ঋতু রাজার দেশ বাংলাদেশ।

in Steem For Tradition2 years ago (edited)
স্টিম ফর ট্রেডিশন

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমাদের ৬টি ঋতুর বৈচিত্র প্রথম পর্ব তুলে ধরার চেষ্টা করছি।

শুরুতে আজকের তারিখঃ
দিনমাসবছরধরন
১৬মার্চ২০২৩ইংরেজি
০১চৈত্র১৪২৯বঙ্গাব্দ
২৩শাবান১৪৪৪হিজরি
২০৮০বিক্রম সম্বৎকৃষ্ণ নবমীপঞ্জিকা
কভার ফটো
photos1651426__481.beks
IMG_20230316_195414.jpgsunset-1651426__480.webp
fantasy-4380310__480.jpgbench-1374736__480.jpg

সোর্স

আমরা যারা এই পোস্টটি পড়ছি তার অবশ্যই বুঝতে পারছেন আজ বাংদেশের ঋতু নিয়ে আমি কথা বলবো। আমাদের ঋতু সম্পর্কে বিস্তারিত বলতে হারিজ হলাম আপনাদের সামনে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আমাদের দেশ ঋতুর দেশ। আমাদের ৬টি ঋতু বিরাজমান থাকে। এক অসাধারণ সৌন্দর্যের নাম হলো বাংলাদেশ। প্রকৃতির মায়া-মমতা যার আপন বৈশিষ্ট্য। অপূর্ব সৌন্দর্যের শস্য সম্পদে আর প্রকৃতির দিক থেকে পৃথিবীতে এমন দেশ আর একটিও নেই। হ্যাঁ এই দেশেরই জন্মেছি আমরা। এ রূপময়ে বাংলার রূপ দিতে গিয়ে কবি বলেছেন।

ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সের, ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা

আমাদের দেশের ৬টি ঋতু
গ্রীষ্ম ঋতু
bird-5634173__480.jpg

সোর্স

বাংলা মাসের বৈশাখ ও জ্যৈষ্ঠ হল গ্রীষ্মকাল এবং ইংরেজি মাসের মধ্য এপ্রিল থেকে মধ্য জন পর্যন্ত হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মে আমাদের দেশের সূর্যের তাপ প্রচন্ড বেশি থাকে এবং গ্রীষ্মকালে আমাদের দেশে মৌসুমী ফল অনেক পাওয়া যায়। মৌসুমী ফল বলতে সুস্বাদু ফল গুলোই পাওয়া যায়। যেমন- আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তালসহ আরো বিভিন্ন ধরনের ফল। গ্রীস্মের রোদ খুবই প্রখর হয়। রোদের তাপে মানব জীবন হিমশিম খেয়ে ওঠে। রোদে কোথাও বাইরে গেলে শরীর একবারে লাল হয়ে যায়। সব থেকে মজার ব্যাপার হল মানুষ ঠান্ডার জন্য গায়ে বাতাস লাগায় কিন্তু গ্রীষ্মকালের বাতাসও গরম হয়ে থাকে। আপনাদের গ্রীষ্মকাল কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেক আগে আমাদের এলাকায় গ্রীষ্মকালে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিয়েছিল।

বৃষ্টির জন্য ব্যাঙ এর বিয়ে
IMG_20230316_210615.jpg
গরমে মাথা নেড়া করা
IMG_20230316_221133.jpg

আমাদের দেশের ৬টি ঋতু
বর্ষা ঋতু
IMG_20230316_212004.jpg

বাংলা মাসের আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল। ও ইংরেজি মাসের মধ্য জুন থেকে মধ্য আগস্ট পর্যন্ত বর্ষাকাল। গ্রীষ্মকাল চলে যাওয়ার সাথে সাথে বর্ষার আগমন ঘটে। আষাঢ়ের মুষলধারার বৃষ্টি প্রাকৃতিকে দেয় এক চির সবুজের বৈচিত্র্যময় প্রাকৃতি। নদী-নালা খাল বিল সব জায়গাতেই পানি শুধু থই থই করে। আষাঢ়ের একটি কবিতা মন ছুঁয়ে যায়। "নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে"। বাংলাদেশ যখন লক-ডাউনের মধ্যে চলছিল বর্ষাকালে আমি খালাতো ভাই ও ভাবির ছবিটা তুলি। বর্ষাকাল আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।

rain-3411068__480.jpg

সোর্স

আমাদের দেশের ৬টি ঋতু
শরত ঋতু
road-1072821__480.jpg

সোর্স

বাংলা মাসের ভাদ্র ও আশ্বিন নিয়ে হলো শরৎকাল। ইংরেজি মাসের মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর মাস পর্যন্ত হলো শরত কাল। ধীরে ধীরে বর্ষার অবসান ঘটে এবং তারপর শরতের আগমন ঘটে। গাছ ফুলো ফল সবগুলোতেই যেন দেখতে পাওয়া যায় হাস্যময়ী রুপ। নদীর দুই ধার কাশ ফুলে সাদা সাদা হয়ে থাকে। কাশফুল গুলো দেখতে অনেক ভালো লাগে শরৎকালে। কাশফুলের সাথে আরো শোভা পায় শরৎকালে শেফাল, কামিনীসহ প্রভৃতি ফুল এবং প্রাকৃতিকে সৌন্দর্য ভরিয়ে তলে। শরত ঋতু আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ছবিটি তোলার আমার কয়েক বছর হয়ে গেল।

IMG_20230316_214718.jpg
আপনাদের কাছে জানতে চাই
অনেক মেঘ লাগাইছে বৃষ্টি আসতে পারে এখন বাইরে যাইও না। কোন ঋতুতে আপনার বাড়ি থেকে এই উক্তিটি বলা হত অবশ্যই কমেন্টে জানাবেন।

তবে আমাদের বাংলাদেশে এখন ছয়টি ঋতু খুব কমই বিরাজমান থাকে। বাংলার প্রাকৃতিক এভাবেই বৈচিত্র্যময় সৌন্দর্য বিকাশ করে আসছে। এমন ৬ ঋতুর সৌন্দর্য আর পৃথিবীর অন্য কোন দেশে পাওয়া যায় না। সব মিলিয়ে আমরা ভালো একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করে যার নাম বাংলাদেশ

আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলের সুসাস্থ কামনা করে আমি আমাদের ছয় ঋতুর দেশ বাংলাদেশের তিন ঋতু তুলে ধরে আজ এখানেই শেষ করছি। বাকি তিন ঋতু আর একদিন তুলে ধরবো। সকলেই ভাল থাকবেন এবং পরবর্তী পোস্টে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। ইনশাআল্লাহ



5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়

IMG_20230201_171603.jpg

আসসালামুআলাইকুম, আমার নাম মোঃ মাসুদ রানা। আমার স্টিমিট ইউজার নেম @masud-rana। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা করছি এখন ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আমি খেলা করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

  • Follow = @riyan1020
  • Follow = @আমার বাংলা ব্লগ

Sort:  
 2 years ago (edited)

আপনার পোস্ট কোয়ালিটি ভাই অনেক ভালো। ঋতু নিয়ে অনেক ভালো লিখেছেন আপনি। আপনি ধারাবাহিকভাবে আপনার পোস্ট কোয়ালিটি অনেক উন্নতি করতেছেন,যেটা আমাদের সত্যিই অনেক মুগ্ধ করতেছে। ভাই এর পর থেকে আর কোন সাইট থেকে ছবি নিয়ে পোস্টে শেয়ার করবেন না। আপনি নিজে ছবি তুলে সেটা নিয়ে পোস্ট করবেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

অবশ্যই @selimreza1 ভাই আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে। আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো করার চেষ্টা চালিয়ে যাব। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 2 years ago 

ছয়টি ঋতুর ছয়টি ধারা সম্পর্কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম আবহাওয়া এদেশের মানুষের জীবনকে করেছে বৈচিত্র্যময় ও আনন্দময়।যেমন ধরেন আপনি বর্ষার মৌসুমীর ব্যাংগের বিয়ে দেওয়া নিয়ে কথা বলেছেন,যখন পানি হয় না তীব্র গরম তখনই ব্যাংকের বিয়ে দেওয়া হয় বৃষ্টির জন্য। আবার গরমের সময় মাথা ন্যাড়া করা।আসলেই পোস্ট খুব সুন্দর লিখেছেন আপনি ভাই। উপস্থাপন এত সুন্দর হয়েছে বলার মতো না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল ভাই।

 2 years ago 

আপনি অসাধারণ পোস্ট করেন ভাইয়া। আপনার পোস্ট কোয়ালিটি সত্যি তারিফ করার মতই। বাংলাদেশের ছয় ঋতু নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। বরাবরের মতোই অনেক সুন্দর ভাবে গুছিয়ে কথা বলেছেন। পোস্ট দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। আশা করি আপনি এভাবেই সামনে আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপার সুন্দর আঙ্গুলের সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে। আরো ভালো কাজ করার মনবল বাড়াবে। আপনাকে অসংখ ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...
 2 years ago 

আপনার পোস্টি দেখে আমি মুগ্ধ হলাম ভাই। ঋতু নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে লিখেছেন ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

আপনারা সাথে থাকবেন। অবশ্যই আমি আরো ভালো করার চেষ্টা করবো। আপনার পাশে থেকে সাপোর্ট না দিলে মনবল হারিয়ে যাবে। সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই। আর আপনার ফটোগুলো হয়েছে অসাধারণ সুন্দর। সব থেকে বেশি পিয় আমার বর্যা ঋতু। বর্ষার দিনে ছাতা নিয়ে ঘুরে বেড়ানো আমার অনেক ভালো লাগে। আপনি সুন্দর ভাবে প্রতিটি ঋতুর কথা তুলে ধরেছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আমার মনের কথা বলেছেন আমিও বর্ষা ঋতু অনেক পছন্দ করি তার কারন হলো আমি বর্ষা কালে মাছ মারি। আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 2 years ago 
ছয় ঋতু নিয়ে আপনি অনেক সুন্দর একটি কন্টেন্ট তৈরি করেছেন ভাইয়া।আপনার পোস্ট কোয়ালিটি অনেক সুন্দর। গুনগত মানসম্মত পোস্ট করেন।ছয় ঋতু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন আপনি।আবার বর্ণনার সাথে ছবির মিল রেখেছেন। আপনার পোস্ট পড়ে আমি মুগ্ধ। আমার পছন্দের ঋতু হলো বসন্ত। কারণ বসন্তকালে প্রচুর ফুল ফোটে।ফুল আমার খুব প্রিয়।আর এ সময় আবহাওয়াও খুব ভালো থাকে। আপনার ব্লগ টি আমার খুব ভালো লেগেছে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
 2 years ago (edited)

আপনার সুন্দর আঙ্গুল দিয়ে সুন্দর মন্তব্য করেছেন। আমার মনের কথা বলেছন। আসলে আমিও বসন্ত কালকে অনেক ভালোবাসি। আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ অসাধারণ পোস্ট, একদম ঋতু গুলো ফুটিয়ে তুলেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার পোস্ট দেখে। অসাধারণ লিখেছেন, একদম সাজিয়ে গুছিয়ে, এতো সুন্দর উপস্থাপন করছেন যা বলার মতো না সত্যি অতুলনীয়, এখন মেঘ ডাকছে,বৃষ্টি আসতে পারে এই উক্তিটি বর্ষা কালের উক্তি। মা বলতেন। বর্ষা কালে মেঘ এর গর্জন হলেই বৃষ্টি নামে। ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আপার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগাবে। আরো ভালো কাজ করার মনবল বাড়াবে। আপনাকে অসংখ ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার মায়ের জন্য অফুরন্ত ভালোবাসা রইল।

 2 years ago 

বাংলাদেশ ষড়ঋতুর দেশ এবং ছয়টি ঋতু নিয়ে আপনি বেশ সুন্দর লিখেছেন। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে এবং গরমে মাথা ন্যাড়া করার ছবিগুলো আমার কাছে বেশ মজাদার লেগেছে। আর শরতের কাশফুলের কথা তো বলতেই হয় না।ধন্যবাদ আপনাকে বাংলাদেশের ছয়টি ঋতু নিয়ে লেখার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে অসংখ ধন্যবাদ

 2 years ago 

বৃষ্টির জন্য ব্যাঙ এর বিয়ে
গরমে মাথা নেড়া করা

এই ছবি দুইটা কি আপনার নিজের তোলা?
এই গুলো যদি নিজের তোলা না হয়৷ অন্য কারো কাছে থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই তার রেফারেন্স দিতে হবে৷ নিজের তোলা ছবি ব্যবহার করে পোস্ট করা ভালো৷ আর কারো কাছে ছবি নিলে আগে সিয়র হতে হবে সেই ব্যক্তি তার নিজের ছবি দিচ্ছেন নাকি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবি দিয়েছেন৷

 2 years ago 

ব্যাং এর বিয়ে দেওয়া আমার বড় ভাই তুলেছে। আর নেড়া করা ছবিটি আমার তোলা ইন্টার পড়ার সময় হোস্টলে থাকতে। আমি মডারেটর ভাইকে জানাইছি।

 2 years ago 

বড় ভাই আইডির রেফারেন্স দিতে হবে।

 2 years ago 

ফলো আপ আইডির নাম উল্লেখ করেছি তো আমার পোস্টে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60256.67
ETH 2327.64
USDT 1.00
SBD 2.46