারবেন। তবে সিঙ্গেল সিম হলেও,মেইড ইন সাউথ কোরিয়া বেস্ট। মেইড ইন ভিয়েতনাম তেমন ভালো নয়। যাইহোক আপনার জন্য শুভকামনা রইল ভাই।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আসলেই , আমরা যত ব্যস্ততা এড়িয়ে চলার চেষ্টা করি ,, ততই যেনো ব্যস্ততা এসে আমাদের মাঝে পড়ে ৷ যাই হোক , নতুন ফোন দু মাস ব্যবহার করতে না করতেই যদি এমন সমস্যা দেখা দেয় , এবং সেই সমস্যার সমাধানও যদি না হয় , তাহলে বিষয়টা আসলেই ভীষণ খারাপ লাগার ৷ এই সমস্যার সমাধান না হলে তো আর কিছুই করার নেই ৷ লস ই খেয়ে গেলেন নতুন ফোন কিনে

Posted using SteemPro Mobile

 3 months ago 

আনঅফিসিয়াল ফোন নিয়ে বেশ বিপাকেই পড়েছেন ভাইয়া আপনি।প্রথমদিকে সব ফিচার ভালো সুবিধা দিচ্ছিল কিন্তু এখন বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।এই ব্র্যান্ড আগে ভালো সার্ভিস দিলেও বর্তমান খুব একটা ভালো সার্ভিস দেয়না।মোবাইল এক্সচেঞ্জ করতে গিয়েও হতাশ হয়েছেন ৩০ পার্সেন্ট কম দামে দিতে হবে এজন্য।আপনার পোস্টটি পড়ে খারাপ লাগলো।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67646.55
ETH 3796.22
USDT 1.00
SBD 3.52