লঞ্চে পদ্মা নদী ভ্রমণ ও বিচিত্র অভিজ্ঞতা পর্ব নং-২ || @ shy-fox 10% beneficiary

আসসালামু আলাইকুম

আজ রোজ শনিবার,১২ ই ফেব্রুয়ারি ২০২২।

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ও সুস্থ আছি। আশা করি আপনারাও অনেক ভালো ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে লঞ্চে পদ্মা নদী ভ্রমণ ও বিচিত্র অভিজ্ঞতার কথা শেয়ার করবো।

১ম পর্বের লিংক দেখতে ক্লিক করুন।
পদ্মা সেতু একসময় আমাদের কাছে স্বপ্ন ছিল তা আজ বাস্তবে রূপ নিতে গেছে। পদ্মা সেতু আগামী জুন মাসের ২৩ তারিখে উদ্বোধন করার কথা। পদ্মা সেতু চালু হলে এটা আমাদের দেশের জন্য একটি মাইলফলক স্থাপিত হবে। লঞ্চে পদ্মা নদী পার হওয়া যেমন আনন্দের আবার তেমনি আতঙ্কের। লঞ্চে পদ্মা নদী পার হলে প্রাকৃতিক দৃশ্য, মাঝির হাল বেয়ে যাওয়া, ছোট ট্রলার, যাত্রীবাহী ট্রলার, কার্গো, মাছ ধরার দৃশ্য, স্পিটবোট ইত্যাদি দেখতে পাওয়া যায়।পদ্মা সেতু চালু হয়ে গেলে এগুলো আর দেখতে পাবো না সত্যিই অনেক খারাপ লাগবে। আমার কাছে নদী ভ্রমণ অনেক মজার ও আনন্দের লাগে। আর সেটি যদি হয় পদ্মা নদী তাহলে তো আর কোন কথাই নেই। নদী ভ্রমণকে আমি খুব সুন্দর ভাবে উপভোগ করি।

IMG_20220205_094212.jpg
বেশকিছু নৌকা দেখা যাচ্ছে এবং গ্রামের মনোরম প্রকৃতি দেখা যাচ্ছে যা আমার কাছে খুব সুন্দর লেগেছে।

IMG_20220205_093256.jpg
বেশ কিছু ছোট কার্গো দেখা যাচ্ছে।

IMG_20220205_092816.jpg
নদীর নাব্যতা সংকট এর জন্য চরে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে। যাতে নৌ চলাচল ব্যাহত না হয়।

IMG_20220205_092710.jpg
লঞ্চের যাত্রীগণ দাঁড়িয়ে ও বসে আছে।

IMG_20220205_092657.jpg

লঞ্চের ছাঁদে দাঁড়িয়ে আমি।

IMG_20220205_093611.jpg
যাত্রী বোঝাই একটি লঞ্চ।

IMG_20220205_093008.jpg
একটি যাত্রীবাহী স্পিডবোট যাচ্ছে।

Device:oneplus 8
লোকেশনঃ https://what3words.com/healthcare.ferrying.publics

আশা করি আপনাদের সবার ভাল লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
নতুন কিছু নিয়ে পরবর্তীতে দেখা হবে।সবার সুস্থতা কামনা করছি।
ইতি-
@mdjubaar

Sort:  
 3 years ago 

লঞ্চে ভ্রমন দেখে আমারও গ্রহণ করতে খুব ইচ্ছে জাগলো। সামনে লঞ্চে ভ্রমন করতে গেলে অবশ্যই আমাকে দাওয়াত দিবেন ভাই। অনেক মজার একটি সময় কাটিয়েছেন বুঝা যাচ্ছে। ভ্রমণ গুলো আসলেই অনেক স্মৃতিময় হয়ে থাকে। আমার কাছে আপনার তোলা প্রত্যেকটি ছবি খুব অসাধারণ লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

অবশ্যই ভাইয়া সামনের বার গেলে আপনাকে দাওয়াত দিব।

 3 years ago 

লঞ্চে যাওয়ার মজাটাই আলাদা। পদ্মা নদী ভ্রমণ আজো কখনো করতে পারেনি তবে আপনার এই ভ্রমণ এর পোস্ট টি পড়ে অনেক কিছুই উপলব্ধি করতে পারলাম । সত্যি পদ্মা নদী এমন ভাবে উপভোগ করতে খুব ইচ্ছে করছে আপনি খুবই চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।♥️

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আশা করি আপনি দ্রুত পদ্মা নদী ভ্রমণ করে প্রকৃতিকে সুন্দর ভাবে উপভোগ করবেন।

লঞ্চে পদ্মা নদী ভ্রমণ ও বিচিত্র অভিজ্ঞতা সম্পর্কে খুব সুন্দর উপস্থাপনা করেছেন দেখছি আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লেগেছে ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে লঞ্চে করে পদ্মা নদী
ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপনা করেছেন। আপনার ফটোগ্রাফি খুব ভাল ছিল। আসলে লঞ্চে করে নদী ভ্রমণের অনুভূতিটা অন্য রকম হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56769.28
ETH 2333.88
USDT 1.00
SBD 2.36