Achievement 3 task by @mdrokonuzzaman : Content Etiquette।। MENTOR @cryptokannon (17-05-2021)

in Newcomers' Community3 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
*হ্যালো..!
আমার প্রিয় স্টিমিয়ান,
সবাই কেমন আছেন?
আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং আমিও খোদার অশেষ রহমতে ভালো আছি।

আমি @mdrokonuzzaman বাংলাদেশ থেকে।

আমি আমার আমার Achievement 2 শেষ করার পরে, আমাকে ক্রাইপ্টোকারেন্সি দ্বারা পরিচালিত অ্যাচিভমেন্ট 3 এর কাজ করতে বলা হয়েছিল। এই অর্জনগুলি আমাদের steem এর সুবিধা এবং কার্যকারিতা বুঝতে সহায়তা করবে। কোনও নতুন ব্যবহারকারী যদি সমস্ত Achievement অর্জন করতে পারে তবে সে ব্লগিংয়ের লক্ষ্য অর্জন করতে পারে। Steemit এমন একটা সম্প্রদায় যেখানে আমরা আমাদের চিন্তাভাবনা এবং ধারণা ভাগ করতে পারি। তবে কিছু লোক আছেন যারা পোস্ট চুরি করার চেষ্টা করে।অন্যের লেখা কিছু পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেয়। এটিই মূলত plagiarism। আজকের পোস্টটি মূলত এই plagiarism নিয়েই। আমাদের সকলের উচিৎ plagiarism সম্পর্কে সচেতন হওয়া।
steem এর মাধ্যমে ছবি, ভিডিও ইত্যাদি ভাগ করেই সমস্ত বিশ্বকে আমারা একত্রিত করতে পারি । তাই আমাদের এটিকে সঠিকভাবে ব্যবহার করা উচিত।

images.png

source

What is Plagiarism:

👉চৌর্যবৃত্তি মূলত হচ্ছে অন্যের লেখা চুরি করা। অনেকেই অনেক ভাবে চৌর্যবৃত্তি এর সংজ্ঞা দিয়েছেন। চৌর্যবৃত্তি হচ্ছে অন্যের মস্তিষ্কের ব্যবহৃত কার্যক্রম নিজে বলে চালিয়ে দেওয়া।অন্যজনের লেখা কিছুটা পরিবর্তন করে বা না করেই নিজের লেখা বলে চালিয়ে দেওয়া এবং অন্যজনের পোস্ট অনুলিপি করে নিজের বলে অনুলিপি সাব্যস্ত করা হচ্ছে চৌর্যবৃত্তি।তাই এটিকে এড়ানোর জন্য নিজের বুদ্ধিমত্তা দিয়ে লেখা এবং পোস্ট করাই হবে উত্তম।

#তাই আমি বলতে চাই যারা নতুন এই প্লাটফর্মে অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যেই এই চৌর্যবৃত্তি থেকে দূরে থাকুন নিজে আর অন্যকে দূরে থাকার জন্য সহায়তা করুন।তাহলে এই প্লাটফর্ম টি চৌর্যবৃত্তি থেকে কিছুটা হলেও দুরে থাকবে। একজন লেখক এর লেখা কপি করে নিজের পোস্টে ব্যবহার করা এটা কখনই উচিত নয়। আশাকরি এটি এই সম্প্রদায়ের কখনোই সাপোর্ট করবে না।

Global Plagiarism:

👉web site থেকে কোন লেখা পুরোপুরি কপি করে নিজের পোস্টে ব্যবহার করা হচ্ছে গ্লোবাল চৌর্যবৃত্তি
এটি খুবই খারাপ ধরনের চৌর্যবৃত্তি।আপনি দেখা যাচ্ছে অনলাইন থেকে কোন কথা বা লাইন সম্পুর্ন কপি করলেন কিন্ত তার উৎস না দিয়ে সেটা আপনার পোস্টে যুক্ত করলেন। তাহলে এটা plagiarism হবে।তাই web site থেকে কোন কিছু নিলে তার অবশ্যই উৎস দিতে হবে।

Types of Plagiarism :

👉
Direct plagiarism:এর অর্থ মূল বিষয়বস্তু স্রষ্টার মুখের শব্দ দ্বারা শব্দগুলি অনুলিপি করা। এটি অনৈতিকভাবে করা হয়ে থাকে।

Self-companionship:কোনও ব্যক্তি যদি কিছু শব্দ বা বাক্য পরিবর্তন করে। তিনি নিজের কাজ থেকে এটি অনুলিপি করেন, তাহলে একে Self-companionship বলে।

Mosaic plagiarism:এটি ঘটে যখন কোনও ব্যক্তি যথাযথ উদ্ধৃতি ব্যতীত একটি বাক্যাংশ নিজের লেখায় ব্যবহার করে, তাকে Mosaic plagiarism বলা হয়ে থাকে।

Accidental theft:এটি তখন ঘটে যখন কোনও ব্যক্তি উপযুক্ত তথ্য উদ্ধৃত করতে অস্বীকার করে। শব্দ বা বাক্য একে অপরের সাথে মিলে গেলে এটি তৈরি করা যায়।

The bad effects of Plagiarism:

১.এটি কারও সুনামের ক্ষতি করতে পারে। এটি কোনও ব্যক্তি বা একটি সংস্থারও ক্ষতি করতে পারে।
২. এই অনৈতিক কার্যকলাপ অনুশীলন শিক্ষার মান হ্রাস করে থাকে।
৩. চুরির কারণে সৃজনশীলতা বাধাগ্রস্ত হতে পারে।

৪. কারও জন্য এটি আর্থিক ক্ষতি বয়ে আনতে পারে।

#এটি একটি অনৈতিক কাজ। এর বিরুদ্ধে আইন আছে। সুতরাং এটির অপরাধ কারীর হেফাজতে আনা উচিৎ।

Avoid Plagiarism:

👉আমরা এই প্রবৃত্তি থেকে দূরে থাকতে পারি শুধু নিজের মস্তিষ্ক ব্যবহার করে। কারণ অন্যজনের লেখা এবং অন্য জনের উক্তি কখনোই নিজের হিসেবে বহন করা ঠিক নয়। এটি আমাদের সৃষ্ট শিষ্টাচার কখনোই গ্রহণ করে না। তাই এটা আমাদের চৌর্যবৃত্তি এড়িয়ে চলা অবশ্যই উচিত। যারা এ সমস্ত কাজকর্ম করে তাদের সতর্ক হওয়া উচিত এবং এগুলো এড়িয়ে চলা অবশ্যই দরকার।

এই সম্প্রদায়ের চৌর্যবৃত্তি একটি মারাত্মক অপরাধ বলে গণ্য করা হয়েছে। তাই আমাদের যারা এই সমস্ত চৌর্যবৃত্তির সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং যারা এই সমস্ত ভুল করে থাকে তাদেরকে অবশ্যই আমাদের উচিত সতর্ক করা।কারণ এর সম্প্রদায়ের শিষ্টাচার এগুলো কখনোই সমর্থন করে না এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ এই চৌর্যবৃত্তি একটি গুরুতর মারাত্মক অপরাধ।

★★★আমি অন্যজনের মস্তিস্ক হরন করতে চাই না। তাই আমি আমার নিজের ব্রেন খাটিয়ে যতটুকু পেরেছি এই পোষ্ট সম্পর্কে আমি ঠিক ততটুকুই লিখেছি। আশা করি পোষ্টটি আপনাদের ভাল লাগবে। আর পোস্টটিতে ছোটখাট ভুলত্রুটি থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি কেবল Achievement 1 এবং Achievement 2 সম্পূর্ণ করেছি-

https://steemit.com/hive-172186/@mdrokonuzzaman/achievement-1-or-or-task-self-introduction-23-04-2021

https://steemit.com/hive-172186/@mdrokonuzzaman/achievement-2-achievement-mission-2-by-mdrokonuzzaman-or-basic-security-on-steem

★Many many thanks to all the steemcurators for their unwavering support.

Cc:
@tarpan
@radjasalman
@besticofinder
@bright-obias
@adeljose
@tocho2
@whitestallion
@njaywan

Good day
@mdrokonuzzaman

Sort:  


CURATOR NOTE :02


You have passed this achievement. And you can start working for the next achievement.

You can do the next achievement in Bengali and that guideline is below.👇👇

 3 years ago 

Thank you,Brother.❤️

 3 years ago 

You have been upvoted by tarpan, a greeter from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit. You may now proceed to the next achievement task.

Keep following @steemitblog for updates.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76065.61
ETH 2908.14
USDT 1.00
SBD 2.59